ETV Bharat / state

প্রেমিককে ফোনে জানিয়ে আত্মহত্যা যুবতির - garia

প্রেমিকের সাথে ঝামেলা হওয়ায় আত্মঘাতী হল এক যুবতি। ঘটনাটি গড়িয়ার।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 1, 2019, 11:53 PM IST

গড়িয়া, ১ ফেব্রুয়ারি : বাড়ি থেকে উদ্ধার এক যুবতির ঝুলন্ত দেহ। মৃতের নাম উপমা গিরি। ঘটনাটি গড়িয়ার। যুবতির বাড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়। গড়িয়ায় তিনি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন।

সূত্রের খবর, গতরাতে প্রেমিকের সাথে ফোনে কথা বলার সময় ঝামেলা হয়। সেইসময় আত্মঘাতী হওয়ার হুঁশিয়ারি দেন ওই যুবতি। তাঁর প্রেমিক বিষয়টি এক বন্ধুকে জানান। বন্ধুটি ফোন করে বিষয়টি জানান নরেন্দ্রপুর থানায়।

পুলিশ এসে ঘরের জানলা ভেঙে দেখে ফ্যানের সাথে ঝুলছেন ওই যুবতি। তাঁকে উদ্ধার করে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যুবতির মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গড়িয়া, ১ ফেব্রুয়ারি : বাড়ি থেকে উদ্ধার এক যুবতির ঝুলন্ত দেহ। মৃতের নাম উপমা গিরি। ঘটনাটি গড়িয়ার। যুবতির বাড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়। গড়িয়ায় তিনি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন।

সূত্রের খবর, গতরাতে প্রেমিকের সাথে ফোনে কথা বলার সময় ঝামেলা হয়। সেইসময় আত্মঘাতী হওয়ার হুঁশিয়ারি দেন ওই যুবতি। তাঁর প্রেমিক বিষয়টি এক বন্ধুকে জানান। বন্ধুটি ফোন করে বিষয়টি জানান নরেন্দ্রপুর থানায়।

পুলিশ এসে ঘরের জানলা ভেঙে দেখে ফ্যানের সাথে ঝুলছেন ওই যুবতি। তাঁকে উদ্ধার করে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যুবতির মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Barcelona, Spain - 1st February 2019.
1. 00:00 Various of Jean-Clair Todibo during presentation at Camp Nou stadium
2. 00:39 Various of Todibo at press room
3. 01:02 SOUNDBITE (Spanish/Catalan/French): Jean-Clair Todibo, FC Barcelona defender:
"(Spanish) Hello everybody. To start with (Catalan) I am very happy to be here. (French) I am very happy to be here in Barcelona and I wish the best for myself."
4. 01:22 Cutaway
5. 01:27 SOUNDBITE (French): Jean-Clair Todibo, FC Barcelona defender:
(about the responsibility of carrying the same shirt number of former captain and midfielder Xavi Hernandez)
''I used to watch him play on television and I loved it. I watched Barca games a lot. I know of the importance of wearing his same shirt. He is so important to the Catalan people. I hope to be a good successor of his shirt number."
6. 01:46 Cutaway
7. 01:51 SOUNDBITE (French): Jean-Clair Todibo, FC Barcelona defender:
"It was difficult for me to play in Toulouse. When you are a football player you love to play football and you want to play. I chose to come to Barca because I wanted to play with the big names and learn from them every day. To learn from the experience and capabilities to play a match. I am not here to be starting player from the very beginning. I am here to be part of the team."
8. 02:21 Cutaway
SOURCE: Barca TV
9. 02:25 Various of Todibo at the Barcelona store during photo call
10. 02:41 Various of Todibo during medical tests
11. 03:03 Various of Todibo and president of FC Barcelona Josep Maria Bartomeu during signing of contract
SOURCE: SNTV/ Barcelona TV
DURATION: 03:16
STORYLINE:
19 year-old French defender Jean-Clair Todibo was presented at FC Barcelona on Friday.
Barcelona had announced the deal to sign Todibo on 8th January, with an intended arrival at the end of the current season.
But due to Todibo's ostracism at Ligue 1 side Toulouse, both clubs decided to move the date forward.
The young defender signed a four-year contract with a termination clause of 150 million Euros.
The Frenchman joined Toulouse in 2016 and made his first-team debut earlier this season.
He is known for his good ball technique, can play in the midfield and is considered a threat on set pieces.
Todibo has played for France's under-20 team.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.