ETV Bharat / state

সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের - Lovely Maitra

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ৷ সবুজসাথীর সাইকেল চালিয়ে আজ জনসংযোগ করলেন তিনি ৷ সঙ্গে রাজ্য সরকারের এই প্রকল্পকে প্রচারের হাতিয়ার করলেন ৷

west bengal assembly election 2021 Sonarpur South tmc candidate Lovely Maitra ride Sabujsathis cycle in her election campaign
সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের
author img

By

Published : Mar 16, 2021, 8:05 PM IST

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে সবুজসাথীর সাইকেল চালালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র ৷ সোনারপুরের কালিকপুর অঞ্চলে এদিন প্রচার করেন তিনি ৷ কখনও টোটোয় কখনও সাইকেল চালিয়ে আবার কখনও মাঠে নেমে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন ছোট পর্দার এই অভিনেত্রী ৷

সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের

আজ কালিকাপুরের চাকবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সবুজসাথীর সাইকেল চালালেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ৷ সাইকেল চালিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে যান তিনি ৷ তাঁদের সাথে কথা বলেন ৷ রাজ্য সরকারের উদ্যোগে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সবুজসাথীর সাইকেল বিলি করেছে তৃণমূল সরকার ৷ বেশ সাফল্যও পেয়েছে রাজ্য সরকারের এই প্রকল্প ৷ সেই প্রকল্পেরই সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন লাভলি মৈত্র ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে লাভলি মৈত্র বলেন, ‘‘প্রচুর মানুষ আমাকে সমর্থন করছেন ৷ ছোটবেলা থেকেই আমার সাইকেল চালানোর অভ্যাস আছে ৷’’ তিনি আরও জানান, ছোটবেলায় বাবার কিনে দেওয়া সাইকেলে তিনি স্কুল ও টিউশন পড়তে যেতেন ৷

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী লাভলির পুলিশ সুপার স্বামীকে সরাতে চলেছে নির্বাচন কমিশন

প্রচারে নেমে বিরোধী প্রার্থী বিজেপির অঞ্জনা বসুকে কটাক্ষও করেন লাভলি মৈত্র ৷ খেলা হওয়ার স্লোগান তুললেও তিনি এখনও ময়দানেই নেই বলে মন্তব্য করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী ৷ পাল্টা লাভলি মৈত্রের সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচারকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ বিজেপির বক্তব্য সবুজসাথীর সাইকেল ছাত্রছাত্রীদের কোনও কাজে লাগেনি ৷ কারণ অধিকাংশ সাইকেলই খারাপ ছিল ৷

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে সবুজসাথীর সাইকেল চালালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র ৷ সোনারপুরের কালিকপুর অঞ্চলে এদিন প্রচার করেন তিনি ৷ কখনও টোটোয় কখনও সাইকেল চালিয়ে আবার কখনও মাঠে নেমে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন ছোট পর্দার এই অভিনেত্রী ৷

সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের

আজ কালিকাপুরের চাকবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সবুজসাথীর সাইকেল চালালেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ৷ সাইকেল চালিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে যান তিনি ৷ তাঁদের সাথে কথা বলেন ৷ রাজ্য সরকারের উদ্যোগে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সবুজসাথীর সাইকেল বিলি করেছে তৃণমূল সরকার ৷ বেশ সাফল্যও পেয়েছে রাজ্য সরকারের এই প্রকল্প ৷ সেই প্রকল্পেরই সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন লাভলি মৈত্র ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে লাভলি মৈত্র বলেন, ‘‘প্রচুর মানুষ আমাকে সমর্থন করছেন ৷ ছোটবেলা থেকেই আমার সাইকেল চালানোর অভ্যাস আছে ৷’’ তিনি আরও জানান, ছোটবেলায় বাবার কিনে দেওয়া সাইকেলে তিনি স্কুল ও টিউশন পড়তে যেতেন ৷

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী লাভলির পুলিশ সুপার স্বামীকে সরাতে চলেছে নির্বাচন কমিশন

প্রচারে নেমে বিরোধী প্রার্থী বিজেপির অঞ্জনা বসুকে কটাক্ষও করেন লাভলি মৈত্র ৷ খেলা হওয়ার স্লোগান তুললেও তিনি এখনও ময়দানেই নেই বলে মন্তব্য করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী ৷ পাল্টা লাভলি মৈত্রের সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচারকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ বিজেপির বক্তব্য সবুজসাথীর সাইকেল ছাত্রছাত্রীদের কোনও কাজে লাগেনি ৷ কারণ অধিকাংশ সাইকেলই খারাপ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.