দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : অভিনেত্রী অঞ্জনা বসুকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করায় ক্ষোভ বিজেপি সমর্থকদের মধ্যে ৷ মঙ্গলবার বিকেলে সোনারপুর দক্ষিণ বিধানসভা হরিনাভী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ বিজেপি কর্মী ও সমর্থকরা ৷ তাদের দাবি অবিলম্বে বহিরাগত প্রার্থীকে বাতিল করতে হবে ৷ তার পরিবর্তে সোনারপুরের ভূমিপুত্র তমাল চৌধুরীকে প্রার্থী করতে হবে ৷
অভিনেত্রী অঞ্জনা বসুকে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে প্রার্থী করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ রাজ্য তথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বহু নেতার ঘনিষ্ঠ তিনি ৷ বেশ কয়েক বছর ধরেই নিয়মিত বিজেপির সাংগঠনিক কাজে জড়িত তিনি ৷ আর সেই অঞ্জনা বসুকেই এবার প্রার্থী হিসেবে মানতে নারাজ সোনারপুর দক্ষিণের বিজেপি নেতৃত্ব ৷ নিজেদের আপত্তির কথা তারা ইতিমধ্যে বিজেপির রাজ্য নেতৃত্বকে জানিয়েছে ৷ তবে, এখনও পর্যন্ত এনিয়ে কোনও সমাধান বের হয়নি ৷ প্রার্থী পরিবর্তনের কোনও আশ্বাস না দেওয়াতেই আন্দোলনে নেমেছে তারা ৷ দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ তাদের দাবি সোনারপুরের ভূমিপুত্র তমাল চৌধুরীকে প্রার্থী করতে হবে ৷
আরও পড়ুন : সিতাইয়ের প্রার্থী দীপক রায়ের বিরোধিতা স্থানীয় বিজেপি কর্মীদের
অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠেছে, দলের পক্ষ থেকে ‘‘আর নয় অন্যায়ে’’র স্লোগান তোলা হচ্ছে ৷ আর কর্মীদের প্রতিই অন্যায় করা হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে ৷ বাইরে থেকে চাপিয়ে দেওয়া প্রার্থীকে স্থানীয় নেতৃত্ব মানবেন না বলে জানানো হয়েছে ৷ একমাত্র তমাল চৌধুরী দাঁড়ালেই এই আসনে পদ্মফুল ফুটবে বলে হুঁশিয়ারি দিয়ে বিজেপি কর্মীরা ৷ প্রার্থী হিসেবে অঞ্জনা বসুর নাম ঘোষণা হওয়ার পর, সোমবারই প্রথম সোনারপুর দক্ষিণ কেন্দ্রে আসেন তিনি ৷ দলীয় কর্মীদের সাথে বৈঠকও করেছিলেন ৷ মঙ্গলবার সকাল থেকেই সোনারপুরে প্রচার শুরু করেছেন তিনি ৷ জয়ের ব্যাপারে আশাবাদী বলে প্রচার শুরুর আগেই জানিয়েছেন অঞ্জনা বসু ৷
অন্যদিকে দলের একাংশের বিক্ষোভের কথা অঞ্জনা বসুর কানে এলেও, তিনি বিষয়টি জানেন না বলেই এড়িয়ে গিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি সকাল থেকেই এলাকায় ঘুরে ঘুরে দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছি ৷ প্রচারে বেশ ভাল সাড়া পাচ্ছি ৷’’