জয়নগর, 15 ফেব্রুয়ারি : প্রার্থী ঘোষণার আগেই জয়নগরের বর্তমান বিধায়ক বিশ্বনাথ দাসের পরিবর্তে অন্য প্রার্থীর দাবি জানাল তৃণমূল ৷ এই দাবিতে এলাকার বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার ৷ জয়নগর তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান গৌর সরকারের বক্তব্য, "বিধায়ক হয়ে বিশ্বনাথ দাস কোনও কাজ করেননি ৷ নিজের পরিবারের লোকজনদের নিয়ে এলাকায় এলাকায় তোলাবাজি করেছেন ৷ তাই তাঁকে প্রার্থী হিসেবে চান না ৷" পরিবর্তে এলাকার নন এমন প্রার্থীও তাঁরা মেনে নিতে রাজি বলে জানিয়েছেন গৌর সরকরা ৷
এই বিষয়ে বিধায়ক বিশ্বনাথ দাস জানান, এই এলাকায় তৃণমূলের কোনও বিকল্প নেই ৷ মমতা বন্দোপাধ্যায় প্রার্থী ঠিক করবেন বলেও জানান তিনি ৷ গৌর সরকার সম্পর্কে পালটা অভিযোগ করে তিনি বলেন, "গৌর সরকার দলের কোনও পদে নেই ৷ তিনি দল করছেন কিনা তাও জানা নেই ৷"
আরও পড়ুন : তৃণমূলের সভা বানচাল করতে মাঠে জল ! অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে
গৌর সরকার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি ৷