ক্যানিং, 17 জুন: ভাঙড়ের পর এবার ক্যানিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবারই ভাঙড়ের ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল ৷ সেখান থেকেই কড়া বার্তাও দিয়েছিলেন ৷ এদিনও কোনওভাবেই যে এই হিংসা বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যপাল ৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজ্যে কোনওরকম সমস্যা হলে তিনি মানুষের পাশে দাঁড়াবেন, প্রয়োজনে কড়া ব্যবস্থাও নেবেন ৷
এদিন জেলার আধিকারিকদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন তিনি । আধিকারিকদের কাছ থেকে সরাসরি জানতে চান যে ঘটনার দিন ক্যানিং এলাকায় পুলিশ আধিকারিকদের পরিচালনার দায়িত্বে কোন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন ? সূত্রের খবর, ঘটনার দিন এত বোমা-বারুদ-গুলি চলল এবং তার আগাম খবর কেন পুলিশকর্মীরা জানতে পারলেন না সেই বিষয়টিও রাজ্যপাল পরিষ্কার করতে চেয়েছেন । মূলত এই ঘটনায় রাজ্য পুলিশের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের সঙ্গেও কথা বলতে পারেন রাজ্যপাল ৷ পাশাপাশি এদিন পুলিশ আধিকারিকদের কাছ থেকে রাজ্যপাল জানতে চান এই ঘটনায় কোন কোন ধারায় অভিযোগ করেছে পুলিশ ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থির হওয়ার পরেই অস্থির হয়ে ওঠে ভাঙর এবং ক্যানিং চত্বর । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যানিংয়ে গোলমালের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের দাবি অভিযুক্তরা প্রত্যেকেই বহিরাগত। কিন্তু কীভাবে এই ঘটনা পুলিশের হাতের বাইরে বেরিয়ে গেল সেই বিষয় পরিষ্কারভাবে এদিন জানতে চেয়েছেন রাজ্যপাল ।
রাজ্যপাল বলেন, "আমি নিজে সরেজমিনে সমস্ত এলাকা ঘুরে দেখেছি । এলাকা ঘুরে দেখে আমি বুঝতে পেরেছি কি ঘটনা ঘটেছে । এছাড়াও আহতদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের মুখ থেকে শুনেছি মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে । নির্বাচনে কোনরকম সন্ত্রাস বরদাস্ত করা যাবে না । এইটা কোনমতেই গ্রহণযোগ্য নয় । সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত । পুলিশ-প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নিতে হবে । সংবিধানকে মান্যতা দিতে হবে । শুধুমাত্র রাজ্যপালের দায়িত্ব নয়, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের । সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । কোনও প্রকার অশান্তি আমি বরদাস্ত করব না । কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় । আমি কথা দিচ্ছি সাধারণ মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ।"
রাজভবন সূত্রে আগেই জানানো হয়েছিল, এদিন কলকাতার বাইরে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 19 জুন পর্যন্ত কলকাতার বাইরেই থাকার কথা ছিল তাঁর। কিন্তু যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও বিশৃঙ্খলার কারণে এই সিদ্ধান্ত বলেই রাজভবন সূত্রে খবর। তারপরেই এদিন হিংসা বিধ্বস্ত ক্যানিং পরিদর্শনে যান তিনি ৷
আরও পড়ুন: 'গণতন্ত্রের বাণী নিরবে নিভৃতে কাঁদে...' তিন দশক বিরোধীদের মনোনয়ন জমা পড়ে না মোজমপুরে