ETV Bharat / state

Widow torture : অবৈধ সম্পর্কের অভিযোগে বিধবার চুল কেটে মারধর, স্টেশনে ঠাঁই নির্যাতিতার - ক্যানিং

স্বামী মারা যাওয়ার পর থেকে দুঃস্থ মহিলার পাশে দাঁড়ান প্রতিবেশী এক দেওর ৷ কিন্তু বিধবা মহিলাকে তাঁর এই সাহায্য সুনজরে দেখেনি গ্রামবাসীরা ৷ অভিযোগ, বিধবার অসহায়তার সুযোগে তাঁকে কুপ্রস্তাব দেয় ভাসুর ৷ কিন্তু গৃহবধূ তাতে সায় দেননি ৷ শেষমেশ বুধবার প্রতিবেশী দেওর ও গৃহবধূকে মারধর করে গ্রামছাড়া করে ভাসুর-সহ গ্রামবাসীরা ৷

চলছে গৃহবধূ নির্যাতন
চলছে গৃহবধূ নির্যাতন
author img

By

Published : Jul 31, 2021, 3:32 PM IST

ক্যানিং, 31 জুলাই : প্রতিবেশী এক দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে এক বিধবা মহিলা ও ওই মহিলাকে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা । অভিযোগ শুধু মারধরই নয়, প্রকাশ্যে চুল কেটে নেওয়া হয় বছর 40-এর ওই মহিলার । এর পর উত্তেজিত জনতা জোর করে ওই যুবকের হাত দিয়ে গৃহবধূর কপালে সিঁদুর পরিয়ে এলাকা ছাড়া করে তাঁদের দু'জনকে ৷ গত বুধবার বিকেলে এই তালিবানি ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ডাবু গ্রামে ।

3 বছর আগে স্বামী মারা যান ডাবু গ্রামের ওই গৃহবধূর । তাঁর দু'টি পুত্র সন্তান রয়েছে । স্বামী মারা যাওয়ার পর অসহায় অবস্থায় দিন কাটছিল তাঁর । নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, সেই সুযোগে তাঁর ভাসুর তাঁকে কুপ্রস্তাব দেয় । প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে পরিকল্পনা করে বাড়ি থেকে উচ্ছেদ করার চক্রান্ত করতে থাকে ভাসুর ও তাঁর অনুগামীরা ৷

গত বুধবার ওই প্রতিবেশী দেওর গৃহবধূর বাড়িতে আসেন ৷ তখন ভাসুর প্রতিবেশীদের নিয়ে চড়াও হয় গৃহবধূর উপর ৷ দু'জনের নামে মিথ্যে বদনাম দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় ভাসুর-সহ 8 জনের নামে বৃহস্পতিবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ।

আরও পড়ুন : Facebook Fraud : ফেসবুক বন্ধুর সঙ্গলাভের আশায় সর্বনাশ, বধূর স্মার্টফোন নিয়ে চম্পট যুবকের

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর থেকে ওই প্রতিবেশী যুবক বিভিন্ন ভাবে গৃহবধূকে সাহায্য করতেন । এটা ভালো চোখে নেয়নি প্রত্যাখ্যাত ভাসুর ও গ্রামের মানুষজন । নানা ভাবে দু'জনকে ফাঁসানোর চক্রান্ত করতে থাকে ভাসুর । বুধবার বিকেলে দু'জনকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে বলে হেনস্থা করা হয় । বর্তমানে ওই নির্যাতিতা মহিলা ক্যানিং স্টেশনে রাত কাটাচ্ছেন । যদিও অভিযুক্ত ভাসুর ও তার অনুগামীদের দাবি, স্বামী মারা যাওয়ার পর ওঁদের দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । দু'বার পঞ্চায়েতে এ নিয়ে বিচারও হয়েছে । গ্রামবাসীদের দাবি ছেলেটির সংসার আছে । এই মহিলার জন্য তাঁর সংসার ভেঙে যেতে পারে ।

ক্যানিং, 31 জুলাই : প্রতিবেশী এক দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে এক বিধবা মহিলা ও ওই মহিলাকে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা । অভিযোগ শুধু মারধরই নয়, প্রকাশ্যে চুল কেটে নেওয়া হয় বছর 40-এর ওই মহিলার । এর পর উত্তেজিত জনতা জোর করে ওই যুবকের হাত দিয়ে গৃহবধূর কপালে সিঁদুর পরিয়ে এলাকা ছাড়া করে তাঁদের দু'জনকে ৷ গত বুধবার বিকেলে এই তালিবানি ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ডাবু গ্রামে ।

3 বছর আগে স্বামী মারা যান ডাবু গ্রামের ওই গৃহবধূর । তাঁর দু'টি পুত্র সন্তান রয়েছে । স্বামী মারা যাওয়ার পর অসহায় অবস্থায় দিন কাটছিল তাঁর । নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, সেই সুযোগে তাঁর ভাসুর তাঁকে কুপ্রস্তাব দেয় । প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে পরিকল্পনা করে বাড়ি থেকে উচ্ছেদ করার চক্রান্ত করতে থাকে ভাসুর ও তাঁর অনুগামীরা ৷

গত বুধবার ওই প্রতিবেশী দেওর গৃহবধূর বাড়িতে আসেন ৷ তখন ভাসুর প্রতিবেশীদের নিয়ে চড়াও হয় গৃহবধূর উপর ৷ দু'জনের নামে মিথ্যে বদনাম দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় ভাসুর-সহ 8 জনের নামে বৃহস্পতিবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ।

আরও পড়ুন : Facebook Fraud : ফেসবুক বন্ধুর সঙ্গলাভের আশায় সর্বনাশ, বধূর স্মার্টফোন নিয়ে চম্পট যুবকের

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর থেকে ওই প্রতিবেশী যুবক বিভিন্ন ভাবে গৃহবধূকে সাহায্য করতেন । এটা ভালো চোখে নেয়নি প্রত্যাখ্যাত ভাসুর ও গ্রামের মানুষজন । নানা ভাবে দু'জনকে ফাঁসানোর চক্রান্ত করতে থাকে ভাসুর । বুধবার বিকেলে দু'জনকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে বলে হেনস্থা করা হয় । বর্তমানে ওই নির্যাতিতা মহিলা ক্যানিং স্টেশনে রাত কাটাচ্ছেন । যদিও অভিযুক্ত ভাসুর ও তার অনুগামীদের দাবি, স্বামী মারা যাওয়ার পর ওঁদের দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । দু'বার পঞ্চায়েতে এ নিয়ে বিচারও হয়েছে । গ্রামবাসীদের দাবি ছেলেটির সংসার আছে । এই মহিলার জন্য তাঁর সংসার ভেঙে যেতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.