বাসন্তী, 18 মে : ভোটের আগে অসিত বর্মণ নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানো হল । মারধর করা হয় অসিতবাবুর স্ত্রীকেও । হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । গতরাতের এই ঘটনাটি দক্ষিণ ঝড়খালির কোস্টাল থানার ত্রিদিব নগরের । যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP তরফে কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা ।
স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করছে তৃণমূল । সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে । যার বাড়িতে হামলা চালানো হয় সেই অসিত বর্মণ বলেন, "গতরাতে তৃণমূলের গুন্ডাবাহিনী আমার বাড়িতে হামলা চালায় । আমি বাড়িতে না থাকায় ঘরের জিনিসপত্র ভাঙচুর করে । আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে । ওকে মারধর করা হয় । ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেয় । এই হামলার পর থেকে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে । সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করার আর্জি প্রশাসনের কাছে জানাচ্ছি ।"
ঘটনায় কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।