ETV Bharat / state

ঝড়খালিতে BJP কর্মীর বাড়ি ভাঙচুর, মহিলাকে মারধর - bjp

দক্ষিণ ঝড়খালির কোস্টাল থানার ত্রিদিব নগরে অসিত বর্মণ নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানো হল । মারধর করা হয় অসিতবাবুর স্ত্রীকেও । হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

BJP কর্মীর বাড়িতে হামলা
author img

By

Published : May 18, 2019, 5:24 PM IST

Updated : May 18, 2019, 5:32 PM IST

বাসন্তী, 18 মে : ভোটের আগে অসিত বর্মণ নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানো হল । মারধর করা হয় অসিতবাবুর স্ত্রীকেও । হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । গতরাতের এই ঘটনাটি দক্ষিণ ঝড়খালির কোস্টাল থানার ত্রিদিব নগরের । যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP তরফে কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা ।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করছে তৃণমূল । সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে । যার বাড়িতে হামলা চালানো হয় সেই অসিত বর্মণ বলেন, "গতরাতে তৃণমূলের গুন্ডাবাহিনী আমার বাড়িতে হামলা চালায় । আমি বাড়িতে না থাকায় ঘরের জিনিসপত্র ভাঙচুর করে । আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে । ওকে মারধর করা হয় । ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেয় । এই হামলার পর থেকে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে । সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করার আর্জি প্রশাসনের কাছে জানাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
গ্রামের বাসিন্দা রণজিৎ মণ্ডল বলেন, "আমি গ্রামে থাকি না । ভোট দেওয়ার জন্য এসেছি । রাত একটার সময় দেখি, বাইরে কিছু লোক হইচই করছে । আমি টর্চ মেরে দেখতেই আমাকে চেঁচিয়ে বলে কে লাইট মারছে । এরপরই তারা এগিয়ে আসে । বলে আর দু'দিন পরই তোদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে যাব । এসব দেখেশুনে আমরা আতঙ্কে আছি । আমরা জানি না স্বাধীনভাবে ভোট দিতে পারব কি না ।"

ঘটনায় কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বাসন্তী, 18 মে : ভোটের আগে অসিত বর্মণ নামে এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানো হল । মারধর করা হয় অসিতবাবুর স্ত্রীকেও । হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । গতরাতের এই ঘটনাটি দক্ষিণ ঝড়খালির কোস্টাল থানার ত্রিদিব নগরের । যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে । BJP তরফে কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা ।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করছে তৃণমূল । সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে । যার বাড়িতে হামলা চালানো হয় সেই অসিত বর্মণ বলেন, "গতরাতে তৃণমূলের গুন্ডাবাহিনী আমার বাড়িতে হামলা চালায় । আমি বাড়িতে না থাকায় ঘরের জিনিসপত্র ভাঙচুর করে । আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে । ওকে মারধর করা হয় । ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেয় । এই হামলার পর থেকে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে । সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করার আর্জি প্রশাসনের কাছে জানাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
গ্রামের বাসিন্দা রণজিৎ মণ্ডল বলেন, "আমি গ্রামে থাকি না । ভোট দেওয়ার জন্য এসেছি । রাত একটার সময় দেখি, বাইরে কিছু লোক হইচই করছে । আমি টর্চ মেরে দেখতেই আমাকে চেঁচিয়ে বলে কে লাইট মারছে । এরপরই তারা এগিয়ে আসে । বলে আর দু'দিন পরই তোদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে যাব । এসব দেখেশুনে আমরা আতঙ্কে আছি । আমরা জানি না স্বাধীনভাবে ভোট দিতে পারব কি না ।"

ঘটনায় কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:ঝড়খালিতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

ভোটের আগে নতুন করে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী তে। শুক্রবার রাতে বাসন্তী বিধানসভার অন্তর্গত ঝড়খালি তে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ত্রিদিব নগরের ঘটনা। অসিত বর্মন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘরের আসবাবপত্র ভাঙচুর এর পাশাপাশি লুটপাট করা হয় বলেও অভিযোগ করেছেন ঐ বিজেপি কর্মী। ভাঙচুরের পাশাপাশি বাড়ির মহিলাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।Body:থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মীরা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।Conclusion:একটু দেখে নিন
Last Updated : May 18, 2019, 5:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.