ETV Bharat / state

ক্যানিংয়ে কাঁধে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল কর্মী সমর্থকরা - ক্যানিং

বেড়েই চলেছে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম ৷ পেট্রলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে, রান্নার গ্যাসের দামও প্রায় 900 টাকা ৷ আজ কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল সরকার ৷ ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেস অভিনব প্রতিবাদ মিছিল করল ৷

প্রতিবাদ মিছিল
প্রতিবাদ মিছিল
author img

By

Published : Jul 10, 2021, 1:06 PM IST

ক্যানিং, 10 জুলাই : দাম বাড়তে বাড়তে একশো ছাড়িয়েছে ৷ রোজই নতুন দামে কিনতে হচ্ছে পেট্রল, ডিজেল ৷ পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে যেন আগুন লেগেছে সর্বস্তরের মানুষের রান্নাঘরে ৷ আজ রাজ্যজুড়ে এর বিরোধিতায় বিভিন্ন ভাবে পথে নেমেছে শাসকদল তৃণমূল ৷ গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে অভিনব প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷

জ্বালানির মূল্য বৃদ্ধির বিরোধিতায় ক্যানিংয়ে অভিনব প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

আজ সকাল 9টা নাগাদ ক্যানিংয়ের রাস্তায় চোখে পড়ল এই দৃশ্য ৷ ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ 24 পরগনা যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা-র নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে জীবনতলা সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত অভিনব মিছিল করলেন ।

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

মিছিল শেষে শওকত মোল্লা বলেন, "কেন্দ্রীয় সরকার দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে ৷ 47 টাকার ডিজেল 97 টাকা হয়েছে ৷ 57 টাকার পেট্রল 100-র উপরে চলে গেছে ৷ গ্যাসের দাম 414 টাকা থেকে শুরু করে 900 টাকার উপরে চলে গেছে ৷" তার জেরে আজ বাসের ভাড়া, অটোর ভাড়া বাড়ছে, কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে, জানালেন তিনি ৷ তাঁর অভিযোগ, "দেশের সরকারের সেদিকে কোনও খেয়াল নেই, শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িকতার তাস খেলছেন ৷ তাই আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে নেমে মিছিল করছি ৷"

তাঁর দাবি কোভিড-19 পরিস্থিতি হলেও কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন ৷ তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের এই বদান্যতার জন্য় মানুষ আর ঘরে থাকতে পারছে না ৷" সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে ৷ এর ফলে সাধারণ মানুষের পেটে লাথি মারছে কেন্দ্র সরকার ।

ক্যানিং, 10 জুলাই : দাম বাড়তে বাড়তে একশো ছাড়িয়েছে ৷ রোজই নতুন দামে কিনতে হচ্ছে পেট্রল, ডিজেল ৷ পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে যেন আগুন লেগেছে সর্বস্তরের মানুষের রান্নাঘরে ৷ আজ রাজ্যজুড়ে এর বিরোধিতায় বিভিন্ন ভাবে পথে নেমেছে শাসকদল তৃণমূল ৷ গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে অভিনব প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷

জ্বালানির মূল্য বৃদ্ধির বিরোধিতায় ক্যানিংয়ে অভিনব প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

আজ সকাল 9টা নাগাদ ক্যানিংয়ের রাস্তায় চোখে পড়ল এই দৃশ্য ৷ ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ 24 পরগনা যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা-র নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে জীবনতলা সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত অভিনব মিছিল করলেন ।

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

মিছিল শেষে শওকত মোল্লা বলেন, "কেন্দ্রীয় সরকার দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে ৷ 47 টাকার ডিজেল 97 টাকা হয়েছে ৷ 57 টাকার পেট্রল 100-র উপরে চলে গেছে ৷ গ্যাসের দাম 414 টাকা থেকে শুরু করে 900 টাকার উপরে চলে গেছে ৷" তার জেরে আজ বাসের ভাড়া, অটোর ভাড়া বাড়ছে, কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে, জানালেন তিনি ৷ তাঁর অভিযোগ, "দেশের সরকারের সেদিকে কোনও খেয়াল নেই, শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িকতার তাস খেলছেন ৷ তাই আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে নেমে মিছিল করছি ৷"

তাঁর দাবি কোভিড-19 পরিস্থিতি হলেও কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন ৷ তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের এই বদান্যতার জন্য় মানুষ আর ঘরে থাকতে পারছে না ৷" সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে ৷ এর ফলে সাধারণ মানুষের পেটে লাথি মারছে কেন্দ্র সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.