মথুরাপুর, 11 অগাস্ট : 'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে এক BJP কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ চৌধুরি মোহন জাটুয়া । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে । সব বিধায়করা নিজের নিজের এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারছেন, শুনছেন অভাব-অভিযোগ ।
গতকাল রায়দিঘির পূর্বকামালপুরে BJP-র অঞ্চল কমিটির সদস্য তপন কপাটের বাড়িতে যান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সিএম জাটুয়া । আলাপ-আলোচনার পর সারেন দুপুরের খাওয়া । তপন কপাট বলেন, "চৌধুরি মোহন জাটুয়া সবার সাংসদ ।" সাংসদকে কাছে পেয়ে কয়েকটি বিষয়ে অভিযোগ জানান তপনবাবু । তিনি বলেন, "এলাকার রাস্তাঘাট বেহাল, হাসপাতালে ডাক্তার নেই, যে একজন ডাক্তার রয়েছেন তাঁর পক্ষে সমস্ত কিছু দেখা সম্ভব হচ্ছে না । পাশাপাশি ব্রিজের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে রাস্তার উপর ইট, বালি রেখে ব্যবসা চলছে । তাতে যানজট ও দুর্ঘটনা ঘটছে ।"
সিএম জাটুয়া বলেন, "সাংসদ হিসাবে সবাই আমার কাছের লোক । আমি এখানে কোনও দল দেখছি না ।" যদিও তৃণমূল সাংসদ নাটক করছেন বলে কটাক্ষ করেছেন দক্ষিণ 24 পরগনার BJP জেলা সভাপতি অভিজিৎ দাস । তিনি বলেন, "এই বুথ বরাবরি BJP-র । আজও তৃণমূল বুথ দখলে আনতে পারেনি । বিধানসভা ভোট মাথায় রেখে নাটক শুরু করেছেন ।"