ETV Bharat / state

BJP কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ জাটুয়ার; "নাটক", বললেন BJP নেতা - মথুরাপুর

'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে এক BJP কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ চৌধুরি মোহন জাটুয়া । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে । সব বিধায়করা নিজের নিজের এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারছেন, শুনছেন অভাব-অভিযোগ ।

BJP কর্মীর বাড়িতে লাঞ্চ সাংসদের
author img

By

Published : Aug 11, 2019, 8:29 AM IST

Updated : Aug 11, 2019, 9:34 AM IST

মথুরাপুর, 11 অগাস্ট : 'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে এক BJP কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ চৌধুরি মোহন জাটুয়া । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে । সব বিধায়করা নিজের নিজের এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারছেন, শুনছেন অভাব-অভিযোগ ।

গতকাল রায়দিঘির পূর্বকামালপুরে BJP-র অঞ্চল কমিটির সদস্য তপন কপাটের বাড়িতে যান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সিএম জাটুয়া । আলাপ-আলোচনার পর সারেন দুপুরের খাওয়া । তপন কপাট বলেন, "চৌধুরি মোহন জাটুয়া সবার সাংসদ ।" সাংসদকে কাছে পেয়ে কয়েকটি বিষয়ে অভিযোগ জানান তপনবাবু । তিনি বলেন, "এলাকার রাস্তাঘাট বেহাল, হাসপাতালে ডাক্তার নেই, যে একজন ডাক্তার রয়েছেন তাঁর পক্ষে সমস্ত কিছু দেখা সম্ভব হচ্ছে না । পাশাপাশি ব্রিজের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে রাস্তার উপর ইট, বালি রেখে ব্যবসা চলছে । তাতে যানজট ও দুর্ঘটনা ঘটছে ।"

সিএম জাটুয়া

সিএম জাটুয়া বলেন, "সাংসদ হিসাবে সবাই আমার কাছের লোক । আমি এখানে কোনও দল দেখছি না ।" যদিও তৃণমূল সাংসদ নাটক করছেন বলে কটাক্ষ করেছেন দক্ষিণ 24 পরগনার BJP জেলা সভাপতি অভিজিৎ দাস । তিনি বলেন, "এই বুথ বরাবরি BJP-র । আজও তৃণমূল বুথ দখলে আনতে পারেনি । বিধানসভা ভোট মাথায় রেখে নাটক শুরু করেছেন ।"

মথুরাপুর, 11 অগাস্ট : 'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে এক BJP কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ চৌধুরি মোহন জাটুয়া । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে । সব বিধায়করা নিজের নিজের এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারছেন, শুনছেন অভাব-অভিযোগ ।

গতকাল রায়দিঘির পূর্বকামালপুরে BJP-র অঞ্চল কমিটির সদস্য তপন কপাটের বাড়িতে যান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সিএম জাটুয়া । আলাপ-আলোচনার পর সারেন দুপুরের খাওয়া । তপন কপাট বলেন, "চৌধুরি মোহন জাটুয়া সবার সাংসদ ।" সাংসদকে কাছে পেয়ে কয়েকটি বিষয়ে অভিযোগ জানান তপনবাবু । তিনি বলেন, "এলাকার রাস্তাঘাট বেহাল, হাসপাতালে ডাক্তার নেই, যে একজন ডাক্তার রয়েছেন তাঁর পক্ষে সমস্ত কিছু দেখা সম্ভব হচ্ছে না । পাশাপাশি ব্রিজের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে রাস্তার উপর ইট, বালি রেখে ব্যবসা চলছে । তাতে যানজট ও দুর্ঘটনা ঘটছে ।"

সিএম জাটুয়া

সিএম জাটুয়া বলেন, "সাংসদ হিসাবে সবাই আমার কাছের লোক । আমি এখানে কোনও দল দেখছি না ।" যদিও তৃণমূল সাংসদ নাটক করছেন বলে কটাক্ষ করেছেন দক্ষিণ 24 পরগনার BJP জেলা সভাপতি অভিজিৎ দাস । তিনি বলেন, "এই বুথ বরাবরি BJP-র । আজও তৃণমূল বুথ দখলে আনতে পারেনি । বিধানসভা ভোট মাথায় রেখে নাটক শুরু করেছেন ।"

Intro:দিদিকে বলো কর্মসূচিতে এবার বিজেপির বাড়িতে মধ্যান্য ভোজ সারলেন মথুরাপুর কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিদিকে বলো কর্মসূচি শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব বিধায়করা ইতি মধ্যে রাজ্য জুড়ে সেই কর্মসূচি পালন করছে। এবার রায়দিঘীর পূর্বকামালপুরে ১৪ নং সংসদ এলাকায় বিজেপির অঞ্চল কমিটির সদস্য তপন কপাটের বাড়িতে খাওয়া দাওয়া করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সিএম জাটুয়া। তপন কপাট দাবি দলিয় ভাবে নয় সংসদ ভাবে পেয়েছেন চৌধুরী মোহন জাটুয়াকে। তিনি সবার সাংসদ। এলাকার রাস্তাঘাট বেহাল, হাসপাতালে ডাক্তার নেই, যে একজন ডাক্তার রয়েছে তার পক্ষে সমস্ত কিছু দেখা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি ব্রিজের অবস্থা খুবই খারাপ বিশেষ করে রাস্তার উপর ইট বালি সিমেন্ট এর ব্যবসার ফলে সব সময় রাস্তায় জমজমাট সেদিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন আছে বলে অভিযোগ করেছেন সাংসদের কাছে। সাংসদ বাড়িতে এসেছেন তাই সপরিবারে আপ্পায়ন করছেন বলে দাবি করেন। দু লক্ষ্যের বেশি ভোটে জিতেছে সিএম জাটুয়া। তাই এমপি হিসাবে সবাই আমার কাছের লোক আমি এখানে কোন দল দেখছি না। যদিও নাটকিয় ভাব বলে দাবি জেলি বিজেপি সভাপতির। এই বুথ বরাবরি বিজেপির । আজও তৃনমূল বুধ দখলে আনতে পারেনি । ২১শে লক্ষ্য করে নাটক শুরু করেছেন । যদিও এদিন বিজেপির কর্মির বাড়িতে সাংসদের অভিযোগ জানাতে হাজির এলাকাবাসি। Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Aug 11, 2019, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.