বজবজ, 10 মে : দলীয় কর্মীদের হাতে আক্রান্ত বজবজের বিধায়ক । ঘটনার পর ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে । দলীয় যুব নেতাকর্মীরা তাঁর উপর হামলা করে বলে অভিযোগ । 8 মে রাতে বজবজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক দেবের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে বজবজ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
8 মে রাতে বজবজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি দলীয় কার্যালয়ে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বসেছিলেন বিধায়ক অশোক দেব । ঠিক সেই সময়ে বজবজ বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ও কাউন্সিলর তাঁর উপর হামলা চালায় । দলীয় নেতাকর্মীরা মূলত তাঁকে খুন করতে এসেছিল বলে অভিযোগ করেন অশোকবাবু । কিন্তু অনুগামীরা থাকায় তাঁকে খুন করতে পারেনি ।
এদিকে ঘটনায় অশোকবাবুর অনুগামী পাঁচজন জখম হয়েছিলেন । তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছিল । অশোকবাবুর অভিযোগ, যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নির্দেশেই তার অনুগামীরা হামলা চালিয়েছিল । ঘটনার পর দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অশোকবাবু । পুলিশের সামনে পুরো ঘটনা ঘটলেও প্রাথমিকভাবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ তাঁর । অশোকবাবু ঘটনার পর বলেছিলেন, দলীয় নেতৃত্বকে পুরো বিষয়টি জানানোর পর নেতৃত্ব কোনও ব্যবস্থা না নিলে তিনি বিকল্প চিন্তাভাবনা করবেন।