ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, জখম 1 - inner

বাসন্তী থানার খরিমাচা গ্রামে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরে জখম হল এক তৃণমূল কর্মী ।

জখম মুজিবর শেখ
author img

By

Published : May 28, 2019, 12:17 PM IST

Updated : May 28, 2019, 12:23 PM IST

বাসন্তী, 28 মে : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বাসন্তী । জখম হলেন এক তৃণমূল কর্মী । নাম মুজিবর শেখ (40) । বাসন্তী থানার খরিমাচা গ্রামের ঘটনা । ঘটনায় অভিযুক্তরা হল স্থানীয় যুব তৃণমূল কর্মী রহিম শেখ, কাউসার শেখ, হাবিবুল্লা খাঁ, অজয় ব্যানার্জি সহ তাদের অনুগামীরা । ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

অভিযোগ, গতরাতে দেড়টা নাগাদ মুজিবর শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে রহিম শেখ সহ অন্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মুজিবরকে উদ্ধার করে । ঘটনায় গুরুতর জখম হন মুজিবর । বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রাজ্জাক খাতুন বলেন, "মুজিবর শেখকে মেরে ফেললে যুব তৃণমূলের পথ পরিষ্কার হয়ে যাবে । সেই কারণে রহিম শেখ, কাউসার শেখের নেতৃত্বে গতরাতে মুজিবরকে ডেকে নিয়ে গিয়ে কুরুল, হেঁসো দিয়ে মারধর করে যুব তৃণমূল ।"

এই ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মত, BJP-কে ঠেকাতে রাজ্যজুড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল । কিন্তু বাসন্তীতে তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলের ঘটনা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছে রাজনীতি মহলের বিশেজ্ঞরা ।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

বাসন্তী, 28 মে : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বাসন্তী । জখম হলেন এক তৃণমূল কর্মী । নাম মুজিবর শেখ (40) । বাসন্তী থানার খরিমাচা গ্রামের ঘটনা । ঘটনায় অভিযুক্তরা হল স্থানীয় যুব তৃণমূল কর্মী রহিম শেখ, কাউসার শেখ, হাবিবুল্লা খাঁ, অজয় ব্যানার্জি সহ তাদের অনুগামীরা । ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

অভিযোগ, গতরাতে দেড়টা নাগাদ মুজিবর শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে রহিম শেখ সহ অন্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মুজিবরকে উদ্ধার করে । ঘটনায় গুরুতর জখম হন মুজিবর । বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রাজ্জাক খাতুন বলেন, "মুজিবর শেখকে মেরে ফেললে যুব তৃণমূলের পথ পরিষ্কার হয়ে যাবে । সেই কারণে রহিম শেখ, কাউসার শেখের নেতৃত্বে গতরাতে মুজিবরকে ডেকে নিয়ে গিয়ে কুরুল, হেঁসো দিয়ে মারধর করে যুব তৃণমূল ।"

এই ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মত, BJP-কে ঠেকাতে রাজ্যজুড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল । কিন্তু বাসন্তীতে তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলের ঘটনা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছে রাজনীতি মহলের বিশেজ্ঞরা ।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

Intro:তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বাসন্তী তে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মুজিবর শেখ নামে এক তৃণমূল কর্মীকে।ঘটনায় অভিযোগের তীর স্থানীয় যুব তৃণমূল কর্মী রহিম শেখ, কাউসার শেখ, হাবিবুল্লা খা, অজয় ব্যানার্জি সহ তাদের অনুগামীদের দিকে। অভিযোগ এলাকায় তৃণমূল করার অপরাধে বেধড়ক মারধর করা হয় মজিবর শেখ কে। সোমবার রাত্রি দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বাসন্তী থানার খরিমাচান গ্রামে। স্থানীয় যুব তৃণমূল কর্মীরা মুজিবর কে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এসে অবস্থায় উদ্ধার করে তৃণমূল কর্মী মুজিবর কে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। বিজেপিকে ঠেকাতে নিজেদের মধ্যে কোন্দল ভুলে যখন রাজ্য জুড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তৃণমূল নেতৃত্ব, তখন নতুন করে বাসন্তি তে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের ঘটনা বাড়তি অক্সিজেন যোগাবে বিরোধীদের বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞ রা।Body:এই ঘটনায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।Conclusion:Intro তে কপি দিলাম।
Last Updated : May 28, 2019, 12:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.