বাসন্তী, 28 মে : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বাসন্তী । জখম হলেন এক তৃণমূল কর্মী । নাম মুজিবর শেখ (40) । বাসন্তী থানার খরিমাচা গ্রামের ঘটনা । ঘটনায় অভিযুক্তরা হল স্থানীয় যুব তৃণমূল কর্মী রহিম শেখ, কাউসার শেখ, হাবিবুল্লা খাঁ, অজয় ব্যানার্জি সহ তাদের অনুগামীরা । ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
অভিযোগ, গতরাতে দেড়টা নাগাদ মুজিবর শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে রহিম শেখ সহ অন্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মুজিবরকে উদ্ধার করে । ঘটনায় গুরুতর জখম হন মুজিবর । বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
রাজ্জাক খাতুন বলেন, "মুজিবর শেখকে মেরে ফেললে যুব তৃণমূলের পথ পরিষ্কার হয়ে যাবে । সেই কারণে রহিম শেখ, কাউসার শেখের নেতৃত্বে গতরাতে মুজিবরকে ডেকে নিয়ে গিয়ে কুরুল, হেঁসো দিয়ে মারধর করে যুব তৃণমূল ।"
এই ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মত, BJP-কে ঠেকাতে রাজ্যজুড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল । কিন্তু বাসন্তীতে তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলের ঘটনা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছে রাজনীতি মহলের বিশেজ্ঞরা ।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।