ক্যানিঙে BJP-তৃণমূল সংঘর্ষে জখম 5 - 5 injured
ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে বৈকুণ্ঠপুর এলাকায় । মাঝে মাঝেই তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে । গতকাল তা বড় আকার নেয় ।
![ক্যানিঙে BJP-তৃণমূল সংঘর্ষে জখম 5](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3315169-thumbnail-3x2-canning.jpg?imwidth=3840)
ক্যানিং, 18 মে : ভোটের আগে অশান্ত ক্যানিং । তৃণমূল ও BJP-র সংঘর্ষে জখম দু'পক্ষের পাঁচজন । গতরাতে সংঘর্ষ হয় ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর এলাকায় । জখমদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে । ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে খবর, ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে বৈকুণ্ঠপুর এলাকায় । মাঝে মাঝেই তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে । গতকাল তা বড় আকার নেয় । স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, গতরাতে তাদের কর্মী পান্না নস্করের উপর হামলা চালায় BJP-র লোকজন । পেশায় রাজমিস্ত্রি পান্নাবাবু কলকাতা থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, সেই সময় BJP-র দশ থেকে বারোজন পান্নাবাবুর উপর হামলা চালায় । মাথা ফাটে তাঁর । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।
অন্যদিকে গতরাতে ওই এলাকাতেই আক্রান্ত হন চারজন BJP কর্মী । তাঁদের নাম কানাই মণ্ডল, যাদব মণ্ডল, দিলীপ নস্কর ও অমল মণ্ডল । এক্ষেত্রে অভিযোগের তির তৃণমূলের দিকে । BJP-র তরফে জানানো হয়েছে, ভোটের আগে এলাকায় কোণঠাসা তৃণমূল কংগ্রেস । তাই তাদের কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে । দুটি ঘটনায় দু'পক্ষই অভিযোগ অস্বীকার করেছে । ক্যানিং থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
ক্যানিং ঃ শেষ দফার ভোটের আগের মুহূর্তে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ইট খোলা গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর এলাকায়। ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার রাত থেকেই। রাতেই আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস করার অপরাধে বেধড়ক মার খেলেন এক তৃণমূল কর্মী। ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।অন্যদিকে আবার তৃণমূলের পাল্টা মারে ৪জন বিজেপি কর্মী গুরুতর জখম হওয়ায় অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার সন্ধ্যায় এলাকার তৃণমূল কর্মী পান্না নস্কর অন্যান্য দিনের মতো কলকাতা থেকে রাজমিস্ত্রীর কাজ করে রাতে বাড়ী ফেরার সময় আচমকা জনা দশেক বিজেপি কর্মী সমর্থক বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি দুষ্কৃতিদের বিরুদ্ধে।
পাল্টা বিজেপির দাবী তাদের চারজন কর্মী সমর্থক কানাই মন্ডল,যাদব মন্ডল,দিলীপ নস্কর,অমল মন্ডলরা গ্রামের একটি মোড়ে বসে গল্প গুজব করছিলেন । সেই সময় তৃণমূলের জনাকুড়ি দুষ্কৃতি লাঠী রড নিয়ে আমাদের কর্মী সমর্থদের বেধড়ক মারধোর করলে ঘটনায় চারজন গুরুতর জখম হয়। অন্যান্য স্থানীয় বিজেপি কর্মীরা আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।Body:Intro তে কপি দিলাম সব Conclusion:একটু দেখে নেবেন