ETV Bharat / state

Canning Shootout and Murder Case: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3 - three arrested in canning shootout and murder case

গত শনিবার রাতে ক্যানিংয়ের যুব তৃণমূল নেতা মহরম শেখকে তাঁর বাড়ির সামনেই গুলি করে পালায় দুষ্কৃতীরা । রবিবার ভোরে এসএসকেএম হাসপাতেলে মৃত্যু হয় তাঁর ৷

Canning Shootout and Murder Case
ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3
author img

By

Published : Nov 22, 2021, 10:18 PM IST

ক্যানিং, 22 নভেম্বর: সম্প্রতি ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি মহরম শেখ (Muharam Sheikh) । সেই খুনের ঘটনায় ইতিমধ্যে 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পাঁচু সাঁফুই-সহ আরও দুই অভিযুক্ত মলয় মণ্ডল ও সাইফুল লস্করকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । তবে এখনও পলাতক ঘটনায় মূল অভিযুক্ত-সহ আরও বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : Man Arrested for Raping Minor : নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার রাতে ওই তৃণমূল যুব নেতা (TMC Youth Leader) যখন তাঁর বাড়ির সামনে বসেছিলেন সে সময়ে একটি অটোতে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালায় । এরপর স্থানীয়রা ওই যুবনেতাকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতায় এসএসকেএম হাসপাতেলে নিয়ে যায়৷ সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় ওই যুব নেতার।

এই খুনের ঘটনায় এলাকায় তৃণমূলের গোষ্ঠৈ কোন্দল প্রকাশ্যে এসেছে ৷ যদিও তৃণমূল নেতৃত্ব গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই খুন বলে মানতে চায়নি ৷ মৃতের পরিবারের তরফ থেকে ক্যানিং থানায় রফিক শেখ, রহমত গাজী, মিয়ারফ মণ্ডল, মনিরুল শেখ, হাফিজুল মণ্ডল, মামুদ আলি সরদার, শম্ভু মণ্ডল, মলয় মণ্ডল, পাঁচু সাঁফুই, সাইফুল লস্কর’দের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্যানিং, 22 নভেম্বর: সম্প্রতি ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি মহরম শেখ (Muharam Sheikh) । সেই খুনের ঘটনায় ইতিমধ্যে 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পাঁচু সাঁফুই-সহ আরও দুই অভিযুক্ত মলয় মণ্ডল ও সাইফুল লস্করকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । তবে এখনও পলাতক ঘটনায় মূল অভিযুক্ত-সহ আরও বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : Man Arrested for Raping Minor : নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার রাতে ওই তৃণমূল যুব নেতা (TMC Youth Leader) যখন তাঁর বাড়ির সামনে বসেছিলেন সে সময়ে একটি অটোতে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালায় । এরপর স্থানীয়রা ওই যুবনেতাকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতায় এসএসকেএম হাসপাতেলে নিয়ে যায়৷ সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় ওই যুব নেতার।

এই খুনের ঘটনায় এলাকায় তৃণমূলের গোষ্ঠৈ কোন্দল প্রকাশ্যে এসেছে ৷ যদিও তৃণমূল নেতৃত্ব গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই খুন বলে মানতে চায়নি ৷ মৃতের পরিবারের তরফ থেকে ক্যানিং থানায় রফিক শেখ, রহমত গাজী, মিয়ারফ মণ্ডল, মনিরুল শেখ, হাফিজুল মণ্ডল, মামুদ আলি সরদার, শম্ভু মণ্ডল, মলয় মণ্ডল, পাঁচু সাঁফুই, সাইফুল লস্কর’দের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.