সোনারপুর, 26 অক্টোবর: কালীপুজো ও দীপাবলির আবহে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বুধবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি ৷ সেই অনুষ্ঠান থেকেই কাঁকিনাড়ায় বোমা ফেটে (Kankinara Blast) শিশুর মৃত্যু নিয়ে তোপ দাগেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এই রাজ্যে শব্দবাজি বন্ধ হলেও বোমাবাজি বন্ধ হবে না !" সেইসঙ্গে, এনসিসি-তে রাজ্যের বরাদ্দ বন্ধ থেকে শুরু করে তৃণমূল মহিলা কংগ্রেসের 'চলো গ্রামে যাই' কর্মসূচি-সহ নানা বিষয় নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷
প্রসঙ্গত, এনসিসি খাতে রাজ্যের বরাদ্দ বন্ধের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, "শুধু এনসিসি ফান্ড নয়, আরও অনেক কিছুরই ফান্ড বন্ধ আছে ৷ সিভিল ডিফেন্সের কর্মীরা 6 মাস ধরে বেতন পাচ্ছেন না ৷ প্রধানমন্ত্রীর পাঁচ কিলো চাল ছাড়া আর কোথায় কে কী পাচ্ছেন বলুন তো ? আর কিছুদিন পর সরকারি কর্মীদের বেতনও দিতে পারবে না এই দেউলিয়া সরকার ৷" পাশাপাশি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে সানমার্গ চিচফান্ড কেলেঙ্কারি, সবকিছুতেই তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়করা জড়িত রয়েছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷
আরও পড়ুন: 'পুলিশকে পা ধরে ক্ষমা চাইতে হবে', হুঁশিয়ারি শুভেন্দুর
উল্লেখ্য, সানমার্গ কেলেঙ্কারিতে হালিশহর পৌরসভার তৃণমূল চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রাজু সাহানি ও সঞ্জয় সিং কিছুই নয় ৷ ব্যারাকপুরের তিনজন তৃণমূল বিধায়ক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এঁদের মধ্যে একজন আবার মন্ত্রী ৷ আমি সিবিআই-কে বলব এই তিনজনকে কেন ডেকেও ছেড়ে রেখেছেন !"
এরই সঙ্গে, বিরোধী দলনেতার বার্তা, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল মহিলা কংগ্রেসের 'চলো গ্রামে যাই' কর্মসূচি আদতে রাজনৈতিক 'গিমিক' ছাড়া কিছুই নয় ৷ শুভেন্দু মনে করেন, গ্রামে যাওয়ার নামে আদতে টাকা তুলতে নামছে শাসকদল !