ETV Bharat / state

মা স্বাস্থ্যকর্মী অথচ জলে ডুবে মৃত শিশুকে বাঁচাতে ঝাড়ফুঁক !

author img

By

Published : Jan 28, 2021, 12:50 PM IST

মৃত ওই শিশুকন্যার নাম ঐন্দ্রিলা সিট। বয়স হয়েছিল মাত্র দুই বছর ৷

ঝাড়ফুঁক
ঝাড়ফুঁক

পাথরপ্রতিমা, 28 জানুয়ারি : জলে ডুবে মৃত্যু হয়েছে একরত্তি শিশুর ৷ নিজেদের একমাত্র সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা বাবা-মায়ের ৷ তা বলে ঝাড়ফুঁক ! হ্যাঁ, একবিংশ শতাব্দীতেও এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর এলাকায়। মৃত ওই শিশুকন্যার নাম ঐন্দ্রিলা সিট। বয়স হয়েছিল মাত্র দুই বছর ৷

মৃত ওই শিশুর বাবা অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুখিরাম সিট। মা স্বাস্থ্য বিভাগের কর্মী ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার সময় শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম সামনে আসে ৷ যখন শিশুটি নিখোঁজ হয় তখন বাড়ির সদস্যরা টিভি দেখছিল ৷ পাশের ঘরে ঘুম পারানো ছিল শিশুটিকে ৷ কিন্তু একটি সন্ধ্যা সাতটা নাগাদ ঘরে গিয়ে দেখা যায় বিছানায় শিশুটি নেই ৷ তারপরই খোঁজাখুঁজি শুরু হয় ৷

আরও পড়ুন : চিকিৎসার বদলে মৌলবির ঝাড়ফুঁক, মৃত্যু রোগীর !

প্রায় আড়াই ঘণ্টা পর বাড়ির পেছনের পুকুরে শিশুটির দেখ ভাসতে দেখেন পরিবারের লোকেরা ৷ স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ঐন্দ্রিলাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরই শিশুটিকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক শুরু করান পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করেও কোনও লাভ হয়নি। পরিবারের সদস্যদের অনুমান, খেলতে খেলতে বাড়ির পেছনের দরজা দিয়ে পুকুরে কাছে চলে যায় শিশুটি ৷ তারপরই পুকুরে ঢুবে মৃত্যু হয়েছে তার ৷ তবে মৃত শিশুকে ঝাড়ফুঁক করানো নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বুদ্ধিজীবীরা ৷

পাথরপ্রতিমা, 28 জানুয়ারি : জলে ডুবে মৃত্যু হয়েছে একরত্তি শিশুর ৷ নিজেদের একমাত্র সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা বাবা-মায়ের ৷ তা বলে ঝাড়ফুঁক ! হ্যাঁ, একবিংশ শতাব্দীতেও এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর এলাকায়। মৃত ওই শিশুকন্যার নাম ঐন্দ্রিলা সিট। বয়স হয়েছিল মাত্র দুই বছর ৷

মৃত ওই শিশুর বাবা অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুখিরাম সিট। মা স্বাস্থ্য বিভাগের কর্মী ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার সময় শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম সামনে আসে ৷ যখন শিশুটি নিখোঁজ হয় তখন বাড়ির সদস্যরা টিভি দেখছিল ৷ পাশের ঘরে ঘুম পারানো ছিল শিশুটিকে ৷ কিন্তু একটি সন্ধ্যা সাতটা নাগাদ ঘরে গিয়ে দেখা যায় বিছানায় শিশুটি নেই ৷ তারপরই খোঁজাখুঁজি শুরু হয় ৷

আরও পড়ুন : চিকিৎসার বদলে মৌলবির ঝাড়ফুঁক, মৃত্যু রোগীর !

প্রায় আড়াই ঘণ্টা পর বাড়ির পেছনের পুকুরে শিশুটির দেখ ভাসতে দেখেন পরিবারের লোকেরা ৷ স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ঐন্দ্রিলাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরই শিশুটিকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক শুরু করান পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করেও কোনও লাভ হয়নি। পরিবারের সদস্যদের অনুমান, খেলতে খেলতে বাড়ির পেছনের দরজা দিয়ে পুকুরে কাছে চলে যায় শিশুটি ৷ তারপরই পুকুরে ঢুবে মৃত্যু হয়েছে তার ৷ তবে মৃত শিশুকে ঝাড়ফুঁক করানো নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বুদ্ধিজীবীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.