ETV Bharat / state

ব্যক্তিগত পুঁজিই সঙ্গী, কোভিড মোকাবিলায় সাহায্যের হাত সোনারপুরের বিশ্বাস দম্পতির - Sonarpur's Biswas couple lend a helping hand against covid

ব্যক্তিগত পুঁজিকেই সঙ্গী করে কোভিড রোগীদের পাশে দাঁড়ালেন বিশ্বাস দম্পতি ৷ তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লাভলি মৈত্র থেকে স্থানীয় এলাকাবাসী ৷

couple lend a helping hand against covid
couple lend a helping hand against covid
author img

By

Published : May 24, 2021, 12:18 PM IST

সোনারপুর , 24 মে : জমানো পুঁজিই ভরসা ৷ সেই পুঁজিকেই সঙ্গী করে সাহায্যের হাত বাড়ালেন এক দম্পতি ৷ বিনামূল্যে চালু করলেন কোভিড রোগীদের জন্য একাধিক পরিষেবা ৷

ওই দম্পতির নাম অভিজিৎ বিশ্বাস ও অপর্ণা বিশ্বাস ৷ এপ্রসঙ্গে অভিজিৎ বিশ্বাস বলেন, "অ্যাম্বুলেন্সের জন্য মানুষ হাহাকার করছে ৷ রাস্তা দিয়ে আসার সময় যখন সেগুলো দেখলাম তখন অ্যাম্বুলেন্সের জন্য চেষ্টা করলাম ৷"

couple lend a helping hand against covid
বিনামূল্যে চালু হল অ্যাম্বুলেন্স পরিষেবা

দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লাভলি মৈত্র থেকে এলাকাবৃন্দের সকলেই ৷ একইসঙ্গে ওই দম্পতি পাশের দাঁড়িয়েছেন স্থানীয় যুবকরা ৷ তাঁদের সহযোগিতাতেই চলছে এই বিশাল কর্মকাণ্ড ৷

আরও পড়ুন : 12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ

বিনামূল্যে কোভিড আক্রান্ত পরিবারগুলিকে দেওয়া হচ্ছে অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও দুবেলা খাবারের সুবিধা ৷ সূত্র মারফত এই খবর পৌঁছায় বিধায়ক লাভলি মৈত্রের কাছে ৷

খবর পাওয়া মাত্রই তিনি নিজে আসেন ওই দম্পতির সঙ্গে দেখা করতে ৷ প্রশংসাও করেন তাঁদের উদ্যোগের ৷

ব্যক্তিগত পুঁজিই সঙ্গী, কোভিড মোকাবিলায় সাহায্যের হাত সোনারপুরের বিশ্বাস দম্পতির

সোনারপুর , 24 মে : জমানো পুঁজিই ভরসা ৷ সেই পুঁজিকেই সঙ্গী করে সাহায্যের হাত বাড়ালেন এক দম্পতি ৷ বিনামূল্যে চালু করলেন কোভিড রোগীদের জন্য একাধিক পরিষেবা ৷

ওই দম্পতির নাম অভিজিৎ বিশ্বাস ও অপর্ণা বিশ্বাস ৷ এপ্রসঙ্গে অভিজিৎ বিশ্বাস বলেন, "অ্যাম্বুলেন্সের জন্য মানুষ হাহাকার করছে ৷ রাস্তা দিয়ে আসার সময় যখন সেগুলো দেখলাম তখন অ্যাম্বুলেন্সের জন্য চেষ্টা করলাম ৷"

couple lend a helping hand against covid
বিনামূল্যে চালু হল অ্যাম্বুলেন্স পরিষেবা

দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লাভলি মৈত্র থেকে এলাকাবৃন্দের সকলেই ৷ একইসঙ্গে ওই দম্পতি পাশের দাঁড়িয়েছেন স্থানীয় যুবকরা ৷ তাঁদের সহযোগিতাতেই চলছে এই বিশাল কর্মকাণ্ড ৷

আরও পড়ুন : 12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ

বিনামূল্যে কোভিড আক্রান্ত পরিবারগুলিকে দেওয়া হচ্ছে অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও দুবেলা খাবারের সুবিধা ৷ সূত্র মারফত এই খবর পৌঁছায় বিধায়ক লাভলি মৈত্রের কাছে ৷

খবর পাওয়া মাত্রই তিনি নিজে আসেন ওই দম্পতির সঙ্গে দেখা করতে ৷ প্রশংসাও করেন তাঁদের উদ্যোগের ৷

ব্যক্তিগত পুঁজিই সঙ্গী, কোভিড মোকাবিলায় সাহায্যের হাত সোনারপুরের বিশ্বাস দম্পতির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.