ETV Bharat / state

সোনারপুরে নাবালিকার বিয়ে রুখল পুলিশ - বারুইপুরের সীতাকুন্ডপ এলাকার যুবক

সোনারপুরের পোলঘাটের ঘটনা ৷ নিজের পছন্দ করা বারুইপুরের সীতাকুণ্ডপ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাবালিকার ৷ গোপন সূত্রে খবর পেয়ে বিয়ে রুখল পুলিশ ৷

ছবি
author img

By

Published : Nov 4, 2019, 10:49 AM IST

Updated : Nov 4, 2019, 11:10 AM IST

সোনারপুর, 4 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল পুলিশ ৷ সোনারপুরের পোলঘাটের ঘটনা ৷

বারুইপুরের সীতাকুণ্ডপ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাবালিকার ৷ নিজেরই পছন্দ করা পাত্র ৷ সেইমতো শুরু হয় বিয়ের অনুষ্ঠান ৷ খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাজিদা বিবিকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে হাজির হয় সোনারপুর থানার পুলিশ ৷ পরে নাবালিকাকে বুঝিয়ে, তার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে আটকানো হয় ৷

নাবালিকা জানিয়েছে, আপাতত সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় ৷ নাবালিকার মা রিনা মণ্ডল বলেন, "মেয়ের ইচ্ছেতেই এই বিয়েতে রাজি হয়েছিলাম ৷ এখন ভুল বুঝতে পেরেছি ৷ মেয়ে ফের পড়াশুনো করতে চাইলে পাশে থাকব ৷" পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্যাও ৷ তিনি বলেন, "নাবালিকার যে কোনও ধরনের সাহায্যের জন্য পাশে রয়েছি৷"

সোনারপুর, 4 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল পুলিশ ৷ সোনারপুরের পোলঘাটের ঘটনা ৷

বারুইপুরের সীতাকুণ্ডপ এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাবালিকার ৷ নিজেরই পছন্দ করা পাত্র ৷ সেইমতো শুরু হয় বিয়ের অনুষ্ঠান ৷ খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাজিদা বিবিকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে হাজির হয় সোনারপুর থানার পুলিশ ৷ পরে নাবালিকাকে বুঝিয়ে, তার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে আটকানো হয় ৷

নাবালিকা জানিয়েছে, আপাতত সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় ৷ নাবালিকার মা রিনা মণ্ডল বলেন, "মেয়ের ইচ্ছেতেই এই বিয়েতে রাজি হয়েছিলাম ৷ এখন ভুল বুঝতে পেরেছি ৷ মেয়ে ফের পড়াশুনো করতে চাইলে পাশে থাকব ৷" পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্যাও ৷ তিনি বলেন, "নাবালিকার যে কোনও ধরনের সাহায্যের জন্য পাশে রয়েছি৷"

Intro:গোপন সুত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল সোনারপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার দক্ষিন বাদে হুগলীতে ৷ গোবিন্দপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী মেহেন্দি মন্ডল ৷ নিজেরই পছন্দ করা বারুইপুরের সীতাকুন্ডপ এলকার এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার ৷ রবিবার এই খবর পায় সোনারপুর থানার পুলিশ ৷ নাবালিকার বাড়িতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাজিদা বিবিকে সাথে নিয়ে তাকে বুঝিয়ে বিয়ে রুখে দিল পুলিশ ৷ নাবালিকার বক্তব্য আপাতত সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে ৷ নাবালিকার মা রীনা মন্ডল জানিয়েছেন তারা মেয়ের ইচ্ছেতেই এই বিয়ে তে রাজী হয়েছিলেন ৷ এখন তারা ভুল বুঝতে পেরেছেন ৷ মেয়ে ফের পড়াশুনো করতে চাইলে তারা পাশেই থাকবেন বলে জানিয়েছেন ৷ পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্যাও ৷ তার বক্তব্য তারা যে কোনও ধরনের সাহায্যের জন্য প্রস্তুত ৷
বাইট১ - মেহেন্দি মন্ডল, পাত্রী
বাইট২ - রীনা মন্ডল, পাত্রীর মা
বাইট৩ - সাজিদা বিবি, পঞ্চায়েত সদস্যা ৷ Body:গোপন সুত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল সোনারপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার দক্ষিন বাদে হুগলীতে ৷ গোবিন্দপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী মেহেন্দি মন্ডল ৷ নিজেরই পছন্দ করা বারুইপুরের সীতাকুন্ডপ এলকার এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার ৷ রবিবার এই খবর পায় সোনারপুর থানার পুলিশ ৷ নাবালিকার বাড়িতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাজিদা বিবিকে সাথে নিয়ে তাকে বুঝিয়ে বিয়ে রুখে দিল পুলিশ ৷ নাবালিকার বক্তব্য আপাতত সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে ৷ নাবালিকার মা রীনা মন্ডল জানিয়েছেন তারা মেয়ের ইচ্ছেতেই এই বিয়ে তে রাজী হয়েছিলেন ৷ এখন তারা ভুল বুঝতে পেরেছেন ৷ মেয়ে ফের পড়াশুনো করতে চাইলে তারা পাশেই থাকবেন বলে জানিয়েছেন ৷ পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্যাও ৷ তার বক্তব্য তারা যে কোনও ধরনের সাহায্যের জন্য প্রস্তুত ৷
বাইট১ - মেহেন্দি মন্ডল, পাত্রী
বাইট২ - রীনা মন্ডল, পাত্রীর মা
বাইট৩ - সাজিদা বিবি, পঞ্চায়েত সদস্যা ৷ Conclusion:গোপন সুত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল সোনারপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার দক্ষিন বাদে হুগলীতে ৷ গোবিন্দপুর জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী মেহেন্দি মন্ডল ৷ নিজেরই পছন্দ করা বারুইপুরের সীতাকুন্ডপ এলকার এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার ৷ রবিবার এই খবর পায় সোনারপুর থানার পুলিশ ৷ নাবালিকার বাড়িতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাজিদা বিবিকে সাথে নিয়ে তাকে বুঝিয়ে বিয়ে রুখে দিল পুলিশ ৷ নাবালিকার বক্তব্য আপাতত সে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে ৷ নাবালিকার মা রীনা মন্ডল জানিয়েছেন তারা মেয়ের ইচ্ছেতেই এই বিয়ে তে রাজী হয়েছিলেন ৷ এখন তারা ভুল বুঝতে পেরেছেন ৷ মেয়ে ফের পড়াশুনো করতে চাইলে তারা পাশেই থাকবেন বলে জানিয়েছেন ৷ পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সদস্যাও ৷ তার বক্তব্য তারা যে কোনও ধরনের সাহায্যের জন্য প্রস্তুত ৷
বাইট১ - মেহেন্দি মন্ডল, পাত্রী
বাইট২ - রীনা মন্ডল, পাত্রীর মা
বাইট৩ - সাজিদা বিবি, পঞ্চায়েত সদস্যা ৷
Last Updated : Nov 4, 2019, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.