কসবা, 26 জুন : কসবায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ভ্যাকসিনেশন ক্যাম্পে যাঁরা টিকা নিয়েছিলেন তাঁদের শারীরিক পরীক্ষা করল সোনারপুর ব্লক স্বাস্থ্য দফতর ৷
এদিন স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত ছিলেন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ও স্বাস্থ্য দফতরের এসিএমওএইচ (ACMOH) ইন্দ্রনীল মিত্র । শনিবার সকাল থেকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে এই পরীক্ষা শুরু হয় । চলবে আগামী তিন দিন ।
আরও পড়ুন: Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি
জানা গিয়েছে, সোনারপুর আইএনটিটিইউসি (INTTUC)-র উদ্যোগে মোট 526 জন কসবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন । তাঁদের মধ্যে এদিন 100 জনের স্বাস্থ্য পরীক্ষা হয় । যদিও এখনও পর্যন্ত কারওর কোনও শারীরিক সমস্যা ধরা পড়েনি ৷ তবে ব্লক গ্রামীণ হাসপাতালে তাঁদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে । যদি কেউ অসুস্থ হন, তবে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হবে ।