ETV Bharat / state

Crime : স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার

গত বেশ কিছুদিন ধরে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকার করতে শুরু করে ভাঙড়ের বাসিন্দা সঞ্জয় ঘোষ ৷ তা বুঝতে পেরেই প্রতিবাদ করেন স্ত্রী ৷ তারপর স্ত্রীকে মেরে ফেলার ছক কষে গুণধর স্বামী ৷ কিন্তু কোনও রকমে 100 নম্বর ডায়াল করে বেঁচে যান স্ত্রী ৷ গ্রেফতার হয় অভিযুক্ত ৷

স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার
স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার
author img

By

Published : Oct 26, 2021, 11:21 AM IST

ভাঙড়, 26 অক্টোবর : একবার নয় ৷ একাধিকবার তাঁকে খুনের চেষ্টা করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী ৷ এই মর্মে কাশীপুর থানায় অভিযোগ জানান নির্যাতিতা স্ত্রী ৷ গৃহবধূ দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ ৷ আপাতত পুলিশি হেফাজতে রয়েছে সে ৷ নিজের বিরুদ্ধে অশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ৷

বছর তিনেক আগে দমদমের বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সঞ্জয় ঘোষের সঙ্গে বিয়ে হয় বিধাননগরের বাসিন্দা পল্লবীর ৷ তাঁদের একটি সন্তানও রয়েছে ৷ ভাঙড়ের সাতুলিয়াতে একটি আবাসনের দ্বিতীয়তলের একটি ফ্ল্যাটে স্বামী-সন্তানকে নিয়ে পল্লবীর ছোট্ট সংসার ৷ কিন্তু তার মধ্যেই শুরু হয় অশান্তি ৷

বেশ কয়েকদিন ধরেই স্ত্রী ও সন্তানকে অস্বীকার করতে শুরু করে সঞ্জয় ৷ পল্লবীর বুঝতে অসুবিধা হয়নি যে তার স্বামী অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন ৷ তার প্রতিবাদ করতে গেলে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালায় সঞ্জয় ৷ অভিযোগ, কিল, চড়, ঘুসির পাশাপাশি সিঁড়িতে ফেলে পল্লবীকে মারধর করে সে ৷ এমনকি কয়েকদিন আগে স্ত্রীকে খুন করতে রান্নাঘরে গ্যাসের পাইপ খুলে রাখে সঞ্জয় । সেটা জানতে পেরে প্রতিবাদ করলে ফ্ল্যাটের মধ্যেই মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে পল্লবীকে খুন করার চেষ্টা করে সে । কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে 100 ডায়াল করেন পল্লবী । এরপর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ।

স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নিজের বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সঞ্জয় ৷ তার দাবি, গোটা মামলাটিই সাজানো ৷ সমস্ত অভিযোগ মিথ্যা ৷ অভিযুক্তকে সোমবার বারুইপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : ডায়মন্ড হারবারে ভাড়া বাড়ি থেকে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

ভাঙড়, 26 অক্টোবর : একবার নয় ৷ একাধিকবার তাঁকে খুনের চেষ্টা করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী ৷ এই মর্মে কাশীপুর থানায় অভিযোগ জানান নির্যাতিতা স্ত্রী ৷ গৃহবধূ দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ ৷ আপাতত পুলিশি হেফাজতে রয়েছে সে ৷ নিজের বিরুদ্ধে অশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ৷

বছর তিনেক আগে দমদমের বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সঞ্জয় ঘোষের সঙ্গে বিয়ে হয় বিধাননগরের বাসিন্দা পল্লবীর ৷ তাঁদের একটি সন্তানও রয়েছে ৷ ভাঙড়ের সাতুলিয়াতে একটি আবাসনের দ্বিতীয়তলের একটি ফ্ল্যাটে স্বামী-সন্তানকে নিয়ে পল্লবীর ছোট্ট সংসার ৷ কিন্তু তার মধ্যেই শুরু হয় অশান্তি ৷

বেশ কয়েকদিন ধরেই স্ত্রী ও সন্তানকে অস্বীকার করতে শুরু করে সঞ্জয় ৷ পল্লবীর বুঝতে অসুবিধা হয়নি যে তার স্বামী অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন ৷ তার প্রতিবাদ করতে গেলে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালায় সঞ্জয় ৷ অভিযোগ, কিল, চড়, ঘুসির পাশাপাশি সিঁড়িতে ফেলে পল্লবীকে মারধর করে সে ৷ এমনকি কয়েকদিন আগে স্ত্রীকে খুন করতে রান্নাঘরে গ্যাসের পাইপ খুলে রাখে সঞ্জয় । সেটা জানতে পেরে প্রতিবাদ করলে ফ্ল্যাটের মধ্যেই মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে পল্লবীকে খুন করার চেষ্টা করে সে । কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে 100 ডায়াল করেন পল্লবী । এরপর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ।

স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নিজের বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সঞ্জয় ৷ তার দাবি, গোটা মামলাটিই সাজানো ৷ সমস্ত অভিযোগ মিথ্যা ৷ অভিযুক্তকে সোমবার বারুইপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : ডায়মন্ড হারবারে ভাড়া বাড়ি থেকে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.