কাকদ্বীপ, 3 জুলাই: কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে টিকার নেওয়ার পর মেসেজ পাননি গ্রাহকরা । এবার টিকা না নিয়েও মিলল মেসেজ ৷ নিয়ম মেনে সরকারি ওয়েবসাইটে করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করেছিলেন এক ছাত্রী । ভ্যাকসিন না পেলেও তাঁর কাছে পৌঁছে গিয়েছে প্রথম ডোজ় নেওয়ার সার্টিফিকেট ৷ এমন ঘটনায় কার্যত হতবাক ওই কলেজ পড়ুয়া । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ।
কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা রিঙ্কি বেরা ৷ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বি-ফার্মের চতুর্থ বর্ষের ছাত্রী । রিঙ্কি জানান, গত বৃহস্পতিবার কো-উইন অ্যাপের মাধ্যমে 18 ঊর্ধ্ব বিভাগে করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করেন । আবেদনের 24 ঘণ্টাও কাটেনি, স্থানীয় বীরেন্দ্র বিদ্যা নিকেতন ভ্যাকসিন সেন্টারে তাঁকে প্রথম ডোজ় নিতে যেতে হবে বলে মেসেজ আসে ৷ ভ্যাকসিনের জন্য যেখানে হাহাকার, তখন দ্রুত মেসেজ পেয়ে খুশি হন পড়ুয়া । সেই মতো এদিন সকালে ওই স্কুলে যান রিঙ্কি । কিন্তু, সেখানে গিয়ে কাউকে খুঁজে পাননি । এমনকি ওই স্কুলে কোনও ভ্যাকসিন সেন্টার নেই বলেই জানতে পারেন । অবাক হয়ে বাড়ি ফেরেন । কিন্তু, বিস্ময়ের আরও বাকি ছিল । এদিন বেলা 2 টো নাগাদ রিঙ্কিকে অভিনন্দন জানিয়ে মোবাইলে ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার এসএমএস ঢোকে । পাঠানো হয় প্রথম ডোজ়ের সার্টিফিকেটও । যেখানে কোভ্যাক্সিন টিকার ব্যাজ নম্বর, এমনকি স্বাস্থ্যকর্মী নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে ।
আরও পড়ুন: Covid Vaccination : দেবাঞ্জনের পর তবাসুমকে নিয়েও চড়ছে রাজনীতির পারদ
গোটা ঘটনায় কার্যত হকচকিয়ে যান রিঙ্কি বেরা এবং তাঁর পরিবার । তড়িঘড়ি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা । যদিও তিনিও সদুত্তর দিতে পারেননি । এর পর শুক্রবার কাকদ্বীপের বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কি । এদিকে ঘটনা জানাজানি হতে তড়িঘড়ি এই পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর ৷