ETV Bharat / state

চুরির দেড়দিনের মধ্যে উদ্ধার শিশু, গ্রেপ্তার অভিযুক্ত

শিশু চুরির 31 ঘণ্টার মধ্যে শিশু সহ চোরকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বারুইপুর পুলিশ জেলার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পূর্ব পিয়ালির ঘটনা এটি ৷ গত সোমবার অভিযুক্ত পাপিয়া রাউত শিশুটিকে চুরি করে ৷ গতকাল রাতে বাসন্তী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Police rescued the missing child and arrested the accused woman in baruipur
দেড়দিনের মধ্যে নিখোঁজ শিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার অভিযুক্ত
author img

By

Published : Feb 10, 2021, 7:59 PM IST

বারুইপুর, 10 ফেব্রুয়ারি : শিশু চুরির ঘটনায় 31 ঘণ্টার মধ্যে বড় সাফল্য বারুইপুর জেলা পুলিশের । বিশেষ দল গঠন করে দেড় মাসের শিশু সহ অভিযুক্তকেও গ্রেপ্তার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ ৷ ঘটনায় অভিযুক্ত পাপিয়া রাউত ওই শিশুটির প্রতিবেশী বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার বাঁশড়া অঞ্চলের পূর্ব পিয়ালি গ্রামের বাসিন্দা শুভ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুনীতার দেড় মাসের পুত্র সন্তান সুদীপ। শুভ বন্দ্যোপাধ্যায় চাকরির কারণে পূর্ব পিয়ালিতে বাড়ি ভাড়া করে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন ৷ সেখানেই কয়েক মাস হল পাপিয়া রাউত ভাড়া এসেছেন ৷ সোমবার দুপুরে শুভ ও তাঁর স্ত্রী বাড়ির কাজ করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলে কাঁদতে শুরু করলে পাপিয়া তাকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায় ৷ এরপর দীর্ঘক্ষণ নিজেদের ছেলেকে এবং পাপিয়াকে দেখতে না পেয়ে শুভ ও সুনীতা তাদের খোঁজ শুরু করে ৷ বহু খোঁজাখুজি করেও ছেলের হদিস না পেয়ে তাঁরা ঘুটিয়ারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান ৷

আরও পড়ুন : সম্পত্তি নিয়ে বিবাদ, যুবককে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

পুলিশ অভিযোগ পেয়ে, দ্রুত একটি দল গঠন করে তদন্ত শুরু করে ৷ তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে বাসন্তী থানা এলাকা থেকে পাপিয়া সহ ওই শিশুটিকে উদ্ধার করা হয় ৷ তবে, কেন পাপিয়া ওই শিশুটিকে চুরি করে পালিয়ে ছিল তা এখনও জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে পাপিয়া পরিচারিকার কাজ করত ৷ তবে, সে শিশুটিকে পাচারের উদ্দেশ্যে চুরি করেছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷

বারুইপুর, 10 ফেব্রুয়ারি : শিশু চুরির ঘটনায় 31 ঘণ্টার মধ্যে বড় সাফল্য বারুইপুর জেলা পুলিশের । বিশেষ দল গঠন করে দেড় মাসের শিশু সহ অভিযুক্তকেও গ্রেপ্তার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ ৷ ঘটনায় অভিযুক্ত পাপিয়া রাউত ওই শিশুটির প্রতিবেশী বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার বাঁশড়া অঞ্চলের পূর্ব পিয়ালি গ্রামের বাসিন্দা শুভ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুনীতার দেড় মাসের পুত্র সন্তান সুদীপ। শুভ বন্দ্যোপাধ্যায় চাকরির কারণে পূর্ব পিয়ালিতে বাড়ি ভাড়া করে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন ৷ সেখানেই কয়েক মাস হল পাপিয়া রাউত ভাড়া এসেছেন ৷ সোমবার দুপুরে শুভ ও তাঁর স্ত্রী বাড়ির কাজ করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলে কাঁদতে শুরু করলে পাপিয়া তাকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায় ৷ এরপর দীর্ঘক্ষণ নিজেদের ছেলেকে এবং পাপিয়াকে দেখতে না পেয়ে শুভ ও সুনীতা তাদের খোঁজ শুরু করে ৷ বহু খোঁজাখুজি করেও ছেলের হদিস না পেয়ে তাঁরা ঘুটিয়ারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান ৷

আরও পড়ুন : সম্পত্তি নিয়ে বিবাদ, যুবককে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

পুলিশ অভিযোগ পেয়ে, দ্রুত একটি দল গঠন করে তদন্ত শুরু করে ৷ তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে বাসন্তী থানা এলাকা থেকে পাপিয়া সহ ওই শিশুটিকে উদ্ধার করা হয় ৷ তবে, কেন পাপিয়া ওই শিশুটিকে চুরি করে পালিয়ে ছিল তা এখনও জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে পাপিয়া পরিচারিকার কাজ করত ৷ তবে, সে শিশুটিকে পাচারের উদ্দেশ্যে চুরি করেছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.