ETV Bharat / state

কুলতলির CPI(M) বিধায়কের আপ্ত সহায়ককে ধারালো অস্ত্রের কোপ, কাঠগড়ায় তৃণমূল

আজ সকালে জিয়াউল হক মাছের বাজার যাচ্ছিলেন ৷ তখন তার উপর আচমকা কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় ।

police investigation over the attack on cpi9m0 worker in kultali, south 24 paragana
কুলতলির CPI(M) কর্মীর উপর দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ
author img

By

Published : Aug 29, 2020, 7:30 PM IST

কুলতলি, 29 অগাস্ট : কুলতলির CPI(M) বিধায়কের আপ্ত সহায়কের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানার অন্তর্গত বাইশ হাটা এলাকার ঘটনা । স্থানীয় বাসিন্দা তথা CPI(M) বিধায়ক রামশংকর হালদারের আপ্ত সহায়ক জিয়াউল হক মণ্ডলের উপর আজ হামলা হয় ।

আজ সকালে জিয়াউল হক মাছের বাজার যাচ্ছিলেন ৷ তখন তাঁর উপর আচমকা কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে । তাঁর এক সঙ্গীকেও মারধর করা হয় । দু'জনেই চিৎকার শুরু করলে পালিয়ে যায় অভিযুক্তরা । ঘটনায় স্থানীয়রা জড়ো হয়ে যায় । এরপর স্থানীয়দের সহায়তায় জিয়াউল হককে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ চিকিৎসকরা জানিয়েছে , তাঁর অবস্থা গুরুতর ৷

ঘটনায় SUCI ও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে । যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই । SUCI আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে তারা ৷ পাশাপাশি, দ্রুত এই ঘটনার তদন্তের আবেদন জানিয়েছে ৷

কুলতলির CPI(M) কর্মীর উপর দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ

গোটা ঘটনায় জিয়াউল সাহেবের পরিবারের লোকেরা বকুলতলা থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷

কুলতলি, 29 অগাস্ট : কুলতলির CPI(M) বিধায়কের আপ্ত সহায়কের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানার অন্তর্গত বাইশ হাটা এলাকার ঘটনা । স্থানীয় বাসিন্দা তথা CPI(M) বিধায়ক রামশংকর হালদারের আপ্ত সহায়ক জিয়াউল হক মণ্ডলের উপর আজ হামলা হয় ।

আজ সকালে জিয়াউল হক মাছের বাজার যাচ্ছিলেন ৷ তখন তাঁর উপর আচমকা কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে । তাঁর এক সঙ্গীকেও মারধর করা হয় । দু'জনেই চিৎকার শুরু করলে পালিয়ে যায় অভিযুক্তরা । ঘটনায় স্থানীয়রা জড়ো হয়ে যায় । এরপর স্থানীয়দের সহায়তায় জিয়াউল হককে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ চিকিৎসকরা জানিয়েছে , তাঁর অবস্থা গুরুতর ৷

ঘটনায় SUCI ও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে । যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই । SUCI আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে তারা ৷ পাশাপাশি, দ্রুত এই ঘটনার তদন্তের আবেদন জানিয়েছে ৷

কুলতলির CPI(M) কর্মীর উপর দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ

গোটা ঘটনায় জিয়াউল সাহেবের পরিবারের লোকেরা বকুলতলা থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.