ETV Bharat / state

Maheshtala Burn Death : মহেশতলায় আগুনে পুড়ে মহিলা-সহ 3 জনের মৃত্যুতে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের - Police Detained One Person in Maheshtala Burn Death Case

মহেশতলায় দুই শিশু-সহ 3 জনের আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় আটক এক ৷ অভিযোগ মৃত মহিলা সোমা দাসের প্রেমিক প্রভাস দাস তাঁদের পুড়িয়ে মেরেছে ৷ মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রভাস দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে (Police Detained One Person in Maheshtala Burn Death Case) ৷

Police Detained One Person in Maheshtala Burn Death Case
Police Detained One Person in Maheshtala Burn Death Case
author img

By

Published : Apr 18, 2022, 12:57 PM IST

মহেশতলা, 18 এপ্রিল : মহেশতলার আকড়ায় দুই সন্তান-সহ মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত সোমা মণ্ডলের লিভ-ইন পার্টনার প্রভাস মণ্ডল এই ঘটনায় মূল অভিযুক্ত ৷ টাকাপয়সা নিয়ে প্রায়ই সোমার উপর চাপ দিতেন প্রভাস ৷ সে নিয়ে অশান্তির জেরেই দুই সন্তান-সহ সোমা মণ্ডলকে পুড়িয়ে মারা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই (Police Detained One Person in Maheshtala Burn Death Case) ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ রবিবার রাতেই অভিযুক্ত প্রভাস মণ্ডলকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ ৷

আকড়ার কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ার একটি বাড়িতে শনিবার মাঝরাতে আগুন লাগে ৷ পুড়ে মৃত্যু হয় বাড়ির দুই শিশু এবং এক মহিলার ৷ দমকল কর্মীরা আগুন নেভানোর পর ভিতর থেকে বছর সাতচল্লিশের সোমা মণ্ডল এবং তাঁর বড় ছেলে সাহেব ও ছোট ছেলে রাহুলের দগ্ধ দেহ উদ্ধার হয় ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রথমে যাকে সোমার স্বামী বলে ভাবা হয়েছিল ৷ সেই প্রভাস মণ্ডল আসলে তাঁর প্রেমিক ৷ আর তিনি সেই সময় বাড়িতে ছিলেন না ৷ তিনি নিজের সবজির দোকানে রাত কাটিয়েছিলেন ৷ পুলিশ জানতে পারে প্রতি রাতেই তিনি সবজির দোকানে থাকতেন ৷

2015 সালে সোমার স্বামী টোটন মণ্ডলের মৃত্যুর পর থেকে দুই সন্তানকে নিয়ে মহেশতলার আকড়ার এই বাড়িতে প্রভাসের সঙ্গে থাকতে শুরু করেন সোমা ৷ প্রভাস আদতে চেতলার বাসিন্দা ৷ একসময় বাসচালক ছিলেন ৷ লকডাউনের সময় কাজ হারান তিনি ৷ তারপর থেকে সবজির ব্যবসা শুরু করেন ৷ সবজির দোকানেই রাতে থাকতেন প্রভাস ৷ শনিবার রাতেও বাড়িতে ছিলেন না তিনি ৷ সেই রাতেই বাড়িতে আগুন লেগে মৃত্যু হয় তিনজনের ৷ এর পর মৃত সোমা মণ্ডলের ভাই গৌতম দাস পুলিশের কাছে অভিযোগ করেন, প্রভাস তাঁর বোনের উপর অত্যাচার করত টাকা চেয়ে ৷ সেই কারণেই প্রভাস সোমাকে আগুনে পুড়িয়ে খুন করেছে বলে অভিযোগ করেন গৌতম ৷

আরও পড়ুন : Maheshtala Fire : মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের

ঘটনা নিয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ''মৃত মহিলার ভাই প্রভাসের বিরুদ্ধে নির্যাতন ও পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেছেন ৷ তাই সেই ধারায় মামলায় রুজু করেছে পুলিশ ৷ অভিযুক্তকে আটক করা হয়েছে ৷ গতকালের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে ৷'' ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷ তবে, ঘটনায় বেশ কিছু রহস্য রয়েছে বলে জানা যাচ্ছে ৷ ঘরটি তালাবন্ধ ছিল বলে জানা গিয়েছে ৷ তবে, বাইরে থেকে বন্ধ করা হয়েছিল, নাকি ভিতর থেকেই বন্ধ ছিল, সে বিষয়টি এখনও অজানা ৷

পুলিশ সূত্রে খবর, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক ছিল ৷ কিন্তু, সেটির বিস্ফোরণ হয়নি ৷ তবু তিনজন আগুনে পুড়ে মারা গেলেন ৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রয়োজনে ফরেনসিক দলের সাহায্যও নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

মহেশতলা, 18 এপ্রিল : মহেশতলার আকড়ায় দুই সন্তান-সহ মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত সোমা মণ্ডলের লিভ-ইন পার্টনার প্রভাস মণ্ডল এই ঘটনায় মূল অভিযুক্ত ৷ টাকাপয়সা নিয়ে প্রায়ই সোমার উপর চাপ দিতেন প্রভাস ৷ সে নিয়ে অশান্তির জেরেই দুই সন্তান-সহ সোমা মণ্ডলকে পুড়িয়ে মারা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই (Police Detained One Person in Maheshtala Burn Death Case) ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ রবিবার রাতেই অভিযুক্ত প্রভাস মণ্ডলকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ ৷

আকড়ার কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ার একটি বাড়িতে শনিবার মাঝরাতে আগুন লাগে ৷ পুড়ে মৃত্যু হয় বাড়ির দুই শিশু এবং এক মহিলার ৷ দমকল কর্মীরা আগুন নেভানোর পর ভিতর থেকে বছর সাতচল্লিশের সোমা মণ্ডল এবং তাঁর বড় ছেলে সাহেব ও ছোট ছেলে রাহুলের দগ্ধ দেহ উদ্ধার হয় ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রথমে যাকে সোমার স্বামী বলে ভাবা হয়েছিল ৷ সেই প্রভাস মণ্ডল আসলে তাঁর প্রেমিক ৷ আর তিনি সেই সময় বাড়িতে ছিলেন না ৷ তিনি নিজের সবজির দোকানে রাত কাটিয়েছিলেন ৷ পুলিশ জানতে পারে প্রতি রাতেই তিনি সবজির দোকানে থাকতেন ৷

2015 সালে সোমার স্বামী টোটন মণ্ডলের মৃত্যুর পর থেকে দুই সন্তানকে নিয়ে মহেশতলার আকড়ার এই বাড়িতে প্রভাসের সঙ্গে থাকতে শুরু করেন সোমা ৷ প্রভাস আদতে চেতলার বাসিন্দা ৷ একসময় বাসচালক ছিলেন ৷ লকডাউনের সময় কাজ হারান তিনি ৷ তারপর থেকে সবজির ব্যবসা শুরু করেন ৷ সবজির দোকানেই রাতে থাকতেন প্রভাস ৷ শনিবার রাতেও বাড়িতে ছিলেন না তিনি ৷ সেই রাতেই বাড়িতে আগুন লেগে মৃত্যু হয় তিনজনের ৷ এর পর মৃত সোমা মণ্ডলের ভাই গৌতম দাস পুলিশের কাছে অভিযোগ করেন, প্রভাস তাঁর বোনের উপর অত্যাচার করত টাকা চেয়ে ৷ সেই কারণেই প্রভাস সোমাকে আগুনে পুড়িয়ে খুন করেছে বলে অভিযোগ করেন গৌতম ৷

আরও পড়ুন : Maheshtala Fire : মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের

ঘটনা নিয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ''মৃত মহিলার ভাই প্রভাসের বিরুদ্ধে নির্যাতন ও পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেছেন ৷ তাই সেই ধারায় মামলায় রুজু করেছে পুলিশ ৷ অভিযুক্তকে আটক করা হয়েছে ৷ গতকালের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে ৷'' ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷ তবে, ঘটনায় বেশ কিছু রহস্য রয়েছে বলে জানা যাচ্ছে ৷ ঘরটি তালাবন্ধ ছিল বলে জানা গিয়েছে ৷ তবে, বাইরে থেকে বন্ধ করা হয়েছিল, নাকি ভিতর থেকেই বন্ধ ছিল, সে বিষয়টি এখনও অজানা ৷

পুলিশ সূত্রে খবর, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক ছিল ৷ কিন্তু, সেটির বিস্ফোরণ হয়নি ৷ তবু তিনজন আগুনে পুড়ে মারা গেলেন ৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রয়োজনে ফরেনসিক দলের সাহায্যও নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.