ETV Bharat / state

স্পেশ্যাল ট্রেনে যাত্রীর ভিড়, সংক্রমণের আশঙ্কা রেল-স্বাস্থ্যকর্মীদের

রেলকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য যে স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে, তাতে চড়ছেন সাধারণ মানুষ ৷ ফলে ভিড়ে নাজেহাল কর্মীরা ৷

people travelling by special train, rail and health workers facing problem
স্পেশ্যাল ট্রেনে যাত্রীর ভিড়, সংক্রমণের আশঙ্কা রেল-স্বাস্থ্যকর্মীদের
author img

By

Published : May 11, 2021, 9:09 AM IST

শিয়ালদহ, 11 মে: রেলওয়ে কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের জন্য চলছে স্পেশ্যাল লোকাল ট্রেন । তবে ভিড়ের চাপে সেই ট্রেনে উঠতেই পারছেন না স্বাস্থ্যকর্মীরা । সব কামরতেই ভিড় করছেন সাধারণ রেল যাত্রীরা । তাঁদের বক্তব্য, কোভিডের অতিমারির সময়ে অর্থ বাঁচাতেই তাঁদের এই রেল সফর । অন্যদিকে, রেল কর্মীদের অভিযোগ আরপিএফ-এর কোনও নজরদারি না-থাকাতেই এই অব্যবস্থা ৷

কোভিডের সংক্রমণ রুখতে লোকাল ট্রেন আপাতত বন্ধ রেখেছে রাজ্য সরকার ৷ তৃতীয়বার ক্ষমতায় এসেই এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধুমাত্র রেলকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চলছে কয়েকটি স্পেশ্যাল ট্রেন ৷ কিন্তু সেই ট্রেনে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা ৷ এতেই ক্ষোভ প্রকাশ করেছেন রেল ও স্বাস্থ্যকর্মীরা ৷

আরও পড়ুন: ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

স্পেশ্যাল ট্রেনে নজরদারির অভাবের অভিযোগ

তাঁদের বক্তব্য, অকারণে এই ট্রেন চালানোর কোনও মানেই হয় না ৷ নজরদারির অভাবে ভিড়ে ঠাসাঠাসি হয়েই তাঁদের অফিসে যেতে হচ্ছে বলে অভিযোগ ৷ ফলে কোভিডে আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন রেলকর্মীরা ।

শিয়ালদহ, 11 মে: রেলওয়ে কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের জন্য চলছে স্পেশ্যাল লোকাল ট্রেন । তবে ভিড়ের চাপে সেই ট্রেনে উঠতেই পারছেন না স্বাস্থ্যকর্মীরা । সব কামরতেই ভিড় করছেন সাধারণ রেল যাত্রীরা । তাঁদের বক্তব্য, কোভিডের অতিমারির সময়ে অর্থ বাঁচাতেই তাঁদের এই রেল সফর । অন্যদিকে, রেল কর্মীদের অভিযোগ আরপিএফ-এর কোনও নজরদারি না-থাকাতেই এই অব্যবস্থা ৷

কোভিডের সংক্রমণ রুখতে লোকাল ট্রেন আপাতত বন্ধ রেখেছে রাজ্য সরকার ৷ তৃতীয়বার ক্ষমতায় এসেই এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধুমাত্র রেলকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চলছে কয়েকটি স্পেশ্যাল ট্রেন ৷ কিন্তু সেই ট্রেনে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা ৷ এতেই ক্ষোভ প্রকাশ করেছেন রেল ও স্বাস্থ্যকর্মীরা ৷

আরও পড়ুন: ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

স্পেশ্যাল ট্রেনে নজরদারির অভাবের অভিযোগ

তাঁদের বক্তব্য, অকারণে এই ট্রেন চালানোর কোনও মানেই হয় না ৷ নজরদারির অভাবে ভিড়ে ঠাসাঠাসি হয়েই তাঁদের অফিসে যেতে হচ্ছে বলে অভিযোগ ৷ ফলে কোভিডে আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন রেলকর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.