ETV Bharat / state

Heat In Bengal : তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর - people of Bengal are in a desperate situation in the scorching heat

তীব্র গরমে হাঁসফাঁস করছে বাংলা ৷ তৈরি হয়েছে তাপপ্রবাহ ৷ আগামী 28 এপ্রিল পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ ৷ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে (people of Bengal are in a desperate situation in the scorching heat)।

Heat In Bengal
তীব্র গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর
author img

By

Published : Apr 27, 2022, 9:10 PM IST

ডায়মন্ড হারবার, 27 এপ্রিল : গরমে হাঁসফাঁস অবস্থা। নাভিশ্বাস ওঠার যোগাড়। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে (Heat In Bengal)। কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে।

তৈরি হয়েছে তাপপ্রবাহ ৷ আগামী 28 এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ ৷ সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা জেলাজুড়ে। বৈশাখ মাস পড়তেই হাঁসফাঁস গরমে কাবু দক্ষিণ 24 পরগনার কর্মজীবী মানুষ থেকে সাধারণ মানুষ। বাংলা নববর্ষের পর থেকেই গরম আরও বাড়তে শুরু করেছে । প্রচন্ড রোদের সঙ্গে তাপপ্রবাহ বুধবার দুপুর থেকে অধিকমাত্রায় বেড়ে যায়। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ঠান্ডা পানীয় দোকানে ভিড় দেখা গেল। আখের রস থেকে তরমুজের দোকানে ৷

সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানার বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঠান্ডা পানীয় দোকানে ভিড়ও দেখা গেল। অনকেই ঠান্ডা শরবত, কেউ আবার ডাবের জল, আবার কেউ আখের রস খাচ্ছেন। এই গরম থেকে সাময়িক রেহাই পেতে অনেকই ঠান্ডা পানীয় খেয়ে স্বস্তি নিচ্ছেন। গরম থেকে বাঁচতে অনকেই ছাতা নিয়ে চলাফেরা করছেন। সব মিলিয়ে বৈশাখ মাস বুঝিয়ে দিচ্ছে এই গরমে নাজেহাল মানুষজন।

তীব্র গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর

আরও পড়ুন : পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে মর্নিং স্কুলের

এই তাপপ্রবাহ থেকে রেহাই কবে মিলবে সেই ভাবনাতেই চাতক পাখির মতো দিন গুনছে সাধারণ মানুষ ৷ বৃষ্টি কবে হবে কেউ জানে না। মৌসম ভবন জানিয়েছে, এই তাপপ্রবাহ কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে। সমতলভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে অথবা পাহাড়ি এলাকার ক্ষেত্রে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাপপ্রবাহ বলে ধরা হয়ে থাকে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে মোটামুটি 5 ডিগ্রি বেশি থাকলে তাকে তাপপ্রবাহ বলেই ধরা হয়। এখনই দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনও সম্ভাবনা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাই দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ তাকিয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। জেলা জুড়ে কৃষিজমি মানুষদের জমির সবজি ফসল থেকে বারুইপুরের সব তাপদাহ প্রবাহের জন্য নষ্ট হতে শুরু করেছে। বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।

ডায়মন্ড হারবার, 27 এপ্রিল : গরমে হাঁসফাঁস অবস্থা। নাভিশ্বাস ওঠার যোগাড়। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে (Heat In Bengal)। কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে।

তৈরি হয়েছে তাপপ্রবাহ ৷ আগামী 28 এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ ৷ সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা জেলাজুড়ে। বৈশাখ মাস পড়তেই হাঁসফাঁস গরমে কাবু দক্ষিণ 24 পরগনার কর্মজীবী মানুষ থেকে সাধারণ মানুষ। বাংলা নববর্ষের পর থেকেই গরম আরও বাড়তে শুরু করেছে । প্রচন্ড রোদের সঙ্গে তাপপ্রবাহ বুধবার দুপুর থেকে অধিকমাত্রায় বেড়ে যায়। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ঠান্ডা পানীয় দোকানে ভিড় দেখা গেল। আখের রস থেকে তরমুজের দোকানে ৷

সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানার বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঠান্ডা পানীয় দোকানে ভিড়ও দেখা গেল। অনকেই ঠান্ডা শরবত, কেউ আবার ডাবের জল, আবার কেউ আখের রস খাচ্ছেন। এই গরম থেকে সাময়িক রেহাই পেতে অনেকই ঠান্ডা পানীয় খেয়ে স্বস্তি নিচ্ছেন। গরম থেকে বাঁচতে অনকেই ছাতা নিয়ে চলাফেরা করছেন। সব মিলিয়ে বৈশাখ মাস বুঝিয়ে দিচ্ছে এই গরমে নাজেহাল মানুষজন।

তীব্র গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর

আরও পড়ুন : পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে মর্নিং স্কুলের

এই তাপপ্রবাহ থেকে রেহাই কবে মিলবে সেই ভাবনাতেই চাতক পাখির মতো দিন গুনছে সাধারণ মানুষ ৷ বৃষ্টি কবে হবে কেউ জানে না। মৌসম ভবন জানিয়েছে, এই তাপপ্রবাহ কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে। সমতলভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে অথবা পাহাড়ি এলাকার ক্ষেত্রে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাপপ্রবাহ বলে ধরা হয়ে থাকে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে মোটামুটি 5 ডিগ্রি বেশি থাকলে তাকে তাপপ্রবাহ বলেই ধরা হয়। এখনই দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনও সম্ভাবনা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাই দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ তাকিয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। জেলা জুড়ে কৃষিজমি মানুষদের জমির সবজি ফসল থেকে বারুইপুরের সব তাপদাহ প্রবাহের জন্য নষ্ট হতে শুরু করেছে। বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.