বিষ্ণুপুর, 18 অগাস্ট : সম্পর্কের টানাপোড়েন । যার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক (30) । দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রামের ঘটনা । আজ সকালে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে । তড়িঘড়ি আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, পেশায় চাষি কাজেম সর্দারের সঙ্গে 2 বছর আগে মগরাহাটের এক মহিলার নিকাহ হয় । কিন্তু কাজেমের সঙ্গে বিবাদের জেরে সে বাবার বাড়ি চলে যায় । বর্তমানে সেখানেই থাকে । 5 মাস আগে দ্বিতীয়বার নিকাহ করে কাজেম । কিন্তু কিছুদিন ধরে প্রথম বিবির সঙ্গে ফের যোগাযোগ রাখতে শুরু করে । যা নিয়ে দ্বিতীয় বিবির সঙ্গে শুরু হয় মনোমালিন্য । পরিবারের দাবি, একইসঙ্গে দুই বিবির সঙ্গে সম্পর্ক ও পারিবারিক বিবাদের জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে কাজেম ।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ ।