ETV Bharat / state

দ্বিতীয়বার নিকাহর পরও প্রথম বিবির সঙ্গে সম্পর্ক ! বিবাদে আত্মঘাতী যুবক - bishnupur

বিবির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন । যার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক (30) । দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রামের ঘটনা ।

death
author img

By

Published : Aug 18, 2019, 5:28 PM IST

বিষ্ণুপুর, 18 অগাস্ট : সম্পর্কের টানাপোড়েন । যার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক (30) । দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রামের ঘটনা । আজ সকালে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে । তড়িঘড়ি আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, পেশায় চাষি কাজেম সর্দারের সঙ্গে 2 বছর আগে মগরাহাটের এক মহিলার নিকাহ হয় । কিন্তু কাজেমের সঙ্গে বিবাদের জেরে সে বাবার বাড়ি চলে যায় । বর্তমানে সেখানেই থাকে । 5 মাস আগে দ্বিতীয়বার নিকাহ করে কাজেম । কিন্তু কিছুদিন ধরে প্রথম বিবির সঙ্গে ফের যোগাযোগ রাখতে শুরু করে । যা নিয়ে দ্বিতীয় বিবির সঙ্গে শুরু হয় মনোমালিন্য । পরিবারের দাবি, একইসঙ্গে দুই বিবির সঙ্গে সম্পর্ক ও পারিবারিক বিবাদের জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে কাজেম ।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ ।

বিষ্ণুপুর, 18 অগাস্ট : সম্পর্কের টানাপোড়েন । যার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক (30) । দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রামের ঘটনা । আজ সকালে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে । তড়িঘড়ি আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, পেশায় চাষি কাজেম সর্দারের সঙ্গে 2 বছর আগে মগরাহাটের এক মহিলার নিকাহ হয় । কিন্তু কাজেমের সঙ্গে বিবাদের জেরে সে বাবার বাড়ি চলে যায় । বর্তমানে সেখানেই থাকে । 5 মাস আগে দ্বিতীয়বার নিকাহ করে কাজেম । কিন্তু কিছুদিন ধরে প্রথম বিবির সঙ্গে ফের যোগাযোগ রাখতে শুরু করে । যা নিয়ে দ্বিতীয় বিবির সঙ্গে শুরু হয় মনোমালিন্য । পরিবারের দাবি, একইসঙ্গে দুই বিবির সঙ্গে সম্পর্ক ও পারিবারিক বিবাদের জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে কাজেম ।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ ।

Intro:Body:দুই স্ত্রীকে নিয়ে সম্পর্কের টানাপোড়েন , কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক

বিষ্ণুপুর, ১৮ আগষ্ট
দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক। মৃতের নাম কাজেম সর্দার। বছর ত্রিশের ওই যুবক পেশায় চাষী ছিলেন। আজ সকালে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবার জানিয়েছে, প্রথমে ২ বছর আগে মগরাহাটের এক মহিলাকে বিয়ে করে। তারসাথে পারিবারিক বিবাদ হয়। বর্তমানে স্ত্রী বাপের বাড়িতে থাকে। এরমধ্যেই গত ৫ মাস আগে দ্বিতীয় বিয়ে করে কাজেম। বর্তমানে প্রথম স্ত্রীর সাথে আবারও সম্পর্ক রাখতে শুরু করে কাজেম। এর জেরে দ্বিতীয় স্ত্রীর সাথে পারিবারিক অশান্তি শুরু হয়। দুই স্ত্রীকে নিয়ে সম্পর্কের দোটানায় পড়ে কীটনাশক খেয়ে ওই যুবক আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.