বাসন্তী, 29 জুন : মোবাইল চোর সন্দেহে কিশোরকে মারধরের অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভাঙনখালি গ্রামের । জখম কিশোর এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । কিশোরের পরিবারের অভিযোগ, বাসন্তী থানার ভিলেজ পুলিশ ও তার ভাই ওই কিশোরকে মারধর করেছে । বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বাসন্তী থানায় ওই ভিলেজ পুলিশ ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ভাঙনখালি গ্রামের বাসিন্দা ওই কিশোর বুধবার দুপুরে বাড়িতে ছিল । তখন সেখানে যায় বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামি ও তার ভাই আতাউর ঘরামি । অভিযোগ, আজারুল ও তার ভাই ওই কিশোরকে ঘর থেকে বের করে পাশেই একটি মাঠে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কিশোরের বাবাও । তাঁকেও গালিগালাজ করে মারতে উদ্যত হয় আজারুলরা । তিনি ছেলেকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গতকাল ফের ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে ভরতি করা হয় ।
তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামি ।