ETV Bharat / state

মোবাইল চোর সন্দেহে কিশোরকে মারধর, অভিযুক্ত ভিলেজ পুলিশ - canning

মোবাইল চোর সন্দেহে কিশোরকে মারধরের অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভাঙনখালি গ্রামের । জখম কিশোর এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

জখম কিশোর
author img

By

Published : Jun 29, 2019, 1:11 PM IST

বাসন্তী, 29 জুন : মোবাইল চোর সন্দেহে কিশোরকে মারধরের অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভাঙনখালি গ্রামের । জখম কিশোর এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । কিশোরের পরিবারের অভিযোগ, বাসন্তী থানার ভিলেজ পুলিশ ও তার ভাই ওই কিশোরকে মারধর করেছে । বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বাসন্তী থানায় ওই ভিলেজ পুলিশ ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ভাঙনখালি গ্রামের বাসিন্দা ওই কিশোর বুধবার দুপুরে বাড়িতে ছিল । তখন সেখানে যায় বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামি ও তার ভাই আতাউর ঘরামি । অভিযোগ, আজারুল ও তার ভাই ওই কিশোরকে ঘর থেকে বের করে পাশেই একটি মাঠে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কিশোরের বাবাও । তাঁকেও গালিগালাজ করে মারতে উদ্যত হয় আজারুলরা । তিনি ছেলেকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গতকাল ফের ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে ভরতি করা হয় ।

তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামি ।

বাসন্তী, 29 জুন : মোবাইল চোর সন্দেহে কিশোরকে মারধরের অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভাঙনখালি গ্রামের । জখম কিশোর এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । কিশোরের পরিবারের অভিযোগ, বাসন্তী থানার ভিলেজ পুলিশ ও তার ভাই ওই কিশোরকে মারধর করেছে । বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বাসন্তী থানায় ওই ভিলেজ পুলিশ ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ভাঙনখালি গ্রামের বাসিন্দা ওই কিশোর বুধবার দুপুরে বাড়িতে ছিল । তখন সেখানে যায় বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামি ও তার ভাই আতাউর ঘরামি । অভিযোগ, আজারুল ও তার ভাই ওই কিশোরকে ঘর থেকে বের করে পাশেই একটি মাঠে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কিশোরের বাবাও । তাঁকেও গালিগালাজ করে মারতে উদ্যত হয় আজারুলরা । তিনি ছেলেকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গতকাল ফের ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে ভরতি করা হয় ।

তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামি ।

Intro:মোবাইল চোর অপবাদ দিয়ে এক নবম শ্রেণীর ছাত্রকে তার বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠলো বাসন্তী থানার এক ভিলেজ পুলিশ ও তার ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ভাঙনখালি গ্রামে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঐ কিশোর। স্থানীয় সুত্রে জানা গেছে ভাঙনখালি গ্রামের বাসিন্দা মাহফুজ মোল্লাকে ভিলেজ পুলিশ আজারুল ঘরামী ও তার ভাই আতাউর ঘরামী বেধড়ক মারধোর করে। ঘটনায় গুরুতর জখম হয়েছে ঐ কিশোর। যদিও মারধোরের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ভিলেজ পুলিশ আজারুল ঘরামী।


বছর চোদ্দর মাহফুজ মোল্ল্যা গত বুধাবার বাড়ীতে দুপুরে ভাত খেতে বসেছিল। অভিযোগ সেই সময় ঐ ছাত্রের বাড়ীতে ঢুকে মোবাইল চোরের অপবাদ দিয়ে মাহফুজ মোল্ল্যাকে বাড়ী থেকে তুলে নিয়ে যায় বাসন্তী থানার এক ভিলেজ পুলিশ ও তার ভাই। বাড়ীর অদুরে একটি মাঠে নিয়ে গিয়ে বাঁশের লাঠী দিয়ে বুকে,পিঠে,কোমরে বেধড়ক মারধোর করার পাশাপাশি তার হাত,পা কেটে ফেলারও হুমকী দেয় অভিযুক্ত বাসন্তী থানার ভিলেজ পুলিশ আজারুল ঘরামী ও তার ভাই আতাউর ঘরামী। বেধড়ক মারধোর করার খবর শুনে ছেলেকে উদ্ধার করতে গেলে ঐ নাবালকের বাবা সাহিদ আলি মোল্ল্যা কে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার জন্য উদ্যত হয় বলে অভিযোগ। সেখান থেকে কোন রকমে গুরুতর জখম অবস্থায় মাহফুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে চিকিৎসার পর বাড়িতে ফিরে এলেও গত দুদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিল ঐ কিশোর। শুক্রবার সন্ধ্যায় আবার ও তাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত ভিলেজ পুলিশ ও তার ভাইয়ের বিরুদ্ধে বাসন্তী থানায় বৃহষ্পতিবার একটি অভিযোগ দায়ের করেছেন ঐ নাবালকের বাবা শাহিদ আলি মোল্ল্যা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভিলেজ পুলিশ আজারুল ঘরামী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.