ETV Bharat / state

চেয়ার নিয়ে বসলেই সমস্যার সমাধান হয় না, ভাঙড় প্রসঙ্গে মিমি - jadavpur

"শুরু থেকেই শুনে যাচ্ছি ভাঙড়ে সমস্যা রয়েছে । কিন্তু, আমি সবসময়ই বলেছি ভাঙড় কোনও সমস্যাই নয় । চেয়ার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেই কোনও সমস্যার সমাধান হয় না ।" বললেন মিমি চক্রবর্তী ।

মিমি
author img

By

Published : May 24, 2019, 9:27 AM IST

Updated : May 24, 2019, 9:49 AM IST

কলকাতা, 24 মে : "চেয়ার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেই কোনও সমস্যার সমাধান হয় না ।" ভাঙড়ের পাওয়ার গ্রিড ইশু নিয়ে এই মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ।

রাজনীতিতে পদার্পন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । দল তাঁকে প্রার্থীও করে । বিপক্ষে ছিলেন বিকাশ রঞ্জন, অনুপম হাজরার মতো হেভিওয়েটরা । কিন্তু, শেষ হাসি হাসেন মিমি । জয়ী হন তিনিই ।

ফল বেরোলে দেখা যায়, ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে লিড পেয়েছেন মিমি । এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "শুরু থেকেই শুনে যাচ্ছি ভাঙড়ে সমস্যা রয়েছে । কিন্তু, আমি সবসময়ই বলেছি ভাঙড় কোনও সমস্যাই নয় । ওখানে যে সমস্যার কথা বলা হচ্ছে, তা তৈরি করা হচ্ছে । ভাঙড় থেকে যেহেতু সবচেয়ে বেশি ভোট লিড দেওয়ার কথা ছিল, তাই সমস্যা তৈরি করে রাখা হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন মিমির বক্তব্য

এরপরই ভাঙড় ইশুতে বিক্ষোভকারীদের কটাক্ষ করেন মিমি । বলেন, "একটা জায়গায় চেয়ার নিয়ে বসে গেলেই কোনও সমস্যার সমাধান হতে পারে না । ভাঙড়ের মানুষ খুবই সরল । তাঁদের উপর হিংসা চাপিয়ে দেওয়া হয়েছে ।"

আরাবুল ইসলাম, কাইজ়ার প্রসঙ্গে মিমি বলেন, "সবাই বলে আরাবুল ভাই, কাইজ়ার ভাইয়ের মধ্যে সমস্যা আছে । কিন্তু, আমি সবসময় বলে এসেছি ওদের কোনও সমস্যা নেই । ফলাফলই তার প্রমাণ ।"

কলকাতা, 24 মে : "চেয়ার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেই কোনও সমস্যার সমাধান হয় না ।" ভাঙড়ের পাওয়ার গ্রিড ইশু নিয়ে এই মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ।

রাজনীতিতে পদার্পন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । দল তাঁকে প্রার্থীও করে । বিপক্ষে ছিলেন বিকাশ রঞ্জন, অনুপম হাজরার মতো হেভিওয়েটরা । কিন্তু, শেষ হাসি হাসেন মিমি । জয়ী হন তিনিই ।

ফল বেরোলে দেখা যায়, ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে লিড পেয়েছেন মিমি । এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "শুরু থেকেই শুনে যাচ্ছি ভাঙড়ে সমস্যা রয়েছে । কিন্তু, আমি সবসময়ই বলেছি ভাঙড় কোনও সমস্যাই নয় । ওখানে যে সমস্যার কথা বলা হচ্ছে, তা তৈরি করা হচ্ছে । ভাঙড় থেকে যেহেতু সবচেয়ে বেশি ভোট লিড দেওয়ার কথা ছিল, তাই সমস্যা তৈরি করে রাখা হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন মিমির বক্তব্য

এরপরই ভাঙড় ইশুতে বিক্ষোভকারীদের কটাক্ষ করেন মিমি । বলেন, "একটা জায়গায় চেয়ার নিয়ে বসে গেলেই কোনও সমস্যার সমাধান হতে পারে না । ভাঙড়ের মানুষ খুবই সরল । তাঁদের উপর হিংসা চাপিয়ে দেওয়া হয়েছে ।"

আরাবুল ইসলাম, কাইজ়ার প্রসঙ্গে মিমি বলেন, "সবাই বলে আরাবুল ভাই, কাইজ়ার ভাইয়ের মধ্যে সমস্যা আছে । কিন্তু, আমি সবসময় বলে এসেছি ওদের কোনও সমস্যা নেই । ফলাফলই তার প্রমাণ ।"

Jerusalem (Israel)/New Delhi, May 24 (ANI): As Prime Minister Narendra Modi-led BJP assured its return to power at the centre even as counting of votes for the Lok Sabha elections is still underway, his Israeli counterpart Benjamin Netanyahu congratulated him for the thumping majority. "Narendra my friend, congratulation, what an enormous victory, I hope, Narendra, that we can see each other soon, as soon as you form a government and as soon as we form a government," Netanyahu told PM Modi over the phone. Netanyahu also joked about PM Modi looking to get a comfortable majority, whereas he himself still needs coalition to run the government as the recent national elections in the Middle-eastern country gave a fractured mandate. "Well thank you for your congratulations on my victory, but there's one difference, you don't need a coalition, I do and there's a big difference," the Israeli PM jokingly said.
Last Updated : May 24, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.