কলকাতা, 24 মে : "চেয়ার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেই কোনও সমস্যার সমাধান হয় না ।" ভাঙড়ের পাওয়ার গ্রিড ইশু নিয়ে এই মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ।
রাজনীতিতে পদার্পন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । দল তাঁকে প্রার্থীও করে । বিপক্ষে ছিলেন বিকাশ রঞ্জন, অনুপম হাজরার মতো হেভিওয়েটরা । কিন্তু, শেষ হাসি হাসেন মিমি । জয়ী হন তিনিই ।
ফল বেরোলে দেখা যায়, ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে লিড পেয়েছেন মিমি । এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "শুরু থেকেই শুনে যাচ্ছি ভাঙড়ে সমস্যা রয়েছে । কিন্তু, আমি সবসময়ই বলেছি ভাঙড় কোনও সমস্যাই নয় । ওখানে যে সমস্যার কথা বলা হচ্ছে, তা তৈরি করা হচ্ছে । ভাঙড় থেকে যেহেতু সবচেয়ে বেশি ভোট লিড দেওয়ার কথা ছিল, তাই সমস্যা তৈরি করে রাখা হয়েছে ।"
এরপরই ভাঙড় ইশুতে বিক্ষোভকারীদের কটাক্ষ করেন মিমি । বলেন, "একটা জায়গায় চেয়ার নিয়ে বসে গেলেই কোনও সমস্যার সমাধান হতে পারে না । ভাঙড়ের মানুষ খুবই সরল । তাঁদের উপর হিংসা চাপিয়ে দেওয়া হয়েছে ।"
আরাবুল ইসলাম, কাইজ়ার প্রসঙ্গে মিমি বলেন, "সবাই বলে আরাবুল ভাই, কাইজ়ার ভাইয়ের মধ্যে সমস্যা আছে । কিন্তু, আমি সবসময় বলে এসেছি ওদের কোনও সমস্যা নেই । ফলাফলই তার প্রমাণ ।"