ETV Bharat / state

ইশুকে সমর্থন করলেও 8 তারিখ বনধকে নয় : মুখ্যমন্ত্রী

আগামী বুধবার দেশজুড়ে বনধ ডেকেছে বামপন্থী সংগঠনগুলি ৷ রাজ্যে তাদের সমর্থন করেছে কংগ্রেসও ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস এই বনধ সমর্থন করে না ৷ জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বনধ তিনি হতে দেবেন না ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 6, 2020, 6:13 PM IST

Updated : Jan 6, 2020, 6:24 PM IST

গঙ্গাসাগর, 6 জানুয়ারি : 8 জানুয়ারি দেশজুড়ে CAA ও NRC-র প্রতিবাদে ধর্মঘট ডেকেছে বামপন্থী সংগঠনগুলি ৷ রাজ্যে সেই বনধকে সমর্থন করেছে কংগ্রেসও ৷ কিন্তু, সেই বনধকে সমর্থন করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি স্পষ্ট করে দেন, এরাজ্যে বনধ করতে দেবেন না ৷ 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ৷ সেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মুখ্যমন্ত্রী আসেন কপিলমুনির আশ্রমে ৷ সেখানে বনধ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "CAA, NRC, NPR-এর বিরোধিতা চলছে, চলবে ৷ কিন্তু তার জন্য রাজ্যে কোনও বনধ হবে না ৷ ধর্মঘট আমরা সমর্থন করি না ৷ শুধু আজ নয় ৷ যখন থেকে আমরা ক্ষমতায় এসেছি তখন থেকেই ৷ "

NRC ও CAA-র বিরোধিতায় রাজ্যজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস ৷ যার নেতৃত্ব দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতাসহ একাধিক জায়গায় মিছিলে পা মিলিয়েছেন ৷ জানিয়েছেন, রাজ্যে CAA লাগু করতে দেবেন না ৷ বামপন্থী দলগুলিও CAA-র বিরোধিতা করেছে ৷ কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় বুধবার দেশজুড়ে বনধ ডেকেছে তারা ৷ কিন্তু, সেই বনধকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী ৷ আজ তিনি বলেন, "ইশুটার প্রতি আমাদের সমর্থন রয়েছে ৷ এই ইশুতে প্রতিদিন আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি ৷ আন্দোলন চলবে ৷ আমরা CAA, NPR, NRC-র বিরুদ্ধে ৷ আমরা নাগরিকের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ৷ যা হচ্ছে, অন্যায় হচ্ছে ৷ কিন্তু এরজন্য আমি একটা বনধ করতে যাব কেন ? এমনিতেই ইকোনমিক ডিজ়াস্টার চলছে ৷ বেকারত্ব বেড়ে গেছে ৷ আবার যদি একটা বনধ করি আবার হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে ৷ তাতে তো আমার দেশের ক্ষতি ৷ আমি চাই না সাধারণ মানুষের ক্ষতি হোক ৷ বনধ তো সস্তার রাজনীতি ৷ গণতান্ত্রিক কায়দায় আন্দোলন চলুক এটা আমরা সবাই চাই ৷ সুতরাং বাংলায় কোনও বনধ হচ্ছে না ৷ "

দেখুন ভিডিয়ো...

JNU প্রসঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ফ্যাসিস্ট স্ট্রাইক হয়েছে ৷ বর্বরতা চূড়ান্ত ৷ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপকদের উপরও আক্রমণ হয়েছে ৷ গতকালই ধিক্কার জানিয়েছি ৷ আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পাঠিয়েছি ৷ কিন্তু তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ আমরা ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছি ৷" তিনি আরও বলেন, "একটা দল ক্ষমতায় আসার পর যদি মারধর শুরু করে , সবার স্বাধীনতায় হস্তক্ষেপ করে তবে কীভাবে একটা দেশ চলবে ৷ এটা দেশের জন্য খুব খারাপ বার্তা ৷ "

গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি গঙ্গাসাগরে নিয়মিত আসি ৷ এখানকার মহারাজদের সঙ্গেও কথা হয় ৷ আগে গঙ্গাসাগর মেলা থেকে কর আদায় করা হত ৷ এখন সেটা আমাদের সরকারের তরফে তুলে নেওয়া হয়েছে ৷ গঙ্গাসাগরে এখনও পর্যন্ত যা উন্নয়ন হয়েছে সবটাই পশ্চিমবঙ্গ সরকার করেছে ৷ 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে যে সকল তীর্থ যাত্রীরা আসবেন সবার জন্য 5 লাখ করে বিমার ব্যবস্থা করা হয়েছে ৷ মেলা পরিচালনা করতে প্রশাসন আশ্রমের সঙ্গে এক জোট হয়ে কাজ করবে ৷ "

গঙ্গাসাগর, 6 জানুয়ারি : 8 জানুয়ারি দেশজুড়ে CAA ও NRC-র প্রতিবাদে ধর্মঘট ডেকেছে বামপন্থী সংগঠনগুলি ৷ রাজ্যে সেই বনধকে সমর্থন করেছে কংগ্রেসও ৷ কিন্তু, সেই বনধকে সমর্থন করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি স্পষ্ট করে দেন, এরাজ্যে বনধ করতে দেবেন না ৷ 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ৷ সেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মুখ্যমন্ত্রী আসেন কপিলমুনির আশ্রমে ৷ সেখানে বনধ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "CAA, NRC, NPR-এর বিরোধিতা চলছে, চলবে ৷ কিন্তু তার জন্য রাজ্যে কোনও বনধ হবে না ৷ ধর্মঘট আমরা সমর্থন করি না ৷ শুধু আজ নয় ৷ যখন থেকে আমরা ক্ষমতায় এসেছি তখন থেকেই ৷ "

NRC ও CAA-র বিরোধিতায় রাজ্যজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস ৷ যার নেতৃত্ব দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতাসহ একাধিক জায়গায় মিছিলে পা মিলিয়েছেন ৷ জানিয়েছেন, রাজ্যে CAA লাগু করতে দেবেন না ৷ বামপন্থী দলগুলিও CAA-র বিরোধিতা করেছে ৷ কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় বুধবার দেশজুড়ে বনধ ডেকেছে তারা ৷ কিন্তু, সেই বনধকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী ৷ আজ তিনি বলেন, "ইশুটার প্রতি আমাদের সমর্থন রয়েছে ৷ এই ইশুতে প্রতিদিন আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি ৷ আন্দোলন চলবে ৷ আমরা CAA, NPR, NRC-র বিরুদ্ধে ৷ আমরা নাগরিকের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ৷ যা হচ্ছে, অন্যায় হচ্ছে ৷ কিন্তু এরজন্য আমি একটা বনধ করতে যাব কেন ? এমনিতেই ইকোনমিক ডিজ়াস্টার চলছে ৷ বেকারত্ব বেড়ে গেছে ৷ আবার যদি একটা বনধ করি আবার হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে ৷ তাতে তো আমার দেশের ক্ষতি ৷ আমি চাই না সাধারণ মানুষের ক্ষতি হোক ৷ বনধ তো সস্তার রাজনীতি ৷ গণতান্ত্রিক কায়দায় আন্দোলন চলুক এটা আমরা সবাই চাই ৷ সুতরাং বাংলায় কোনও বনধ হচ্ছে না ৷ "

দেখুন ভিডিয়ো...

JNU প্রসঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ফ্যাসিস্ট স্ট্রাইক হয়েছে ৷ বর্বরতা চূড়ান্ত ৷ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপকদের উপরও আক্রমণ হয়েছে ৷ গতকালই ধিক্কার জানিয়েছি ৷ আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পাঠিয়েছি ৷ কিন্তু তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ আমরা ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছি ৷" তিনি আরও বলেন, "একটা দল ক্ষমতায় আসার পর যদি মারধর শুরু করে , সবার স্বাধীনতায় হস্তক্ষেপ করে তবে কীভাবে একটা দেশ চলবে ৷ এটা দেশের জন্য খুব খারাপ বার্তা ৷ "

গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি গঙ্গাসাগরে নিয়মিত আসি ৷ এখানকার মহারাজদের সঙ্গেও কথা হয় ৷ আগে গঙ্গাসাগর মেলা থেকে কর আদায় করা হত ৷ এখন সেটা আমাদের সরকারের তরফে তুলে নেওয়া হয়েছে ৷ গঙ্গাসাগরে এখনও পর্যন্ত যা উন্নয়ন হয়েছে সবটাই পশ্চিমবঙ্গ সরকার করেছে ৷ 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে যে সকল তীর্থ যাত্রীরা আসবেন সবার জন্য 5 লাখ করে বিমার ব্যবস্থা করা হয়েছে ৷ মেলা পরিচালনা করতে প্রশাসন আশ্রমের সঙ্গে এক জোট হয়ে কাজ করবে ৷ "

New Delhi, Jan 06 (ANI): Home Minister Amit Shah laid foundation stone for Delhi 'Cycle Walk' on January 06. Speaking at the event, Shah said the Aam Aadmi Party (AAP) government in Delhi has caused most harm to the poor of Delhi. He said, "Kejriwal just for his political interests is not allowing Ayushman Bharat scheme to be implemented. People have now seen through you Kejriwal, AAP was wiped out in MCD and Lok Sabha polls." Union Minister Hardeep Singh Puri and Lieutenant Governor Anil Baijal were also present.
Last Updated : Jan 6, 2020, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.