ETV Bharat / state

ধানখেত থেকে উদ্ধার সদ্যোজাত, ঠাঁই হল নিঃসন্তান দম্পতির কোলে - newborn baby rescued

Newborn Baby Rescued: ধানখেত থেকে উদ্ধার সদ্যোজাত শিশু ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার রাজারামপুর এলাকার ঘটনা ৷ সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে নিজেদের কাছে রেখেছেন স্থানীয় এক নিঃসন্তান দম্পতি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 9:31 PM IST

কুলপি, 2 ডিসেম্বর: আর 5টা সাধারণ দিনের মতোই শনিবার সকালে দিন শুরু করেছিলেন গ্রামের মানুষ ৷ জমির আলপাড় দিয়ে কাজে যাচ্ছিলেন স্থানীয় কৃষকরা ৷ হঠাৎই ধানখেত থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়ান তাঁরা স্থানীয় ৷ সেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে গিয়েই চক্ষু চড়ক গাছ গ্রামের মানুষের ৷ দেখেন ধানখেতের মধ্যে পড়ে রয়েছে এক সদ্যোজাত ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার রাজারামপুর দাস পাড়ার ঘটনা ৷ গ্রামবাসীরা সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে নিজেদের কাছে রাখেন ৷

পুলিশ সূত্রে খবর, আপাতত ওই শিশুটিকে স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে ওই দম্পতি বলেন, "আমরা নিঃসন্তান এবং এই সদ্যোজাতকে নিজের সন্তানের মতো করেই লালন-পালন করতে চাই। ভগবানই হয়ত ওকে আমাদের কাছে পাঠিয়েছেন ৷ ওকে আমরা নিজের সন্তানের মতো করে বড় করতে চাই এবং মানুষের মতো মানুষ করতে চাই।" পাশাপাশি গ্রামবাসীরা আরও দাবি করেছে, এই সদ্যোজাতকে কনকনে শীতে ধানখেতে রেখে দিয়ে কে বা কারা এলাকা থেকে গা ঢাকা দিল, তার তদন্ত শুরু করুক পুলিশ । অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ৷

কুলপি থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতি এই সদ্যোজাতটিকে আইনি ভাবে নিজেদের কাছে দত্তক নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন । ইতিমধ্যেই শিশুবান্ধব কর্নার (CIN ) কাছে আবেদন করেছেন তাঁরা । রবিবার শিশুটিকে শিশু সুরক্ষা বোর্ডে পেশ করা হবে ৷ আইনানুগভাবে ওই দম্পতি শিশুটিকে দত্তক নিতে পারবেন । চলতি বছরের সেপ্টেম্বর মাসেও রায়দিঘির একটি এলাকা থেকে উদ্ধার হয়েছিল এক সদ্যোজাত ৷ সেই ঘটনার কয়েকমাস কাটতে না-কাটতেই আবারও সামনে এল শিশু উদ্ধারের ঘটনা ৷

আরও পড়ুন:

  1. শখ পূরণে নাজেহাল, প্রেমিকাকে গুলি করে গ্রেফতার তৃণমূল কর্মী !
  2. 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !
  3. দেবীপক্ষে উদ্ধার সদ্যোজাত কন্যা !

কুলপি, 2 ডিসেম্বর: আর 5টা সাধারণ দিনের মতোই শনিবার সকালে দিন শুরু করেছিলেন গ্রামের মানুষ ৷ জমির আলপাড় দিয়ে কাজে যাচ্ছিলেন স্থানীয় কৃষকরা ৷ হঠাৎই ধানখেত থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়ান তাঁরা স্থানীয় ৷ সেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে গিয়েই চক্ষু চড়ক গাছ গ্রামের মানুষের ৷ দেখেন ধানখেতের মধ্যে পড়ে রয়েছে এক সদ্যোজাত ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার রাজারামপুর দাস পাড়ার ঘটনা ৷ গ্রামবাসীরা সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে নিজেদের কাছে রাখেন ৷

পুলিশ সূত্রে খবর, আপাতত ওই শিশুটিকে স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে ওই দম্পতি বলেন, "আমরা নিঃসন্তান এবং এই সদ্যোজাতকে নিজের সন্তানের মতো করেই লালন-পালন করতে চাই। ভগবানই হয়ত ওকে আমাদের কাছে পাঠিয়েছেন ৷ ওকে আমরা নিজের সন্তানের মতো করে বড় করতে চাই এবং মানুষের মতো মানুষ করতে চাই।" পাশাপাশি গ্রামবাসীরা আরও দাবি করেছে, এই সদ্যোজাতকে কনকনে শীতে ধানখেতে রেখে দিয়ে কে বা কারা এলাকা থেকে গা ঢাকা দিল, তার তদন্ত শুরু করুক পুলিশ । অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ৷

কুলপি থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতি এই সদ্যোজাতটিকে আইনি ভাবে নিজেদের কাছে দত্তক নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন । ইতিমধ্যেই শিশুবান্ধব কর্নার (CIN ) কাছে আবেদন করেছেন তাঁরা । রবিবার শিশুটিকে শিশু সুরক্ষা বোর্ডে পেশ করা হবে ৷ আইনানুগভাবে ওই দম্পতি শিশুটিকে দত্তক নিতে পারবেন । চলতি বছরের সেপ্টেম্বর মাসেও রায়দিঘির একটি এলাকা থেকে উদ্ধার হয়েছিল এক সদ্যোজাত ৷ সেই ঘটনার কয়েকমাস কাটতে না-কাটতেই আবারও সামনে এল শিশু উদ্ধারের ঘটনা ৷

আরও পড়ুন:

  1. শখ পূরণে নাজেহাল, প্রেমিকাকে গুলি করে গ্রেফতার তৃণমূল কর্মী !
  2. 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !
  3. দেবীপক্ষে উদ্ধার সদ্যোজাত কন্যা !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.