বাসন্তী, 28 জুন : বাড়িতে পোষ্য বিড়াল ঢোকা নিয়ে বচসার জেরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ঝড়খালি উপকূল থানা এলাকার পার্বতীপুর-2 নম্বর গ্রামে ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ তারা জানিয়েছে, নিহত বৃদ্ধের নাম নির্মল মণ্ডল (78) ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সূর্যকান্ত মণ্ডলকে ৷
আরও পড়ুন : মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে শাবল মেরে খুন স্বামীর
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নির্মল মণ্ডলের বাড়িতে একটি পোষা বিড়াল ছিল ৷ সেই বিড়ালটি মাঝেমধ্যেই ঢুকে পড়ত প্রতিবেশী সূর্যকান্তর বাড়িতে ৷ আর তা নিয়েই দুই পরিবারের মধ্যে বচসা চলছিল ৷
সোমবার দুপুরে বিড়ালটি ফের সূর্যকান্তর বাড়িতে ঢুকে পড়ে ৷ অভিযোগ, এরপর সূর্যকান্ত আচমকাই একটি লাঠি নিয়ে এসে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মাথায় আঘাত করেন ৷ রাগের মাথায় বৃদ্ধকে বেধড়ক মারধর করেন তিনি ৷ এর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নির্মল ৷ পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন : ভাঙড়ে কাকার হাতে ভাইপো-সহ 2 জন খুন
এরপর মৃতের পরিবারের তরফে ঝড়খালি উপকূল থানায় প্রতিবেশী সূর্যকান্তর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে সূর্যকান্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে ৷ মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷