গঙ্গাসাগর, 6 জানুয়ারি: চলতি মাসের 22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির ৷ এই মন্দির উদ্বোধনে উপস্থিতির আমন্ত্রণ পত্র পেলেন গঙ্গাসাগরের নাগা সাধুরা। তবে তাঁরা অযোধ্যায় পৌঁছতে পারবে কি না, তা এখনই বলা যাচ্ছে না ৷ এই বিরল মূহূর্তের সাক্ষী থাকার আমন্ত্রণ পেয়ে সন্ন্যাসীরা যে খুশি, তা বলার অপেক্ষা রাখে না ৷
আগামী 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই মেলায় সাধারণত নাগা সাধুরা উপস্থিত থাকেন। আর কিছুদিন পর মকর সংক্রান্তি । তাই পুণ্যস্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা ভিড় জমাতে শুরু করেছেন গঙ্গাসাগরে ৷ কপিলমুনি আশ্রমের পাশে স্থায়ী আখড়াতে আছেন তাঁরা। আর সেই সাধুসন্তদের হাতে এসে পৌঁছেছে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র ও অযোধ্যার প্রসাদি চাল ।
গঙ্গাসাগর কপিলমুনি মন্দির পরিচালন করেন অযোধ্যায় হনুমান গড়ি মন্দিরের সাধু-সন্তরা । তাই রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য তাঁদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে ৷ এমনটাই মনে করছেন অনেকে ৷ এ প্রসঙ্গেই গঙ্গাসাগরের নাগা মহারাজ নিত্যানন্দ গিরি বলেন, "আমরা অত্যন্ত খুশি ও আপ্লুত । আমরা অবশ্যই রাম মন্দির উদ্বোধনে যাব। গঙ্গাসাগর মেলার সমাপ্তির পরেই 17 জানুয়ারি আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা খুবই ভাগ্যবান যে স্বচক্ষে ভগবান শ্রী রামের এই মন্দির উদ্বোধন দেখতে পাবো।" আর এক নাগা সাধু মহেন্দ্র গিরি বলেন, "খুব খুশি রাম মন্দির উদ্বোধনে যেতে পারে ৷ এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমরা অবশ্যই যাব রাম জন্মভূমিতে।" সামনেই গঙ্গাসাগর মেলা, তার উপর রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পত্র পেয়ে জোড়া খুশি গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীদের আখড়াতে ৷
বিশ্ব হিন্দু পরিষদ 60টি দেশের হিন্দু সমাজের কাছে এই চিঠি পৌঁছে দেবে 15 জানুয়ারির মধ্যে ৷ অন্যদিকে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গঙ্গাসাগর মেলায় আসা নাগা সন্ন্যাসীদের হাতে এসে পৌঁছল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র। আমন্ত্রণ পেয়ে খুশি গঙ্গাসাগর মেলায় আসা সাধু সন্ন্যাসীরা। দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: