ETV Bharat / state

Missing Poster: চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজ পোস্টার

author img

By

Published : Dec 23, 2022, 2:06 PM IST

মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার পড়ল সাগরে (Missing Poster in Name of Choudhury Mohan Jatua) ৷ অকারণেই রাজনীতি করছে বিরোধীরা দাবি শাসকদলের ।

Missing Poster
চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার পড়ল সাগরে
চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার পড়ল সাগরে

সাগর, 23 ডিসেম্বর: দেখা মেলে না সাংসদের । এমনই অভিযোগ করে সাগরের ব্লক বিজেপি যুব মোর্চার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সাগরের বিভিন্ন জায়গায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার (Choudhury Mohan Jatua) নামে পোস্টার দেওয়া হয় । এই নিয়ে সরগরম হয়ে উঠেছে সাগরের রাজনীতি (Missing Poster in Name of Choudhury Mohan Jatua) ।

শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগর, বাগবাজার, কালীবাজার, রুদ্রনগর জুলফির মোড়, হরিণবাড়ি-সহ একাধিক জায়গায় সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার দেখতে পান স্থানীয়রা । সেই পোস্টারে উল্লেখিত রয়েছে 2019 সালের লোকসভা ভোটের পর থেকে তিনি নিখোঁজ ৷ সঠিক সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ৷

বিজেপির অভিযোগ, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে আর এলাকায় দেখা যায় না । মানুষ সাংসদকে কবে দেখেছেন মানুষই ভুলে গিয়েছেন । তিনবারের সাংসদ সাগরদ্বীপের মানুষের কথা চিন্তা করেন না । কোনওদিন ওঁকে সাগরদ্বীপের সমস্যা নিয়ে লোকসভাতে বক্তব্য পেশ করতেও দেখা যায়নি । এখন দেওয়ালে পোস্টার লাগানো হচ্ছে ৷ এরপর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ করা হবে ৷

আরও পড়ুন: বিধায়ক কাঞ্চনের নামে নিরুদ্দেশ পোস্টার ডানকুনিতে

এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "বিরোধীদের কাজ নেই তাই উলটো পালটা বকছে । শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় তিনি সশরীরে আসতে পারেন না কিন্তু সাগরদ্বীপের বাসিন্দাদের সমস্যার যাতে সুরাহা হয় সেই নিয়ে সদা চিন্তিত তিনি । এলাকার উন্নয়ন নিয়ে বিরোধীদের বিরোধিতা করার মুখ নেই । সাংসদ খুবই অসুস্থ সেই কারণে মানুষ তাঁর দেখা পায় না কিন্তু মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা যাতে ভালো থাকে সেই নিয়ে চিন্তা করেন ৷"

আরও পড়ুন: আমি এলাকায় না এলে কি আমার ভূত আসে ? 'নিরুদ্দেশ' পোস্টার নিয়ে পালটা প্রশ্ন কাঞ্চনের

চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার পড়ল সাগরে

সাগর, 23 ডিসেম্বর: দেখা মেলে না সাংসদের । এমনই অভিযোগ করে সাগরের ব্লক বিজেপি যুব মোর্চার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সাগরের বিভিন্ন জায়গায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার (Choudhury Mohan Jatua) নামে পোস্টার দেওয়া হয় । এই নিয়ে সরগরম হয়ে উঠেছে সাগরের রাজনীতি (Missing Poster in Name of Choudhury Mohan Jatua) ।

শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগর, বাগবাজার, কালীবাজার, রুদ্রনগর জুলফির মোড়, হরিণবাড়ি-সহ একাধিক জায়গায় সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার দেখতে পান স্থানীয়রা । সেই পোস্টারে উল্লেখিত রয়েছে 2019 সালের লোকসভা ভোটের পর থেকে তিনি নিখোঁজ ৷ সঠিক সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ৷

বিজেপির অভিযোগ, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে আর এলাকায় দেখা যায় না । মানুষ সাংসদকে কবে দেখেছেন মানুষই ভুলে গিয়েছেন । তিনবারের সাংসদ সাগরদ্বীপের মানুষের কথা চিন্তা করেন না । কোনওদিন ওঁকে সাগরদ্বীপের সমস্যা নিয়ে লোকসভাতে বক্তব্য পেশ করতেও দেখা যায়নি । এখন দেওয়ালে পোস্টার লাগানো হচ্ছে ৷ এরপর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ করা হবে ৷

আরও পড়ুন: বিধায়ক কাঞ্চনের নামে নিরুদ্দেশ পোস্টার ডানকুনিতে

এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "বিরোধীদের কাজ নেই তাই উলটো পালটা বকছে । শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় তিনি সশরীরে আসতে পারেন না কিন্তু সাগরদ্বীপের বাসিন্দাদের সমস্যার যাতে সুরাহা হয় সেই নিয়ে সদা চিন্তিত তিনি । এলাকার উন্নয়ন নিয়ে বিরোধীদের বিরোধিতা করার মুখ নেই । সাংসদ খুবই অসুস্থ সেই কারণে মানুষ তাঁর দেখা পায় না কিন্তু মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা যাতে ভালো থাকে সেই নিয়ে চিন্তা করেন ৷"

আরও পড়ুন: আমি এলাকায় না এলে কি আমার ভূত আসে ? 'নিরুদ্দেশ' পোস্টার নিয়ে পালটা প্রশ্ন কাঞ্চনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.