ETV Bharat / state

Rape : ধর্ষণের পর যৌনাঙ্গে বাঁশ দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা - দক্ষিণ 24 পরগনা

মানসিক ভারসম্যহীন মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ৷ আহত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে । গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

Rape incident
মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল কাকদ্বীপে
author img

By

Published : Sep 5, 2021, 10:23 AM IST

কাকদ্বীপ, 5 সেপ্টেম্বর : এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে । শুধু তাই নয়, তারপর চলে পাশবিক অত্যাচারও ৷ বাঁশ দিয়ে যৌনাঙ্গে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী থাকল কাকদ্বীপের হারুউড পয়েন্ট উপকূল থানার অক্ষয়নগর এলাকা । এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় অচৈতন্যভাবে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দারা। তারা স্থানীয় একটি ক্লাবের সদস্য-সদস্যা । মহিলাকে গুরুতর এবং সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে । পরে ক্লাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বের করা হয় অভিযুক্তকে। ধরা পড়ে বছর কুড়ির ধলু ওরফে দেবা দাস নামে এই যুবক। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে ।

আরও পড়ুন: ঘোড়ামারা দ্বীপের ক্ষতিগ্রস্ত পরিবারদের জমির পাট্টা দিল রাজ্য সরকার

ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ গুরুতর আহত অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংশ্লিষ্ট ক্লাবের সদস্য ও স্থানীয়রা। একইসঙ্গে এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কাকদ্বীপ, 5 সেপ্টেম্বর : এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে । শুধু তাই নয়, তারপর চলে পাশবিক অত্যাচারও ৷ বাঁশ দিয়ে যৌনাঙ্গে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী থাকল কাকদ্বীপের হারুউড পয়েন্ট উপকূল থানার অক্ষয়নগর এলাকা । এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় অচৈতন্যভাবে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দারা। তারা স্থানীয় একটি ক্লাবের সদস্য-সদস্যা । মহিলাকে গুরুতর এবং সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে । পরে ক্লাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বের করা হয় অভিযুক্তকে। ধরা পড়ে বছর কুড়ির ধলু ওরফে দেবা দাস নামে এই যুবক। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে ।

আরও পড়ুন: ঘোড়ামারা দ্বীপের ক্ষতিগ্রস্ত পরিবারদের জমির পাট্টা দিল রাজ্য সরকার

ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ গুরুতর আহত অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংশ্লিষ্ট ক্লাবের সদস্য ও স্থানীয়রা। একইসঙ্গে এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.