ETV Bharat / state

Mamata Banerjee: রাজনীতির কারণে বারবার দল পাঠাচ্ছে কেন্দ্র, পটকা ফাটলেও আসছে টিম, অভিযোগ মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আবাস দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল ৷ এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ রাজনৈতিক কারণেই কেন্দ্র বারবার বাংলায় টিম পাঠায় বলেও অভিযোগ করেছেন তিনি ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 5, 2023, 8:07 PM IST

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 5 জানুয়ারি: আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । ঘটনাচক্রে বৃহস্পতিবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের 6 সদস্যের প্রতিনিধিদল । সকালে আবাস-দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসকের অফিসে পৌঁছেছেন 3 কেন্দ্রীয় প্রতিনিধি । ওইদিনই গঙ্গাসাগর থেকে আবাস যোজনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় দল আসা নিয়ে মুখ খুলে ছিলেন তিনি । আজ আরও একধাপ এগিয়ে এই নিয়ে সরব হলেন তিনি । এদিন এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ক্ষমতায় আছেন বলে ক্ষমতা দেখাচ্ছেন । এ-টিম, বি-টিম, সি-টিম, ডি-টিম পাঠাচ্ছেন । ক্ষমতা চিরদিনের নয়। রাজনীতির কারণে বারবার দল পাঠানো হচ্ছে । আর কতটিম পাঠাবে ?’’ তিনি আরও বলেন, ‘‘একটা পটকা ফাটলেও চলে আসছে টিম । কারও ঘরে নিজস্ব ব্যবসার টাকা থাকলেও টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে ।’’

আবাস যোজনা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা এক মাসের মধ্যে 11 লক্ষ বাড়ি করে দিয়েছি । টাকাটা এত লেটে এসেছে । প্রধানমন্ত্রী আবাস যোজনা 50 লক্ষ নাম নথিভুক্ত করা হয়েছিল । এর মধ্যে 17 লক্ষ বাতিল হয়েছে । বাকি যে সমস্ত অভিযোগ আসবে সেগুলিও আমরা ইনকোয়ারি করব ।’’

গেরুয়া শিবির আবাস নিয়ে শাসকের বিরুদ্ধে অভিযোগ তুললেও এদিন আবাস যোজনায় বিজেপির (BJP) দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি নেতাদের দোতলা তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা তাঁরা নিয়েছেন । এগুলি তদন্ত করা হবে । তিনি বলেন, ‘‘মানুষ যাতে অভিযোগ জানাতে পারে, সেই জন্যই তো দুয়ারে সরকার । এক্ষেত্রে সরকারি স্তরে যদি কোনও গাফিলতি থাকে আমরা তদন্ত করব । পঞ্চায়েতকেও সরকারি লেভেল ধরে নিচ্ছি । যদিও সেখানে টাকা সরাসরি পঞ্চায়েতে আসে না । এক্ষেত্রে নজরদারির ক্ষমতা আমাদের নেই । তবুও আমরা নজরদারি চালাচ্ছি বলেই 17 লক্ষ নাম বাদ গিয়েছে ।’’

তিনি বলেন, ‘‘কারও কারও তিনতলা বাড়ি আছে । তাও টাকার জন্য নাম লিখেয়েছেন অনেকে । আমরা এদের নাম কেটে দিয়েছি । এই রকম 17 লক্ষ আবেদন আমরা বাতিল করেছি ।’’ মুখ্যমন্ত্রী এদিন একটি নির্দিষ্ট জেলায় দুর্নীতির কথা বলেন । তিনি বলেন, ‘‘আবাস নিয়ে যদি অভিযোগ থাকে দুয়ারে সরকারের ক্যাম্পে অভিযোগ করুন ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের দূতেরা বাড়ি বাড়ি যাবেন । তারা ফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য যাচ্ছেন না । কোনও সরকারি অনুষ্ঠান থেকে ফর্ম বিলি করা যায় না । এটা বেআইনি ।’’

আরও পড়ুন: 100 দিনের কাজের টাকার জন্য কতবার কেন্দ্রকে বলতে হবে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 5 জানুয়ারি: আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । ঘটনাচক্রে বৃহস্পতিবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের 6 সদস্যের প্রতিনিধিদল । সকালে আবাস-দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসকের অফিসে পৌঁছেছেন 3 কেন্দ্রীয় প্রতিনিধি । ওইদিনই গঙ্গাসাগর থেকে আবাস যোজনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় দল আসা নিয়ে মুখ খুলে ছিলেন তিনি । আজ আরও একধাপ এগিয়ে এই নিয়ে সরব হলেন তিনি । এদিন এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ক্ষমতায় আছেন বলে ক্ষমতা দেখাচ্ছেন । এ-টিম, বি-টিম, সি-টিম, ডি-টিম পাঠাচ্ছেন । ক্ষমতা চিরদিনের নয়। রাজনীতির কারণে বারবার দল পাঠানো হচ্ছে । আর কতটিম পাঠাবে ?’’ তিনি আরও বলেন, ‘‘একটা পটকা ফাটলেও চলে আসছে টিম । কারও ঘরে নিজস্ব ব্যবসার টাকা থাকলেও টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে ।’’

আবাস যোজনা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা এক মাসের মধ্যে 11 লক্ষ বাড়ি করে দিয়েছি । টাকাটা এত লেটে এসেছে । প্রধানমন্ত্রী আবাস যোজনা 50 লক্ষ নাম নথিভুক্ত করা হয়েছিল । এর মধ্যে 17 লক্ষ বাতিল হয়েছে । বাকি যে সমস্ত অভিযোগ আসবে সেগুলিও আমরা ইনকোয়ারি করব ।’’

গেরুয়া শিবির আবাস নিয়ে শাসকের বিরুদ্ধে অভিযোগ তুললেও এদিন আবাস যোজনায় বিজেপির (BJP) দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি নেতাদের দোতলা তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা তাঁরা নিয়েছেন । এগুলি তদন্ত করা হবে । তিনি বলেন, ‘‘মানুষ যাতে অভিযোগ জানাতে পারে, সেই জন্যই তো দুয়ারে সরকার । এক্ষেত্রে সরকারি স্তরে যদি কোনও গাফিলতি থাকে আমরা তদন্ত করব । পঞ্চায়েতকেও সরকারি লেভেল ধরে নিচ্ছি । যদিও সেখানে টাকা সরাসরি পঞ্চায়েতে আসে না । এক্ষেত্রে নজরদারির ক্ষমতা আমাদের নেই । তবুও আমরা নজরদারি চালাচ্ছি বলেই 17 লক্ষ নাম বাদ গিয়েছে ।’’

তিনি বলেন, ‘‘কারও কারও তিনতলা বাড়ি আছে । তাও টাকার জন্য নাম লিখেয়েছেন অনেকে । আমরা এদের নাম কেটে দিয়েছি । এই রকম 17 লক্ষ আবেদন আমরা বাতিল করেছি ।’’ মুখ্যমন্ত্রী এদিন একটি নির্দিষ্ট জেলায় দুর্নীতির কথা বলেন । তিনি বলেন, ‘‘আবাস নিয়ে যদি অভিযোগ থাকে দুয়ারে সরকারের ক্যাম্পে অভিযোগ করুন ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের দূতেরা বাড়ি বাড়ি যাবেন । তারা ফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য যাচ্ছেন না । কোনও সরকারি অনুষ্ঠান থেকে ফর্ম বিলি করা যায় না । এটা বেআইনি ।’’

আরও পড়ুন: 100 দিনের কাজের টাকার জন্য কতবার কেন্দ্রকে বলতে হবে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.