ETV Bharat / state

নরেন্দ্রপুরে দম্পতি খুনের তদন্তে SIT - SIT

নরেন্দ্রপুরে দম্পতি খুনের ঘটনার তদন্তে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে 5 সদস্যের SIT গঠন করা হয়েছে ৷ গতকাল খুনের ঘটনায় বাড়ির অন্যতম মালিক দীপঙ্কর দে, তাঁর স্ত্রী স্বাতী দে ও ভাইপো সমুদ্র দেকে দফায় দফায় দীর্ঘক্ষণ জেরা করা হয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 2, 2019, 7:57 AM IST

নরেন্দ্রপুর, 2 অগাস্ট : নরেন্দ্রপুরে দম্পতি খুনের ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে ৷ গতকাল ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে নরেন্দ্রপুর থানায় আসেন DIG প্রেসিডেন্সি রেঞ্জ রাজেশ কুমার যাদব ৷ উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার SP রশিদ মুনির খান ৷

30 জুলাই ট্রলিবন্দী অবস্থায় নরেন্দ্রপুরের তেউড়িয়ার বাগানবাড়ি থেকে উদ্ধার হয় প্রদীপ বিশ্বাস ও আল্পনা বিশ্বাসের মৃতদেহ ৷ 22 বছর ধরে ওই বাগানবাড়িতে কেয়ার টেকারের কাজ করতেন ওই দম্পতি ৷ ওই খুনের ঘটনার তদন্তে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে 5 সদস্যের SIT গঠন করা হয়েছে ৷ এই তদন্ত কমিটিতে রয়েছেন DSP মির্জা মির কাশেম, নরেন্দ্রপুর থানার IC সুখময় চক্রবর্তী, স্পেশাল অপারেশন গ্রুপের OC লক্ষ্মীকান্ত বিশ্বাস ও এই কেসের তদন্তকারী অফিসার শান্তনু দাস ৷

গতকাল খুনের ঘটনায় বাড়ির অন্যতম মালিক দীপঙ্কর দে, তাঁর স্ত্রী স্বাতী দে ও ভাইপো সমুদ্র দেকে দফায় দফায় দীর্ঘক্ষণ জেরা করা হয় ৷ কখনও মুখোমুখি বসিয়ে আবার কখনও আলাদা আলাদাভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁদের বয়ানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি মিলেছে বলে জানা গেছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে মোবাইল ফোনের এখনও পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি ৷ গতকাল পুলিশ ডেকে পাঠায় দীপক বিশ্বাসের তিন ভাইকে ৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ দীপকের দুই ভাই অনুপ কুমার বিশ্বাস ও জয় বিশ্বাসের অভিযোগ, পরিকল্পনা করেই এই খুন ৷ তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ৷

নরেন্দ্রপুর, 2 অগাস্ট : নরেন্দ্রপুরে দম্পতি খুনের ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে ৷ গতকাল ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে নরেন্দ্রপুর থানায় আসেন DIG প্রেসিডেন্সি রেঞ্জ রাজেশ কুমার যাদব ৷ উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার SP রশিদ মুনির খান ৷

30 জুলাই ট্রলিবন্দী অবস্থায় নরেন্দ্রপুরের তেউড়িয়ার বাগানবাড়ি থেকে উদ্ধার হয় প্রদীপ বিশ্বাস ও আল্পনা বিশ্বাসের মৃতদেহ ৷ 22 বছর ধরে ওই বাগানবাড়িতে কেয়ার টেকারের কাজ করতেন ওই দম্পতি ৷ ওই খুনের ঘটনার তদন্তে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে 5 সদস্যের SIT গঠন করা হয়েছে ৷ এই তদন্ত কমিটিতে রয়েছেন DSP মির্জা মির কাশেম, নরেন্দ্রপুর থানার IC সুখময় চক্রবর্তী, স্পেশাল অপারেশন গ্রুপের OC লক্ষ্মীকান্ত বিশ্বাস ও এই কেসের তদন্তকারী অফিসার শান্তনু দাস ৷

গতকাল খুনের ঘটনায় বাড়ির অন্যতম মালিক দীপঙ্কর দে, তাঁর স্ত্রী স্বাতী দে ও ভাইপো সমুদ্র দেকে দফায় দফায় দীর্ঘক্ষণ জেরা করা হয় ৷ কখনও মুখোমুখি বসিয়ে আবার কখনও আলাদা আলাদাভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁদের বয়ানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি মিলেছে বলে জানা গেছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে মোবাইল ফোনের এখনও পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি ৷ গতকাল পুলিশ ডেকে পাঠায় দীপক বিশ্বাসের তিন ভাইকে ৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ দীপকের দুই ভাই অনুপ কুমার বিশ্বাস ও জয় বিশ্বাসের অভিযোগ, পরিকল্পনা করেই এই খুন ৷ তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ৷

Intro:নরেন্দ্রপুর খুনের ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হল ৷ এদিন ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে থানায় আসেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ রাজেশ কুমার যাদব ৷ উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খান ৷Body:নরেন্দ্রপুর খুনের ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হল ৷ এদিন ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে থানায় আসেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ রাজেশ কুমার যাদব ৷ উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খান ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসুর নেতৄত্বে এই তদন্ত কমিটিতে রয়েছেন ডিএসপি মির্জা মির কাশেম, নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী, স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষীকান্ত বিশ্বাস ও এই কেসের তদন্তকারী অফিসার শান্তনু দাস ৷ আজকেও এই ঘটনায় বাড়ির অন্যতম মালিক দীপঙ্কর দে, তার স্ত্রী স্বাতী দে ও ভাইপো সমুদ্র দে কে দফায় দফায় ম্যারাথন জেরা করা হয় ৷ কখনও মুখোমুখি বসিয়ে আবার কখনও আলাদা আলাদাভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাদের বয়ানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি মিলেছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে মোবাইল ফোনের এখনও পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি ৷ আজ পুলিশ ডেকে পাঠায় দীপক বিশ্বাসের তিন ভাইকে ৷ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ দীপকের দুই ভাই অনুপ কুমার বিশ্বাস ও জয় বিশ্বাস জানান পরিকল্পনা করেই এই খুন ৷ তারা দোষীদের শাস্তি চান ৷ Conclusion:একাধিক জায়গায় অসঙ্গতি পেলে এখনও পর্যন্ত সাফল্য অধরাই পুলিশের ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.