ETV Bharat / state

বেহালার জল জমার কারণ খতিয়ে দেখতে পরিদর্শনে ফিরহাদ - GARDEN REACH

বেহালার জল জমার কারণ খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । বুধবার তিনি আগড়া সন্তোষপুরের স্টেশন সংলগ্ন এলাকার নিকাশি ব্যবস্থার বিষয়ে ইঞ্জিনিয়রদের সঙ্গে বৈঠকও করেন ।

Firhad Hakim
বেহালার জল জমার কারণ খতিয়ে দেখতে পরিদর্শনে ফিরহাদ হাকিম
author img

By

Published : Jun 23, 2021, 7:39 PM IST

কলকাতা, 23 জুন : কলকাতায় গত কয়েকদিন ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ছে শহর কলকাতা । বেহালাতে কিছু কিছু এলাকায় এখনও জল জমে রয়েছে । জল জমার কারণ খতিয়ে দেখতে বুধবার গার্ডেনরিচ পাম্পিং স্টেশন পরিদর্শনে গেলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । এদিন তিনি আগড়া সন্তোষপুরের স্টেশন সংলগ্ন এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন । সেইসঙ্গে নিকাশি বিভাগের ইঞ্জিনিয়রদের সঙ্গে এদিন তিনি বৈঠকও করেন । বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং ও মহেশতলার বিধায়ক দুলাল দাস সহ অন্যান্যরা । বেহালা, মহেশতলা এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে এ-দিনের বৈঠকে আলোচনাও হয় ।

বেহালার জল জমার কারণ খতিয়ে দেখতে পরিদর্শনে ফিরহাদ হাকিম

বৈঠকে ফিরহাদ হাকিম জানিয়েছেন, সন্তোষপুর স্টেশন সংলগ্ন কালভার্ট উচুঁ করার জন্য রেলকে দু'বছর আগেই বলা হয়েছিল । কিন্তু রেল এখনও স্টেশন এলাকায় কালভার্ট উঁচু করেনি । এই কারণেই বেহালা, মহেশতলা এবং নিউ আলিপুর এলাকার কালভার্টের নিচ দিয়ে খালের জল প্রবেশ করছে । কালভার্ট উঁচু করা দরকার । সিপিএমের একটি পার্টি অফিস থাকায় কালভার্ট উঁচু করতে গিয়ে সমস্যা হচ্ছে । পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম সিপিএমের পার্টি অফিসের লোকজনদের সঙ্গেও কথা বলেন । তারা পার্টি অফিস অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, পার্টি অফিস অন্য জায়গায় নিয়ে গেলে রেল কালভার্টটি উঁচু করে দিতে পারবে । কালভার্ট উঁচু হলে বেশি পরিমাণে জল বেরিয়ে যেতে পারবে । ফলে জমা জলের সমস্যা থেকে রেহাই পাবে এলাকার বাসিন্দারা ।

আরও পড়ুন: ভুয়ো টিকাকরণ শিবির থেকে ধৃত ভুয়ো আইএএস আধিকারিক

কসবা এলাকায় মঙ্গলবার ভুয়ো আইএএস অফিসার ও কলকাতা পৌরনিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন চালায় এক ব্যক্তি । ইতিমধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । পৌরনিগমের নাম করে অবৈধভাবে ভ্যাকসিনেশন করা নিয়ে পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ভুয়ো পরিচয় দিয়ে পৌর আধিকারিক সেজে যে এটা করেছে সেটা ঠিক করেনি । পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর ভাবে বিষয়টি তদন্ত করতে । গোটা দেশের বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা ঘটছে । এই ভ্যাকসিন কোথা থেকে এল, কীভাবে টিকা দেওয়া হয়েছে, ঠিকমতো সব এন্ট্রি হয়েছে কি না, সব বিষয়টিকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশ যদি ইঙ্গিত দেয় যে এই চক্রের সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মী-আধিকারিকরা যুক্ত রয়েছে তাহলে, কলকাতা পৌরনিগম তদন্ত করে কড়া ব্যবস্থা নেবে ।

কলকাতা, 23 জুন : কলকাতায় গত কয়েকদিন ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ছে শহর কলকাতা । বেহালাতে কিছু কিছু এলাকায় এখনও জল জমে রয়েছে । জল জমার কারণ খতিয়ে দেখতে বুধবার গার্ডেনরিচ পাম্পিং স্টেশন পরিদর্শনে গেলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । এদিন তিনি আগড়া সন্তোষপুরের স্টেশন সংলগ্ন এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন । সেইসঙ্গে নিকাশি বিভাগের ইঞ্জিনিয়রদের সঙ্গে এদিন তিনি বৈঠকও করেন । বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং ও মহেশতলার বিধায়ক দুলাল দাস সহ অন্যান্যরা । বেহালা, মহেশতলা এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে এ-দিনের বৈঠকে আলোচনাও হয় ।

বেহালার জল জমার কারণ খতিয়ে দেখতে পরিদর্শনে ফিরহাদ হাকিম

বৈঠকে ফিরহাদ হাকিম জানিয়েছেন, সন্তোষপুর স্টেশন সংলগ্ন কালভার্ট উচুঁ করার জন্য রেলকে দু'বছর আগেই বলা হয়েছিল । কিন্তু রেল এখনও স্টেশন এলাকায় কালভার্ট উঁচু করেনি । এই কারণেই বেহালা, মহেশতলা এবং নিউ আলিপুর এলাকার কালভার্টের নিচ দিয়ে খালের জল প্রবেশ করছে । কালভার্ট উঁচু করা দরকার । সিপিএমের একটি পার্টি অফিস থাকায় কালভার্ট উঁচু করতে গিয়ে সমস্যা হচ্ছে । পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম সিপিএমের পার্টি অফিসের লোকজনদের সঙ্গেও কথা বলেন । তারা পার্টি অফিস অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, পার্টি অফিস অন্য জায়গায় নিয়ে গেলে রেল কালভার্টটি উঁচু করে দিতে পারবে । কালভার্ট উঁচু হলে বেশি পরিমাণে জল বেরিয়ে যেতে পারবে । ফলে জমা জলের সমস্যা থেকে রেহাই পাবে এলাকার বাসিন্দারা ।

আরও পড়ুন: ভুয়ো টিকাকরণ শিবির থেকে ধৃত ভুয়ো আইএএস আধিকারিক

কসবা এলাকায় মঙ্গলবার ভুয়ো আইএএস অফিসার ও কলকাতা পৌরনিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন চালায় এক ব্যক্তি । ইতিমধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । পৌরনিগমের নাম করে অবৈধভাবে ভ্যাকসিনেশন করা নিয়ে পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ভুয়ো পরিচয় দিয়ে পৌর আধিকারিক সেজে যে এটা করেছে সেটা ঠিক করেনি । পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর ভাবে বিষয়টি তদন্ত করতে । গোটা দেশের বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা ঘটছে । এই ভ্যাকসিন কোথা থেকে এল, কীভাবে টিকা দেওয়া হয়েছে, ঠিকমতো সব এন্ট্রি হয়েছে কি না, সব বিষয়টিকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশ যদি ইঙ্গিত দেয় যে এই চক্রের সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মী-আধিকারিকরা যুক্ত রয়েছে তাহলে, কলকাতা পৌরনিগম তদন্ত করে কড়া ব্যবস্থা নেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.