বারুইপুর, 7 জুলাই : জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা এলাকার ঘটনা । আক্রান্ত BJP কর্মীর নাম রাজেন্দ্র পুরকায়েত । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
BJP কর্মী রাজেন্দ্র পুরকায়েত এলাকায় কোনও মিটিং-মিছিলেই জয়শ্রীরাম ধ্বনি দিতেন । রাজেন্দ্রর অভিযোগ সেই কারণেই স্থানীয় কিছু তৃণমূল কর্মীর রোষানলে পড়েন । গতকাল বিকেলে যখন রাজেন্দ্র ও তাঁর স্ত্রী শম্পা পুরকায়েত নিজেদের বাগানে কাজ করছিলেন, তখনই তাঁদের উপর আচমকা আক্রমণ করেন তৃণমূল কর্মীরা । অভিযোগ, রাজেন্দ্রর সাইকেল ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় ।
আরও পড়ুন : ভাঙড়ে ভাঙন তৃণমূলের, BJP-তে যোগ আরাবুল অনুগামীদের
রাজেন্দ্রর স্ত্রী শম্পা জানান, আমার স্বামী জয়শ্রীরাম বলে, এটাই অপরাধ । এজন্য মাঝেমধ্যেই তাকে হুমকি দিত তৃণমূল কর্মীরা । গতকাল বাগানে কাজ করার সময় আমার স্বামী জয়শ্রীরাম ধ্বনি দেয় । তখনই স্থানীয় কিছু তৃণমূল কর্মী এসে আমাদের উপর চড়াও হয় । স্থানীয়দের সাহায্যে ওকে হাসপাতালে ভরতি করি । রাজেন্দ্রবাবু এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।