ETV Bharat / state

ঘরে "জয়শ্রীরাম" ধ্বনি, BJP কর্মীকে কোপ - beaten

জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা এলাকার ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

আক্রান্ত BJP কর্মী রাজেন্দ্র পুরকায়েত
author img

By

Published : Jul 7, 2019, 10:11 AM IST

Updated : Jul 7, 2019, 12:16 PM IST

বারুইপুর, 7 জুলাই : জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা এলাকার ঘটনা । আক্রান্ত BJP কর্মীর নাম রাজেন্দ্র পুরকায়েত । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

BJP কর্মী রাজেন্দ্র পুরকায়েত এলাকায় কোনও মিটিং-মিছিলেই জয়শ্রীরাম ধ্বনি দিতেন । রাজেন্দ্রর অভিযোগ সেই কারণেই স্থানীয় কিছু তৃণমূল কর্মীর রোষানলে পড়েন । গতকাল বিকেলে যখন রাজেন্দ্র ও তাঁর স্ত্রী শম্পা পুরকায়েত নিজেদের বাগানে কাজ করছিলেন, তখনই তাঁদের উপর আচমকা আক্রমণ করেন তৃণমূল কর্মীরা । অভিযোগ, রাজেন্দ্রর সাইকেল ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় ।

আরও পড়ুন : ভাঙড়ে ভাঙন তৃণমূলের, BJP-তে যোগ আরাবুল অনুগামীদের

রাজেন্দ্রর স্ত্রী শম্পা জানান, আমার স্বামী জয়শ্রীরাম বলে, এটাই অপরাধ । এজন্য মাঝেমধ্যেই তাকে হুমকি দিত তৃণমূল কর্মীরা । গতকাল বাগানে কাজ করার সময় আমার স্বামী জয়শ্রীরাম ধ্বনি দেয় । তখনই স্থানীয় কিছু তৃণমূল কর্মী এসে আমাদের উপর চড়াও হয় । স্থানীয়দের সাহায্যে ওকে হাসপাতালে ভরতি করি । রাজেন্দ্রবাবু এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

দেখুন ভিডিয়ো

বারুইপুর, 7 জুলাই : জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা এলাকার ঘটনা । আক্রান্ত BJP কর্মীর নাম রাজেন্দ্র পুরকায়েত । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

BJP কর্মী রাজেন্দ্র পুরকায়েত এলাকায় কোনও মিটিং-মিছিলেই জয়শ্রীরাম ধ্বনি দিতেন । রাজেন্দ্রর অভিযোগ সেই কারণেই স্থানীয় কিছু তৃণমূল কর্মীর রোষানলে পড়েন । গতকাল বিকেলে যখন রাজেন্দ্র ও তাঁর স্ত্রী শম্পা পুরকায়েত নিজেদের বাগানে কাজ করছিলেন, তখনই তাঁদের উপর আচমকা আক্রমণ করেন তৃণমূল কর্মীরা । অভিযোগ, রাজেন্দ্রর সাইকেল ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় ।

আরও পড়ুন : ভাঙড়ে ভাঙন তৃণমূলের, BJP-তে যোগ আরাবুল অনুগামীদের

রাজেন্দ্রর স্ত্রী শম্পা জানান, আমার স্বামী জয়শ্রীরাম বলে, এটাই অপরাধ । এজন্য মাঝেমধ্যেই তাকে হুমকি দিত তৃণমূল কর্মীরা । গতকাল বাগানে কাজ করার সময় আমার স্বামী জয়শ্রীরাম ধ্বনি দেয় । তখনই স্থানীয় কিছু তৃণমূল কর্মী এসে আমাদের উপর চড়াও হয় । স্থানীয়দের সাহায্যে ওকে হাসপাতালে ভরতি করি । রাজেন্দ্রবাবু এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

দেখুন ভিডিয়ো
Intro: এবার জয় শ্রীরাম বলায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীরা নাম রাজেন্দ্র পুরকাইত। এ বিষয়ে ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। যদিও বিজেপি কর্মীর তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
 
দীর্ঘদিনের বিজেপি কর্মী রাজেন্দ্র এলাকায় কোন মিটিং, মিছিল থাকলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেন। রাজেন্দ্রের অভিযোগ সেই কারণে স্থানীয় মিছু তৃণমূল কর্মীর রোষানলে পড়েছিলেন তিনি। শুক্রবার বিকেলে যখন তিনি ও তার স্ত্রী শম্পা পুরকাইত নিজেদের বাগানে কাজ করছিলেন সেই সময় একদল তৃণমূল কর্মী তাদের উপর চড়াও হয়। বেধড়ক মারধোর করা হয় রাজেন্দ্রকে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করা হয়। ঘটনার পর স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Jul 7, 2019, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.