ETV Bharat / state

Tiger Census: সুন্দরবনের বাঘ গুনতে ক্যামেরা বসানোর কাজ শুরু - বাঘ গণনা

সুন্দরবনে শুরু হল বাঘ গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ । 1146টি ট্র্যাপ ক্যামেরা বসিয়ে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংগ্রহ শুরু হবে (Installation of Cameras to Count of Tiger Census) ।

Tiger Census
সুন্দরবনের শুরু হল বাঘ গণনা জন্য ক্যামেরা বসানোর কাজ
author img

By

Published : Dec 7, 2022, 1:39 PM IST

সুন্দরবন, 7 ডিসেম্বর: সুন্দরবনে শুরু হল বাঘ গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ (Installation of Cameras to Count of Tiger Census) । এবারে অত্যাধুনিক ক্যামেরার বসিয়ে এই বাঘ গণনার কাজ করছেন বনকর্মীরা । গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের জঙ্গলে এই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্যামেরা বসিয়ে চলছে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণী গণনার কাজ । তবে দক্ষিণ 24 পরগনায় আলাদাভাবে দু’টি ডিভিশনে এই কাজ হবে ।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় 1146টি ট্র্যাপ ক্যামেরা বসিয়ে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংগ্রহ শুরু হবে । নতুন বছরের শুরু পর্যন্ত এই কাজ চলবে । দ্বিতীয় পর্যায়ের কাজ হবে দক্ষিণ 24 পরগনার বনবিভাগ অঞ্চলে । এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্মকর্তারা জানান, বাঘ গণনার কাজ শুরু হয়েছে । আর এই বাঘ গণনার কাজে 1146টি আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে ।

সুন্দরবন, 7 ডিসেম্বর: সুন্দরবনে শুরু হল বাঘ গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ (Installation of Cameras to Count of Tiger Census) । এবারে অত্যাধুনিক ক্যামেরার বসিয়ে এই বাঘ গণনার কাজ করছেন বনকর্মীরা । গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের জঙ্গলে এই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্যামেরা বসিয়ে চলছে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণী গণনার কাজ । তবে দক্ষিণ 24 পরগনায় আলাদাভাবে দু’টি ডিভিশনে এই কাজ হবে ।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় 1146টি ট্র্যাপ ক্যামেরা বসিয়ে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংগ্রহ শুরু হবে । নতুন বছরের শুরু পর্যন্ত এই কাজ চলবে । দ্বিতীয় পর্যায়ের কাজ হবে দক্ষিণ 24 পরগনার বনবিভাগ অঞ্চলে । এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্মকর্তারা জানান, বাঘ গণনার কাজ শুরু হয়েছে । আর এই বাঘ গণনার কাজে 1146টি আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে ।

আরও পড়ুন: এক বছরে রেকর্ড সংখ্যক বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.