ETV Bharat / state

নিকাহ বহির্ভূত সম্পর্কের জের, যুবতিকে খুনের চেষ্টায় অভিযুক্ত শওহর - পরকীয়ার প্রতিবাদ করায় বিবিকে পুড়িয়ে খুনের চেষ্টা

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে নিকাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷

যুবতিকে খুনের চেষ্টায় অভিযুক্ত শওহর
author img

By

Published : Sep 13, 2019, 1:58 PM IST

Updated : Sep 13, 2019, 2:33 PM IST

বিষ্ণুপুর, 13 সেপ্টেম্বর : নিকাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘটনা ৷ জখম যুবতির নাম আজিদা বিবি (28) ৷ বর্তমানে তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শওহরের নাম ইয়াসিন খাঁ৷ ঘটনার পর থেকেই সে পলাতক ৷

BISHNUPUR
ইয়াসিন খাঁ

বছর নয়েক আগে কৃষ্ণপুরের ইয়াসিনের সঙ্গে নিকাহ হয় পাথরবেড়িয়ার বাসিন্দা আজিদা বিবির । ইয়াসিন পেশায় একটি কারখানার শ্রমিক ৷ অজিদার মা আশুরা বিবি বলেন, "ইয়াসিনের দাবি মতো তাঁকে একাধিকবার পণের টাকা দেওয়া হয়েছে । এমন কী আজিদার বাবা ইয়াসিনকে পাকা বাড়িও করে দেন । সম্প্রতি এক মহিলার সঙ্গে নিকাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ইয়াসিন ৷ বিষয়টি জানতে পারে আজিদা । এই নিয়ে প্রায়ই তাদের মধ্যে অশান্তি হত ৷ গতকাল তা চরমে ওঠে ৷ এর জেরেই আজিদার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইয়াসিন ৷" বর্তমানে তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শরীরের 60 শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

ভিডিয়োয় শুনুন আশুরা বিবির বক্তব্য

ঘটনার পর ইয়াসিনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের করে আজিদার পরিবার ৷ ইয়াসিনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

বিষ্ণুপুর, 13 সেপ্টেম্বর : নিকাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘটনা ৷ জখম যুবতির নাম আজিদা বিবি (28) ৷ বর্তমানে তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শওহরের নাম ইয়াসিন খাঁ৷ ঘটনার পর থেকেই সে পলাতক ৷

BISHNUPUR
ইয়াসিন খাঁ

বছর নয়েক আগে কৃষ্ণপুরের ইয়াসিনের সঙ্গে নিকাহ হয় পাথরবেড়িয়ার বাসিন্দা আজিদা বিবির । ইয়াসিন পেশায় একটি কারখানার শ্রমিক ৷ অজিদার মা আশুরা বিবি বলেন, "ইয়াসিনের দাবি মতো তাঁকে একাধিকবার পণের টাকা দেওয়া হয়েছে । এমন কী আজিদার বাবা ইয়াসিনকে পাকা বাড়িও করে দেন । সম্প্রতি এক মহিলার সঙ্গে নিকাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ইয়াসিন ৷ বিষয়টি জানতে পারে আজিদা । এই নিয়ে প্রায়ই তাদের মধ্যে অশান্তি হত ৷ গতকাল তা চরমে ওঠে ৷ এর জেরেই আজিদার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইয়াসিন ৷" বর্তমানে তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শরীরের 60 শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

ভিডিয়োয় শুনুন আশুরা বিবির বক্তব্য

ঘটনার পর ইয়াসিনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের করে আজিদার পরিবার ৷ ইয়াসিনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Intro:Body:পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, আশংকাজনক অবস্থায় এম আর বাঙ্গুরে চিকিৎসাধীন যুবতী, খুনের চেষ্টার অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত

বিষ্ণুপুর, ১৩ সেপ্টেম্বর
স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে যাবার পর প্রতিবাদ করায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আশংকাজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বধূ। শরীরের ৬০ শংশের বেশি অংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল জানিয়েছে। মৃত্যুর সাথে লড়ায় করছে বছর আটাশের বধূ আজিদা বিবি। দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুরের কৃষ্ণপুরের ঘটনা। বিষ্ণুপুর থানায় বধূকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন মৃতার মা আশুরা বিবি। খুনের চেষ্টার মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বছর একত্রিশের অভিযুক্ত যুবক ইয়াসিন খাঁ পলাতক বলে জানিয়েছে পুলিশ।
অগ্নিদগ্ধ বধূর মা আশুরা বিবি জানিয়েছেন, ৯ বছর আগে প্রেম করে বিয়ে হয় বিষ্ণুপুরের কৃষ্ণপুরের ইয়াসিনের সাথে পাথরবেড়িয়ার আজিদার। পেশায় কারখানা শ্রমিকের ইয়াসিনের সাথে সুখের সংসার গড়ার জন্য স্বামীর কথামতো বাবার বাড়ি থেকে একাধিকবার পনের টাকা আনত। এমনকি আজিদার বাবা ছাদ বিশিষ্ট পাকা বাড়িও বেধে দেয় ইয়াসিনকে। সম্প্রতি এক মহিলার সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখাছিল ইয়াসিন। তার প্রতিবাদ করেছিল আজিদা। তার জেরেই তাদের বড় মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ আশুরার।
পুলিশ সূত্রে খবর, দগ্ধ বধূর পক্ষ থেকে অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রজু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Conclusion:
Last Updated : Sep 13, 2019, 2:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.