বিষ্ণুপুর, 13 সেপ্টেম্বর : নিকাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘটনা ৷ জখম যুবতির নাম আজিদা বিবি (28) ৷ বর্তমানে তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শওহরের নাম ইয়াসিন খাঁ৷ ঘটনার পর থেকেই সে পলাতক ৷
বছর নয়েক আগে কৃষ্ণপুরের ইয়াসিনের সঙ্গে নিকাহ হয় পাথরবেড়িয়ার বাসিন্দা আজিদা বিবির । ইয়াসিন পেশায় একটি কারখানার শ্রমিক ৷ অজিদার মা আশুরা বিবি বলেন, "ইয়াসিনের দাবি মতো তাঁকে একাধিকবার পণের টাকা দেওয়া হয়েছে । এমন কী আজিদার বাবা ইয়াসিনকে পাকা বাড়িও করে দেন । সম্প্রতি এক মহিলার সঙ্গে নিকাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ইয়াসিন ৷ বিষয়টি জানতে পারে আজিদা । এই নিয়ে প্রায়ই তাদের মধ্যে অশান্তি হত ৷ গতকাল তা চরমে ওঠে ৷ এর জেরেই আজিদার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইয়াসিন ৷" বর্তমানে তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শরীরের 60 শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
ঘটনার পর ইয়াসিনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের করে আজিদার পরিবার ৷ ইয়াসিনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷