ETV Bharat / state

Husband Killed Wife: স্ত্রীর দেহ তিন টুকরো করে পুঁতেছি, জেরায় স্বীকার ব্যক্তির - দক্ষিণ 24 পরগনায় খুন

সন্দেহের বশে স্ত্রীকে হত্যা করে দেহ পুঁতে দিল স্বামী (Murder at South 24 Pargana)৷ জেরায় স্বীকার করতেই অভিযুক্তকে দিয়ে মাটি খুঁড়ে দেহ তোলাল পুলিশ ৷

ETV Bharat
স্ত্রীর দেহ খুঁড়ে তুলছে অভিযুক্ত স্বামী
author img

By

Published : Mar 23, 2023, 7:11 AM IST

মহিলাকে টুকরো করার ঘটনায় আত্মীয়ের বক্তব্য

বিষ্ণুপুর, 23 মার্চ: পারিবারিক বিবাদের জেরে সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Husband Cuts Wife Body)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ৷ অভিযুক্ত আলিম সেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নিহত মহিলার নাম মমতাজ সেখ (35)।

বুধবার অভিযুক্তকে সঙ্গে নিয়ে বিষ্ণপুরের সারদা গার্ডেন এলাকার একটি জলার পাড়ের মাটির ভেতর থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ । পরিকল্পনা করে এই খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ । তবে এই ঘটনার সঙ্গে আলিম ছাড়া আর কেউ জড়িত আছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ (Crime in South 24 Pargana)।

মৃতের বোন মনোয়ারা মণ্ডলের কথায় জানা গিয়েছে, 18 থেকে 20 বছর আগে পেশায় রাজমিস্ত্রি মুর্শিদাবাদের বাসিন্দা আলিমের সঙ্গে বিয়ে হয় মমতাজের ৷ তাঁদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে ৷ আলিম সারদা গার্ডেনে ঠিকাদারের কাজ করত ৷ বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি বিষ্ণুপুরের ছিটবাগি এলাকায় থাকত । স্ত্রী মমতাজ সামালি এলাকায় একটি লজেন্স কারখানায় কাজ করতেন । মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন মমতাজ । তারপর থেকে আর ফেরেননি । আলিম যথারীতি রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে । এরপর বুধবার সকালে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে জানানো হয় বিষয়টি । আলিমকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷

জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত স্বামী । এরপর বিকেলে আলিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অভিযুক্ত আলিমের কঠোর শাস্তির দাবি তুলেছেন মমতাজের বাড়ির লোক থেকে শুরু করে এলাকাবাসীরা ৷

আরও পড়ুন : স্বামী ও শাশুড়িকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রাখলেন মহিলা, তদন্তে নেমে চোখ কপালে পুলিশের

মহিলাকে টুকরো করার ঘটনায় আত্মীয়ের বক্তব্য

বিষ্ণুপুর, 23 মার্চ: পারিবারিক বিবাদের জেরে সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Husband Cuts Wife Body)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ৷ অভিযুক্ত আলিম সেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নিহত মহিলার নাম মমতাজ সেখ (35)।

বুধবার অভিযুক্তকে সঙ্গে নিয়ে বিষ্ণপুরের সারদা গার্ডেন এলাকার একটি জলার পাড়ের মাটির ভেতর থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ । পরিকল্পনা করে এই খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ । তবে এই ঘটনার সঙ্গে আলিম ছাড়া আর কেউ জড়িত আছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ (Crime in South 24 Pargana)।

মৃতের বোন মনোয়ারা মণ্ডলের কথায় জানা গিয়েছে, 18 থেকে 20 বছর আগে পেশায় রাজমিস্ত্রি মুর্শিদাবাদের বাসিন্দা আলিমের সঙ্গে বিয়ে হয় মমতাজের ৷ তাঁদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে ৷ আলিম সারদা গার্ডেনে ঠিকাদারের কাজ করত ৷ বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি বিষ্ণুপুরের ছিটবাগি এলাকায় থাকত । স্ত্রী মমতাজ সামালি এলাকায় একটি লজেন্স কারখানায় কাজ করতেন । মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন মমতাজ । তারপর থেকে আর ফেরেননি । আলিম যথারীতি রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে । এরপর বুধবার সকালে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে জানানো হয় বিষয়টি । আলিমকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷

জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত স্বামী । এরপর বিকেলে আলিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অভিযুক্ত আলিমের কঠোর শাস্তির দাবি তুলেছেন মমতাজের বাড়ির লোক থেকে শুরু করে এলাকাবাসীরা ৷

আরও পড়ুন : স্বামী ও শাশুড়িকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রাখলেন মহিলা, তদন্তে নেমে চোখ কপালে পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.