ETV Bharat / state

ঢোলাহাটায় উদ্ধার বৃদ্ধের গলাকাটা দেহ, পুলিশকে ঘিরে বিক্ষোভ

বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার এক বৃদ্ধের গলাকাটা দেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটা থানার অন্তর্গত পূর্ণ চন্দ্রপুর গ্রামের । খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । তাদের দাবি, পুলিশ নয় তদন্ত করুক CID । পরে তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেয় স্থানীয়রা।

বৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার
author img

By

Published : Jun 24, 2019, 3:24 PM IST

ঢোলাহাটা (দক্ষিণ 24 পরগনা), 24 জুন : বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার এক বৃদ্ধের গলাকাটা দেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটা থানার অন্তর্গত পূর্ণ চন্দ্রপুর গ্রামের । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

মৃতের নাম রামপদ করন । প্রাক্তন শিক্ষক হিসেবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে তাঁর । আজ সকালেই বাড়ির পাশের বাগানে ঝোপের মধ্যে তাঁর গলাকাটা দেহ দেখতে পাওয়া যায় । রামপদবাবুর ছেলের বক্তব্য, গতরাতে তাঁর বাবা বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ মেলেনি । আজ সকালে তাঁর মা প্রথম ঝোপে রামবাবুর গলাকাটা দেহ দেখতে পান । স্থানীয়দের দাবি, অন্য কোথাও খুন করে মৃতদেহ ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় । পুলিশকে দেখে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পরে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এলাকায় । পুলিশ জোর করে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । তাদের দাবি, পুলিশ নয় তদন্ত করুক CID । পরে তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেয় । পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে মৃত রামপদবাবুর ছেলে বলেন, তাঁর বাবার কোনও শত্রু ছিল না । এলাকায় কারও সঙ্গে খারাপ সম্পর্কও ছিল না । কী কারণে এই ঘটনা ঘটেছে তার প্রকৃত তদন্ত হোক ।

ঢোলাহাটা (দক্ষিণ 24 পরগনা), 24 জুন : বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার এক বৃদ্ধের গলাকাটা দেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটা থানার অন্তর্গত পূর্ণ চন্দ্রপুর গ্রামের । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

মৃতের নাম রামপদ করন । প্রাক্তন শিক্ষক হিসেবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে তাঁর । আজ সকালেই বাড়ির পাশের বাগানে ঝোপের মধ্যে তাঁর গলাকাটা দেহ দেখতে পাওয়া যায় । রামপদবাবুর ছেলের বক্তব্য, গতরাতে তাঁর বাবা বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ মেলেনি । আজ সকালে তাঁর মা প্রথম ঝোপে রামবাবুর গলাকাটা দেহ দেখতে পান । স্থানীয়দের দাবি, অন্য কোথাও খুন করে মৃতদেহ ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় । পুলিশকে দেখে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পরে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এলাকায় । পুলিশ জোর করে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । তাদের দাবি, পুলিশ নয় তদন্ত করুক CID । পরে তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেয় । পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে মৃত রামপদবাবুর ছেলে বলেন, তাঁর বাবার কোনও শত্রু ছিল না । এলাকায় কারও সঙ্গে খারাপ সম্পর্কও ছিল না । কী কারণে এই ঘটনা ঘটেছে তার প্রকৃত তদন্ত হোক ।

Intro:বাড়ির পাশে প্রাক্তন শিক্ষকের গলা কাটা মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। ঢোলাহাট থানার পুর্ন চন্দ্রপুর গ্রামের ঘটনা। পেশায় প্রাক্তন শিক্ষক ছিলেন রামপদ করন(৭০)। এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রামপদ বাবুর। আজ সকালে বাড়ির পাশেই বাগানে ঝোপের মধ্যে গলা কাটা দেহ পাওয়া যায়। জানা যায় মৃতের স্ত্রী সকালে ঘাটের ধারে বেরিয়ে দেখতে পান স্বামীর গলাকাটা দেহটি। গত রাত থেকে রামপদ বাবু বাড়িতে ফেরেনি। রাতে বাড়ির আশেপাশের খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। রাতে বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করা হলে ও পাওয়া যায়নি। সকালে কিভাবে বাগানে ঝোপের মধ্যে মৃতদেহ এলো সেই নিয়ে এখন প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। তাদের দাবি অন্য কোথাও থেকে খুন করে এখানে মৃতদেহ ফেলে গেছে দুষ্কৃতীরা।Body:খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনা স্থলে আসলে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায়। পরে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী পৌঁছায় এলাকায়। পুলিশ জোর করে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। কিভাবে ঘটল এই ঘটনা তার প্রকৃত তদন্ত চাইছে গ্রামের মানুষ। পুলিশি তদন্তের উপর ভরসা না করে সিআইডি এই ঘটনার তদন্ত করুক চাইছে এলাকা বাসী।Conclusion:যদিও মৃত রামপদ বাবুর ছেলে জানিয়েছে তার বাবার কোনো শত্রু ছিল না। এলাকায় কারো সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না। কি কারণে এই ঘটনা ঘটেছে সেই নিয়েই চিন্তিত গোটা পরিবার। গ্রামবাসীরা দীর্ঘক্ষন মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরে সঠিক তদন্তের আশ্বাস দিলে মৃতদেহ উদ্ধার করতে দেয় পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.