ETV Bharat / state

ভাঙড়ে গাঁজার ঠেকে মহিলাদের অভিযান - Bhangar PS

দীর্ঘদিন ধরে স্কুলের পাশে অবৈধ বাবে চলছে গাঁজার ঠেক ৷ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা ৷ ভাঙড়ের বামুনিয়া গ্রামের মহিলার একজোট হয়ে ভেহে গিলেন গাঁজার ঠেক ৷

বামুনিয়া গ্রাম
author img

By

Published : Jul 26, 2019, 11:29 PM IST

ভাঙড়, 26 জুলাই : ভাঙড়ের বামুনিয়া গ্রামে গাঁজার ঠেকে মহিলাদের অভিযান । বারবার বলেও বিক্রেতারা গাঁজা, চোলাই বিক্রি বন্ধ করেনি । ক্ষুব্ধ মহিলারা তাই ঠেকে অভিযান চালান । উদ্ধার হয় মজুত গাঁজা ও গাঁজা গাছ ।

গ্রামের প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে দিনের পর দিন চলত গাঁজা বিক্রি । গ্রামের অনেক পরিবারের পুরুষই ওই সব ঠেক থেকে গাঁজা নিয়ে স্কুল মাঠে গাঁজা টানত ৷ দিনমজুরি থেকে আয়ের অনেকটাই নেশার জন্য হত খরচ ৷ নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে বাড়ির মহিলাদের উপর চলত অত্যাচার ।

bhangar
বামুনিয়া প্রাথমিক বিদ্যালয় ৷ এই বিদ্যালয়ের পাশেই চলত গাঁজার কারবার ৷

নেশাগ্রস্ত স্বামীদের সঠিক পথে ফেরাতে গ্রামের মহিলারা অনেকবার গাঁজা বিক্রির প্রতিবাদ করেছেন ৷ কিন্তু তাতেও লাভ হয়নি । তাই আজ গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে অভিযানে নামেন । নেতৃত্ব দেন জাগুলগাছি স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা আনোয়ারা বিবি ।

শতাধিক মহিলা প্রথমে জড়ো হন বামুনিয়া প্রাথমিক স্কুলের সামনে । সেখান থেকে ঝাঁটা-লাঠি হাতে গাঁজার ঠেকে রওনা দেন । ভাঙড় থানার পুলিশও সেখানে যায় । পুলিশ মহিলাদের আইন হাতে তুলতে বারণ করে ৷ তাঁরা আশ্বাস দেয় গাঁজা উদ্ধার করে বিক্রেতাকে গ্রেপ্তার করা হবে । গাঁজা উদ্ধারও হয় । যদিও ঠেক ছেড়ে পালায় বিক্রেতা নেড়া মণ্ডল । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ।

ভাঙড়, 26 জুলাই : ভাঙড়ের বামুনিয়া গ্রামে গাঁজার ঠেকে মহিলাদের অভিযান । বারবার বলেও বিক্রেতারা গাঁজা, চোলাই বিক্রি বন্ধ করেনি । ক্ষুব্ধ মহিলারা তাই ঠেকে অভিযান চালান । উদ্ধার হয় মজুত গাঁজা ও গাঁজা গাছ ।

গ্রামের প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে দিনের পর দিন চলত গাঁজা বিক্রি । গ্রামের অনেক পরিবারের পুরুষই ওই সব ঠেক থেকে গাঁজা নিয়ে স্কুল মাঠে গাঁজা টানত ৷ দিনমজুরি থেকে আয়ের অনেকটাই নেশার জন্য হত খরচ ৷ নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে বাড়ির মহিলাদের উপর চলত অত্যাচার ।

bhangar
বামুনিয়া প্রাথমিক বিদ্যালয় ৷ এই বিদ্যালয়ের পাশেই চলত গাঁজার কারবার ৷

নেশাগ্রস্ত স্বামীদের সঠিক পথে ফেরাতে গ্রামের মহিলারা অনেকবার গাঁজা বিক্রির প্রতিবাদ করেছেন ৷ কিন্তু তাতেও লাভ হয়নি । তাই আজ গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে অভিযানে নামেন । নেতৃত্ব দেন জাগুলগাছি স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা আনোয়ারা বিবি ।

শতাধিক মহিলা প্রথমে জড়ো হন বামুনিয়া প্রাথমিক স্কুলের সামনে । সেখান থেকে ঝাঁটা-লাঠি হাতে গাঁজার ঠেকে রওনা দেন । ভাঙড় থানার পুলিশও সেখানে যায় । পুলিশ মহিলাদের আইন হাতে তুলতে বারণ করে ৷ তাঁরা আশ্বাস দেয় গাঁজা উদ্ধার করে বিক্রেতাকে গ্রেপ্তার করা হবে । গাঁজা উদ্ধারও হয় । যদিও ঠেক ছেড়ে পালায় বিক্রেতা নেড়া মণ্ডল । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ।

Intro:ভাঙড়ে গাঁজার ঠেকে মহিলাদের হানা। উদ্ধার প্রচুর গাজা। বার বার বলেও বিক্রেতারা গাঁজা, চোলাই বিক্রি বন্ধ করেননি। মদ্যপান বন্ধ করেননি অনেক বাড়ির পুরুষেরা। ক্ষুব্ধ এলাকার কয়েক জন মহিলা তাই ঠেকে হানা দিয়ে নষ্ট করে দিলেন মজুত রাখা গাঁজা ও গাজা গাছ ।এমনই কাণ্ড ঘটল ভাঙড়ের বামুনিয়াতে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের বামুনিয়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে দিনের পর দিন চলত গাজা বিক্রি। গ্রাম সূত্রে খবর, অনেক পরিবারের পুরুষেরাই ওই সব ঠেক থেকে গাঁজা নিয়ে স্কুল মাঠে গাঁজা এবং মদ্যপান করত । নেশার জন্য খরচ করে ফেলেন দিনমজুরির রোজগারের অনেকটাই। বেসামাল হয়ে বাড়ি ফেরেন। অশান্তি হয় তাঁদের বাড়িতে, পাড়ায়। ফলে এলাকার মহিলারা জাগুলগাছি পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অভিযান চালায়। উদ্ধার করে সতেজ গাজা গাছ।

স্থানীয় সূত্রে খবর, গ্রামের মহিলারা বার বার বিক্রেতাদের গাঁজা বিক্রি করতে নিষেধ করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি বলে অভিযোগ। শুক্রবার বিকালে গ্রামের মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে অভিযানে নামেন। তাঁদের সঙ্গে ছিলেন জাগুলগাছি স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা আনোয়ারা বিবি । শতাধিক মহিলা প্রথমে জড়ো হন বামুনিয়া প্রাথমিক স্কুলের সামনে। সেখান থেকে ঝাঁটা-লাঠি হাতে তাঁরা গাঁজার ঠেকে হানা দেয়। মহিলারা বাড়িতে ঢোকার মুহূর্তে ভাঙড় থানার পুলিশ গিয়ে হাজির হয়ে উত্তেজিত মহিলাদের শান্ত হওয়ার বার্তা দেন। পুলিশ মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা গাঁজা গুলি উদ্ধার করছি এবং গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করব। এর পরই গ্রামের মহিলা পুরুষ এক যোগে গাঁজার ঠেকে ঢুকে গাঁজা গাছ সহ প্রচুর গাঁজা উদ্ধার করে।

মহিলাদের ওই অভিযান দেখে গাঁজার ঠেকে ছেড়ে পালায় গাঁজা বিক্রেতা নেঁড়া মন্ডল।Body:এলাকা থেকে প্রচুর গাঁজা উদ্ধার করলে ও নেড়া মন্ডলকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে স্কুলের পাশে গাজা বিক্রি হচ্ছিল সেই নিয়ে উঠছে নানান প্রশ্ন। অভিযুক্তকে খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.