ETV Bharat / state

পুজো উদ্বোধনে আসেননি রাজ্যপাল, তৃণমূলকে দুষলেন BJP জেলা সভাপতি

রাজ্যপাল না আসার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন জেলা BJP সভাপতি সুনীপ দাস ৷ বারুইপুরের দিশেহারা ক্লাবের কালীপুজো উদ্বোধনে আসার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ গতকাল সকাল পর্যন্ত খবর ছিল তিনি আসছেন ৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের কাছে খবর আসে রাজ্যপাল আসতে পারছেন না ৷ কারণ হিসেবে জানানো হয়, এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই ৷

author img

By

Published : Oct 26, 2019, 9:51 AM IST

Updated : Oct 26, 2019, 12:45 PM IST

বারুইপুরের দিশেহারা ক্লাবের কালীপুজো

বারুইপুর, 26 অক্টোবর : বারুইপুরের দিশেহারা ক্লাবের কালীপুজো উদ্বোধনে আসার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ গতকাল সকাল পর্যন্ত খবর ছিল তিনি আসছেন ৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের কাছে খবর আসে রাজ্যপাল আসতে পারছেন না ৷ কারণ হিসেবে জানানো হয়, এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই ৷ পাশাপাশি সরু রাস্তার মুখে পুজো হওয়ার কারণ দেখিয়ে জেলা প্রশাসন রাজ্যপাল ভবনে রিপোর্ট করেন ৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই রাজ্যপাল উদ্বোধনে এলেন না বলে জানানো হয়েছে ৷

তবে, রাজ্যপাল না আসার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন জেলা BJP সভাপতি সুনীপ দাস ৷ ক্লাবের উপদেষ্টা পদেও রয়েছেন তিনি ৷ খুঁটিপুজোর সময় দিলীপ ঘোষকে ক্লাবে এনেছিলেন তিনি ৷ পুজো উদ্বোধনে রাজ্যপালের আসার কথা ছিল ৷ কিন্তু তিনি না আসায় তৃণমূলকেই দোষারোপ করছেন তিনি ৷

সুনীপ দাস বলেন, "আমি রাজনৈতিকভাবে একটি পদে আছি ৷ ফলে তৃণমূল ভেবেছে, এই ক্লাবের সবাই তাদের বিপক্ষে ৷ একারণেই রাজ্যপাল এলেন না ৷ এর আগেও মণ্ডপ থেকে 100 মিটার দূরে একটি দুর্গাপুজো উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ প্রশাসন রাস্তা সরুর যে অজুহাত দিচ্ছে, তা মানতে নারাজ ৷" রাজ্যপাল না আসার পিছনে সরাসরি রাজ্য সরকারকেই দায়ি করেছেন তিনি । এবার বারুইপুর দিশেহারা ক্লাবের পূজামণ্ডপে জলের নিচের জীববৈচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে । মূলত সাধারণ মানুষকে আত্মহত্যা না করে এই সৌন্দর্য দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

যদিও, সুনীপবাবুর এই তথ্য মানতে নারাজ জেলা INTTUC-র সভাপতি শক্তি মণ্ডল । তিনি জানান, ''প্রবল বৃষ্টির কারণে রাজ্যপাল আসতে পারেননি । BJP সবকিছুতেই তৃণমূলের ভূত দেখছে ।'' BJP নেতা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি ।

বারুইপুর, 26 অক্টোবর : বারুইপুরের দিশেহারা ক্লাবের কালীপুজো উদ্বোধনে আসার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ গতকাল সকাল পর্যন্ত খবর ছিল তিনি আসছেন ৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের কাছে খবর আসে রাজ্যপাল আসতে পারছেন না ৷ কারণ হিসেবে জানানো হয়, এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই ৷ পাশাপাশি সরু রাস্তার মুখে পুজো হওয়ার কারণ দেখিয়ে জেলা প্রশাসন রাজ্যপাল ভবনে রিপোর্ট করেন ৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই রাজ্যপাল উদ্বোধনে এলেন না বলে জানানো হয়েছে ৷

তবে, রাজ্যপাল না আসার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন জেলা BJP সভাপতি সুনীপ দাস ৷ ক্লাবের উপদেষ্টা পদেও রয়েছেন তিনি ৷ খুঁটিপুজোর সময় দিলীপ ঘোষকে ক্লাবে এনেছিলেন তিনি ৷ পুজো উদ্বোধনে রাজ্যপালের আসার কথা ছিল ৷ কিন্তু তিনি না আসায় তৃণমূলকেই দোষারোপ করছেন তিনি ৷

সুনীপ দাস বলেন, "আমি রাজনৈতিকভাবে একটি পদে আছি ৷ ফলে তৃণমূল ভেবেছে, এই ক্লাবের সবাই তাদের বিপক্ষে ৷ একারণেই রাজ্যপাল এলেন না ৷ এর আগেও মণ্ডপ থেকে 100 মিটার দূরে একটি দুর্গাপুজো উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ প্রশাসন রাস্তা সরুর যে অজুহাত দিচ্ছে, তা মানতে নারাজ ৷" রাজ্যপাল না আসার পিছনে সরাসরি রাজ্য সরকারকেই দায়ি করেছেন তিনি । এবার বারুইপুর দিশেহারা ক্লাবের পূজামণ্ডপে জলের নিচের জীববৈচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে । মূলত সাধারণ মানুষকে আত্মহত্যা না করে এই সৌন্দর্য দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

যদিও, সুনীপবাবুর এই তথ্য মানতে নারাজ জেলা INTTUC-র সভাপতি শক্তি মণ্ডল । তিনি জানান, ''প্রবল বৃষ্টির কারণে রাজ্যপাল আসতে পারেননি । BJP সবকিছুতেই তৃণমূলের ভূত দেখছে ।'' BJP নেতা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি ।

Intro:কালীপুজো উদ্বোধনে আসার কথা ছিল রাজ্যপাল জাগদিস ধনকারের। সকাল পর্যন্ত খবর ছিল তিনি আসছেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের কাছে খবর আসে রাজ্যপাল আসতে পারছেন না। আর তার কারণ হিসেবে তাদেরকে জানানো হয় এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই। এরই পাশাপাশি যে রাস্তার মুখে পূজো হচ্ছে সেই রাস্তা খুবই সরু। মূলত এই কারণ দেখিয়ে জেলা প্রশাসন রাজ্যপাল ভবনে রিপোর্ট করেন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই এলেন না রাজ্যপাল। আর এতেই রাজনৈতিক কারণ দেখছেন জেলা বিজেপি সভাপতি সুনিপ দাস। বারুইপুরের দিশেহারা ক্লাবের উপদেষ্টা পদে আছেন সুনীপ বাবু। খুঁটি পূজার সময় দিলীপ ঘোষকে এনেছিলেন। এবার পুজো উদ্বোধন এ রাজ্যপাল আসার কথা ছিল। ফলে রাজ্যপাল না আসার পিছনে তৃণমূলের অঙ্গুলিহেলন আছে বলে দাবি করেন তিনি।


Body:সুনীপ বাবুর দাবি আমি রাজনৈতিকভাবে একটি পদে আছি। ফলে তৃণমূল ভেবেছে এই ক্লাবের সবাই তাদের বিপক্ষে। তাই তাদের অঙ্গুলিহেলনের ফলেই রাজ্যপাল এলেন না। এর আগেও এই মন্ডপ থেকে 100 মিটার দূরে একটি দুর্গাপূজা উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ফলে প্রশাসন রাস্তার যে তথ্য খাড়া করছে তা তিনি মানতে নারাজ। রাজ্যপাল না আসার পিছনে সরাসরি রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। এবার বারুইপুর দিশেহারা ক্লাবের পূজামণ্ডপে জলের নিচের জীব বৈচিত্র কে নিয়ে সমুদ্রের নিচের সুন্দর দৃশ্য কে ফুটিয়ে তুলেছেন। তারা মূলত সাধারণ মানুষকে আত্মহত্যা না করে এই সৌন্দর্য দেখার আহ্বান জানিয়েছেন তারা।


Conclusion:যদিও শুনি বাবুর এই তথ্য মানতে নারাজ জেলা আইএনটিটিইউসি সভাপতি শক্তি মণ্ডল। তিনি জানান প্রচন্ড বৃষ্টির কারণে রাজ্যপাল আসতে পারেনি। সবকিছুতেই ওরা তৃণমূলের ভূত দেখছে। বিজেপি নেতা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
Last Updated : Oct 26, 2019, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.