বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 5 মে : কিশোরীকে আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় । অভিযুক্ত ওই কিশোরীর খুড়তুতো জামাইবাবু । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার দক্ষিণ গৌরীপুরের মণ্ডল পাড়ায় । ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
অভিযোগ, 1 এপ্রিল ওই কিশোরীর খুড়তুতো জামাইবাবু আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে দিঘার একটি হোটেলে নিয়ে যায় । সেখানে একাধিকবার তাকে ধর্ষণ করে । এরপর 3 তারিখ বেহালা চৌরাস্তার কাছে ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় ছেড়ে দেয় । তাকে অচৈতন্য অবস্থায় দেখে লোকজন চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরায় । সে নিজের বাড়ির ঠিকানা বলে তাদের । এরপর তার বাড়িতে খবর দেওয়া হয় । বাড়ির লোকজন গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে । তাকে বিদ্যাসাগর হাসপাতালে ভরতি করা হয় ।
পরে খানিকটা সুস্থ হয়ে ওই কিশোরী পরিবারের সদস্যদের পুরো বিষয়টি খুলে বলে । তারপরই আজ বিষ্ণুপুর থানায় পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাইবাবু পলাতক । পুলিশ তদন্ত শুরু করেছে।