ETV Bharat / state

Fire: উস্তিতে কারখানায় আগুন, গুরুতর জখম 5 শ্রমিক - উস্তি

লোহার ছাটের কারখানায় আগুন লেগে গুরুতর জখম 5 শ্রমিক ৷ আহতদের মধ্যে 1 মহিলা রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি এলাকায় ৷ আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে ৷

Fire at Factory in Usti South 24 Pargana Five Workers Admitted Hospital due to Burn Injury
উস্তিতে কারখানায় আগুন, গুরুতর জখম 5 শ্রমিক
author img

By

Published : Nov 18, 2021, 3:43 PM IST

ডায়মন্ড হারবার, 18 নভেম্বর : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম 5 জন । লোহার ছাটের কারখানায় আগুন লেগে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷ দক্ষিণ 24 পরগনার উস্তির মাদ্রাসার ঠেস এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে খবর, লোহার পার্টসের কাছে একটি দোকানের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন ৷ সেই সময় হঠাৎ করে দোকানের মধ্যে আগুন লেগে যায় ৷

আরও পড়ুন : Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ মৃতের দাদার

আগুন লাগার পর দোকানের মধ্যেই 5 জন আটকে পড়েন ৷ ফলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন ওই 5 জন শ্রমিক ৷ এদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ তাঁরাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ৷ আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷ ওই 4 জন শ্রমিককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ জানা গিয়েছে, দোকানের ভিতরেই আজ পিকনিকের আয়োজন করেছিলেন তাঁরা ৷ সেই সময় আচমকাই গ্যাস সিলেন্ডার থেকে আগুন লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান দমকলের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ ৷

ডায়মন্ড হারবার, 18 নভেম্বর : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম 5 জন । লোহার ছাটের কারখানায় আগুন লেগে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷ দক্ষিণ 24 পরগনার উস্তির মাদ্রাসার ঠেস এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে খবর, লোহার পার্টসের কাছে একটি দোকানের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন ৷ সেই সময় হঠাৎ করে দোকানের মধ্যে আগুন লেগে যায় ৷

আরও পড়ুন : Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ মৃতের দাদার

আগুন লাগার পর দোকানের মধ্যেই 5 জন আটকে পড়েন ৷ ফলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন ওই 5 জন শ্রমিক ৷ এদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ তাঁরাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ৷ আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷ ওই 4 জন শ্রমিককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ জানা গিয়েছে, দোকানের ভিতরেই আজ পিকনিকের আয়োজন করেছিলেন তাঁরা ৷ সেই সময় আচমকাই গ্যাস সিলেন্ডার থেকে আগুন লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান দমকলের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.