ETV Bharat / state

ফণীর প্রভাব সুন্দরবনে, একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত - cyclone

রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায় । আয়লার পর মতো কি ধ্বংসলীলা চালাতে চলেছ ফণী ?

ফণী আতঙ্ক সুন্দরবনে
author img

By

Published : May 3, 2019, 1:09 PM IST

সুন্দরবন, 3মে : ফণীর প্রকোপ পড়ল সুন্দরবনে । সকাল থেকেই সুন্দরবনের নামখানা, সাগর, ফেজারগঞ্জ, ঘোড়ামারা, কাকদ্বীপ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে । পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে সুন্দরবনের নদীগুলি । রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়।

fani
সুন্দরবনের একাধিক জায়গায় বৃষ্টিপাত

2009-এর মে মাসে ঘূর্ণিঝড় আয়লা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ উপকূলে । লন্ডভন্ড হয়ে গেছিল রাজ্যের উপকূলবর্তী এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশও । ঠিক এক দশক পর মে মাসেই আয়লার আতঙ্ক বয়ে নিয়ে আসছে ফণী । আয়লার পর আবার এই ফণী আতঙ্ক সুন্দরবনে ।

fani
ব্যাহত হয়েছে জনজীবন

সুন্দরবনের বাসন্তী, গোসাবা, কুলতলী মইপিটসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড়ের পাশাপাশি চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে জনজীবন ব্যাহত হয়েছে। সকালে কাজে বেরিয়ে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ।

fani
ফণীর প্রকোপ সুন্দরবনে

সুন্দরবন, 3মে : ফণীর প্রকোপ পড়ল সুন্দরবনে । সকাল থেকেই সুন্দরবনের নামখানা, সাগর, ফেজারগঞ্জ, ঘোড়ামারা, কাকদ্বীপ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে । পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে সুন্দরবনের নদীগুলি । রায়দিঘিতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়।

fani
সুন্দরবনের একাধিক জায়গায় বৃষ্টিপাত

2009-এর মে মাসে ঘূর্ণিঝড় আয়লা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ উপকূলে । লন্ডভন্ড হয়ে গেছিল রাজ্যের উপকূলবর্তী এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশও । ঠিক এক দশক পর মে মাসেই আয়লার আতঙ্ক বয়ে নিয়ে আসছে ফণী । আয়লার পর আবার এই ফণী আতঙ্ক সুন্দরবনে ।

fani
ব্যাহত হয়েছে জনজীবন

সুন্দরবনের বাসন্তী, গোসাবা, কুলতলী মইপিটসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড়ের পাশাপাশি চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে জনজীবন ব্যাহত হয়েছে। সকালে কাজে বেরিয়ে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ।

fani
ফণীর প্রকোপ সুন্দরবনে
Intro:নামখনা, সাগর, ফেজার গঞ্জ, ঘোড়া মারা সহ কাকদ্বীপ এলাকার নদী উত্তাল ও বর্যপাত সহ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এর পাশাপাশি সুন্দর বনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ঝড় এবং বর্যবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে।Body:সুন্দরবনে বাসি প্রথম থেকেই ফনির আতঙ্ক করেছিল। আইলার পর আবার এই ফনি আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছিল সুন্দরবনবাসি। আর সেই আশঙ্কায় সত্যি হল।Conclusion:সুন্দরবনের বাসন্তী, গোসাবা, কুলতলী মইপিট সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচন্ড ঝড় এর পাশাপাশি চলছে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে জনজীবন ব্যাহত হয়েছে। সকালে কাজে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে পথচলতি মানুষদের।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.