ETV Bharat / state

Joynagar : জয়নগরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, 6 বছর পর ফিরলেন মেয়ের কাছে - Joynagar

2015 সালের সেপ্টেম্বর মাসে দৌপ্রদী প্রামাণিক নামে ওই বৃদ্ধা নিখোঁজ হন ৷ সম্প্রতি তাঁকে জয়নগরে উদ্ধার করা হয় ৷ শনিবার তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন মেয়ে ৷

elderly missing woman found by her family from joynagar
Joynagar : জয়নগরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, 6 বছর পর ফিরলেন মেয়ের কাছে
author img

By

Published : Oct 23, 2021, 2:51 PM IST

জয়নগর, 23 অক্টোবর : স্থানীয় ক্লাব ও পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন এক বৃদ্ধা ৷ শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার নাম দৌপ্রদী প্রামাণিক ৷ তিনি মানসিক ভারসাম্যহীন ৷ গত বুধবার লক্ষ্মীপুজোর দিন তাঁকে উদ্ধার করেন স্থানীয় শ্রীপুরের একটি ক্লাবের সদস্যরা ৷ তাঁরাই প্রথমে ওই বৃদ্ধাকে খাবার দেন ৷ তার পর পরিচয় জানার চেষ্টা করেন ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুনে পাথরপ্রতিমা থেকে গ্রেফতার আরও দুই

সেই চেষ্টাতেই ওই বৃদ্ধার নাম জানতে পারেন ওই ক্লাবের সদস্যরা ৷ তবে মুখে তিনি কিছু জানাননি ৷ বরং কাগজে লিখে দিয়েছিলেন যে তাঁর স্বামীর নাম মদন মোহন প্রামাণিক ৷ তাঁর বাড়ি বাঁকুড়ার তালডাঙা থানার ধুমাপাড়া গ্রামে ।

এর পর ক্লাবের সদস্যরা ওই বৃদ্ধাকে জয়নগর থানার হাতে তুলে দেন ৷ পরে পুলিশ ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারে যে উত্তর 24 পরগনার বিরাটির বিরাটি সরদার পাড়ায় তাঁর মেয়ে থাকেন ৷ মেয়ের নাম উমা মণ্ডল ৷

জয়নগরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, 6 বছর পর ফিরলেন মেয়ের কাছে

আরও পড়ুন : Gariahat Double Murder : টাকার জন্য মা-ছেলে সবকিছু করতে পারে, দাবি মিঠুর স্বামী সুভাষের

পুলিশের বক্তব্য, এর পর নিমতা থানার মাধ্যমে উমা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তার পর শনিবার উমাদেবী জয়নগর থানায় এসে মাকে ফিরিয়ে নিয়ে যান ৷

তিনি জানান, 2015 সালের সেপ্টেম্বর মাসে তাঁর মা নিখোঁজ হন । তারপর থেকে অনেক চেষ্টা করেও মায়ের কোনও সন্ধান পাননি । তাই শনিবার এভাবে নিজের মাকে জয়নগরে খুঁজে পেয়ে খুশি ৷ মাকে খুঁজে দেওয়ার জন্য তিনি পুলিশ ও ওই ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : ডায়মন্ড হারবারে ভাড়া বাড়ি থেকে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

জয়নগর, 23 অক্টোবর : স্থানীয় ক্লাব ও পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন এক বৃদ্ধা ৷ শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার নাম দৌপ্রদী প্রামাণিক ৷ তিনি মানসিক ভারসাম্যহীন ৷ গত বুধবার লক্ষ্মীপুজোর দিন তাঁকে উদ্ধার করেন স্থানীয় শ্রীপুরের একটি ক্লাবের সদস্যরা ৷ তাঁরাই প্রথমে ওই বৃদ্ধাকে খাবার দেন ৷ তার পর পরিচয় জানার চেষ্টা করেন ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুনে পাথরপ্রতিমা থেকে গ্রেফতার আরও দুই

সেই চেষ্টাতেই ওই বৃদ্ধার নাম জানতে পারেন ওই ক্লাবের সদস্যরা ৷ তবে মুখে তিনি কিছু জানাননি ৷ বরং কাগজে লিখে দিয়েছিলেন যে তাঁর স্বামীর নাম মদন মোহন প্রামাণিক ৷ তাঁর বাড়ি বাঁকুড়ার তালডাঙা থানার ধুমাপাড়া গ্রামে ।

এর পর ক্লাবের সদস্যরা ওই বৃদ্ধাকে জয়নগর থানার হাতে তুলে দেন ৷ পরে পুলিশ ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারে যে উত্তর 24 পরগনার বিরাটির বিরাটি সরদার পাড়ায় তাঁর মেয়ে থাকেন ৷ মেয়ের নাম উমা মণ্ডল ৷

জয়নগরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, 6 বছর পর ফিরলেন মেয়ের কাছে

আরও পড়ুন : Gariahat Double Murder : টাকার জন্য মা-ছেলে সবকিছু করতে পারে, দাবি মিঠুর স্বামী সুভাষের

পুলিশের বক্তব্য, এর পর নিমতা থানার মাধ্যমে উমা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তার পর শনিবার উমাদেবী জয়নগর থানায় এসে মাকে ফিরিয়ে নিয়ে যান ৷

তিনি জানান, 2015 সালের সেপ্টেম্বর মাসে তাঁর মা নিখোঁজ হন । তারপর থেকে অনেক চেষ্টা করেও মায়ের কোনও সন্ধান পাননি । তাই শনিবার এভাবে নিজের মাকে জয়নগরে খুঁজে পেয়ে খুশি ৷ মাকে খুঁজে দেওয়ার জন্য তিনি পুলিশ ও ওই ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : ডায়মন্ড হারবারে ভাড়া বাড়ি থেকে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.