ETV Bharat / state

যুবতির শরীরে কৃত্রিম যোনি প্রতিস্থাপন, নজির ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের - Successful

ল্যাপারোস্কপিক ভ্যাজাইনোপ্লাস্টি ড্যাভিডোভ পদ্ধতিতে সফল অস্ত্রোপচার করে নজির গড়ল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 4, 2019, 10:52 PM IST

Updated : Jun 4, 2019, 11:00 PM IST

ডায়মন্ড হারবার, 4 জুন : বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল । ল্যাপারোস্কপিক ভ্যাজাইনোপ্লাস্টি ড্যাভিডোভ পদ্ধতিতে এক যুবতির দেহে সফলভাবে যোনি ও জরায়ু প্রতিস্থাপন করে নজির গড়লেন সেখানকার চিকিৎসকরা । হাসপাতালের গাইনো বিভাগের প্রধান সমাদৃতা চক্রবর্তী সহ অধ্যাপক মানস সাহা ও নীতা রায়ের যৌথ প্রচেষ্টায় এই অস্ত্রোপচারে সাফল্য আসে। কিন্তু চিকিৎসায় সফলতা পাওয়ার পরেও চিকিৎসকরা জানান, স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারলেও যুবতি নিজের শরীরে কখনই সন্তান ধারণ করতে পারবেন না ।

টানা দু'বছর প্রেমের পর মগরাহাট থানা এলাকার বাসিন্দা প্রেমিকাকে বিয়ে করেন জয়নগরের যুবক। এরপর কেটে গেছে পাঁচ বছর। কিন্তু এখনও কোনও সন্তান হয়নি তাঁদের । এই সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে যান বছর 24-এর ওই যুবতি । শারীরিক পরীক্ষা-নিরীক্ষার করে জানা যায়, ওই যুবতির শরীরে অপরিণত যোনি ও জরায়ু রয়েছে । তারপরই ভ্যাজাইনোপ্লাস্টি অর্থাৎ কৃত্রিমভাবে দেহে যোনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ল্যাপারোস্কোপি পদ্ধতিতে যুবতির দেহে যোনি ও জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে । অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল । দীর্ঘক্ষণ ধরে অস্ত্রোপচার করার পর সাফল্য আসে । অস্ত্রোপচারের পর 15 দিন যুবতিকে পর্যবেক্ষণে রাখা হয় । এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। কিন্তু উনি নিজের শরীরে কখনই সন্তান ধারণ করতে পারবেন না । ওনাকে সন্তান নিতে হলে হয় দত্তক নিতে হবে, কিংবা স্যারোগেসি পদ্ধতি ব্যবহার করতে হবে ।

ওই যুবতি বলেন, "বিয়ের পর শারীরিক সম্পর্ক স্থাপনে অসুবিধা হত । এই হাসপাতালে চার মাস আগে এসেছিলাম । কিন্তু তখন আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল । কিছুদিন আগে হাসপাতাল থেকে ফোন করে আমাকে আসতে বলা হয় । এখানে এলে ডাক্তাররা আমাকে অস্ত্রোপচারের কথা বলেন । 10 এপ্রিল যৌথভাবে চিকিৎসকরা অস্ত্রোপচার করে সাফল্য পান । এখন আমি সম্পূর্ণ সুস্থ ।"

ডায়মন্ড হারবার, 4 জুন : বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল । ল্যাপারোস্কপিক ভ্যাজাইনোপ্লাস্টি ড্যাভিডোভ পদ্ধতিতে এক যুবতির দেহে সফলভাবে যোনি ও জরায়ু প্রতিস্থাপন করে নজির গড়লেন সেখানকার চিকিৎসকরা । হাসপাতালের গাইনো বিভাগের প্রধান সমাদৃতা চক্রবর্তী সহ অধ্যাপক মানস সাহা ও নীতা রায়ের যৌথ প্রচেষ্টায় এই অস্ত্রোপচারে সাফল্য আসে। কিন্তু চিকিৎসায় সফলতা পাওয়ার পরেও চিকিৎসকরা জানান, স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারলেও যুবতি নিজের শরীরে কখনই সন্তান ধারণ করতে পারবেন না ।

টানা দু'বছর প্রেমের পর মগরাহাট থানা এলাকার বাসিন্দা প্রেমিকাকে বিয়ে করেন জয়নগরের যুবক। এরপর কেটে গেছে পাঁচ বছর। কিন্তু এখনও কোনও সন্তান হয়নি তাঁদের । এই সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে যান বছর 24-এর ওই যুবতি । শারীরিক পরীক্ষা-নিরীক্ষার করে জানা যায়, ওই যুবতির শরীরে অপরিণত যোনি ও জরায়ু রয়েছে । তারপরই ভ্যাজাইনোপ্লাস্টি অর্থাৎ কৃত্রিমভাবে দেহে যোনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ল্যাপারোস্কোপি পদ্ধতিতে যুবতির দেহে যোনি ও জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে । অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল । দীর্ঘক্ষণ ধরে অস্ত্রোপচার করার পর সাফল্য আসে । অস্ত্রোপচারের পর 15 দিন যুবতিকে পর্যবেক্ষণে রাখা হয় । এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। কিন্তু উনি নিজের শরীরে কখনই সন্তান ধারণ করতে পারবেন না । ওনাকে সন্তান নিতে হলে হয় দত্তক নিতে হবে, কিংবা স্যারোগেসি পদ্ধতি ব্যবহার করতে হবে ।

ওই যুবতি বলেন, "বিয়ের পর শারীরিক সম্পর্ক স্থাপনে অসুবিধা হত । এই হাসপাতালে চার মাস আগে এসেছিলাম । কিন্তু তখন আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল । কিছুদিন আগে হাসপাতাল থেকে ফোন করে আমাকে আসতে বলা হয় । এখানে এলে ডাক্তাররা আমাকে অস্ত্রোপচারের কথা বলেন । 10 এপ্রিল যৌথভাবে চিকিৎসকরা অস্ত্রোপচার করে সাফল্য পান । এখন আমি সম্পূর্ণ সুস্থ ।"

Intro:আগে কপি পাঠিয়েছিলাম Body:এখন শুধু বাইট পাঠালাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Jun 4, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.