ETV Bharat / state

মৌসুনি দ্বীপে ত্রাণ বিলি SSKM-এর ডাক্তার ও নার্সদের - কোরোনা

দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্তই হল মৌসুনি দ্বীপ । প্রত্যন্ত এলাকা হওয়ায় সেভাবে সাহায্যের জন্য কেউ হাত বাড়াচ্ছেন না এই সকল মানুষদের দিকে । আর এই বিষয়টি জানতে পারার পরই SSKM-র ডাক্তার এবং নার্সরা তাঁদের নিজেদের উদ্যোগে ওই সব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় । প্রয়োজনীয় সমস্ত কিছু কেনাকাটা করে তা এলাকার গরিব মানুষদের হাতে তুলে দেন তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 25, 2020, 12:51 PM IST

Updated : Apr 26, 2020, 12:14 AM IST

মৌসুনি দ্বীপ, 25 এপ্রিল : এবার দুস্থদের ত্রাণ বিতরণ করলেন SSKM হাসপাতালের ডাক্তার ও নার্সরা । দক্ষিণ 24 পরগনার মৌসুনি দ্বীপে পৌঁছে যায় তাঁদের একটি প্রতিনিধিদল । সেখানে গরিব মানুষদের ত্রাণ বিতরণ করেন তাঁরা ।

দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্ত হল মৌসুনি দ্বীপ । পরিবেশ দূষণ এবং প্রভাবের জন্য একটু একটু করে সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছে এই গ্রাম । যে কারণে সর্বদায় আতঙ্কিত থাকেন গ্রামবাসীরা । এর মধ্যে আবার কোরোনার আতঙ্কও ঢুকে পড়েছে গ্রামে । প্রত্যন্ত এলাকা হওয়ায় সেভাবে সাহায্যের জন্য কেউ হাত বাড়াচ্ছেন না এইসব মানুষের দিকে । আর এই বিষয়টি জানতে পারার পর SSKM-র ডাক্তার এবং নার্সরা ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন । প্রয়োজনীয় সমস্ত কিছু কেনাকাটা করে তা এলাকার গরিব মানুষের হাতে তুলে দেন । বিপদের সময় এইভাবে ডাক্তার-নার্সদের পাশে পেয়ে একটু হলেও খুশি মৌসুনি দ্বীপের বাসিন্দারা ।

খাদ্যসামগ্রীর বিতরণের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা কোরোনা নিয়েও সচেতন করেন সেখানকার সাধারণ মানুষকে । পাঁচালির ধাঁচে গান করে সচেতনতার বার্তা দেন তাঁরা। এর সঙ্গে বিলি করা হয় মাস্ক ও স্যানিটাইজা়র । অবশ্য নার্স ও ডাক্তারদের দাবি, শহরে বহু সংস্থা ও ব্যক্তি ত্রাণ দিচ্ছে । কিন্তু জেলার প্রত্যন্ত এলাকার অসহায় মানুষজন কিছুই পাচ্ছেন না । তাই তাঁদের এমন সিদ্ধান্ত ।

মৌসুনি দ্বীপ, 25 এপ্রিল : এবার দুস্থদের ত্রাণ বিতরণ করলেন SSKM হাসপাতালের ডাক্তার ও নার্সরা । দক্ষিণ 24 পরগনার মৌসুনি দ্বীপে পৌঁছে যায় তাঁদের একটি প্রতিনিধিদল । সেখানে গরিব মানুষদের ত্রাণ বিতরণ করেন তাঁরা ।

দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্ত হল মৌসুনি দ্বীপ । পরিবেশ দূষণ এবং প্রভাবের জন্য একটু একটু করে সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছে এই গ্রাম । যে কারণে সর্বদায় আতঙ্কিত থাকেন গ্রামবাসীরা । এর মধ্যে আবার কোরোনার আতঙ্কও ঢুকে পড়েছে গ্রামে । প্রত্যন্ত এলাকা হওয়ায় সেভাবে সাহায্যের জন্য কেউ হাত বাড়াচ্ছেন না এইসব মানুষের দিকে । আর এই বিষয়টি জানতে পারার পর SSKM-র ডাক্তার এবং নার্সরা ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন । প্রয়োজনীয় সমস্ত কিছু কেনাকাটা করে তা এলাকার গরিব মানুষের হাতে তুলে দেন । বিপদের সময় এইভাবে ডাক্তার-নার্সদের পাশে পেয়ে একটু হলেও খুশি মৌসুনি দ্বীপের বাসিন্দারা ।

খাদ্যসামগ্রীর বিতরণের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা কোরোনা নিয়েও সচেতন করেন সেখানকার সাধারণ মানুষকে । পাঁচালির ধাঁচে গান করে সচেতনতার বার্তা দেন তাঁরা। এর সঙ্গে বিলি করা হয় মাস্ক ও স্যানিটাইজা়র । অবশ্য নার্স ও ডাক্তারদের দাবি, শহরে বহু সংস্থা ও ব্যক্তি ত্রাণ দিচ্ছে । কিন্তু জেলার প্রত্যন্ত এলাকার অসহায় মানুষজন কিছুই পাচ্ছেন না । তাই তাঁদের এমন সিদ্ধান্ত ।

Last Updated : Apr 26, 2020, 12:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.